বিনোদন ডেস্ক
ভারতের জনপ্রিয় গায়কদের একজন সোনু নিগাম। আজ তাঁর এ জায়গায় পৌঁছানোর পেছনে রয়েছে জনপ্রিয় গায়ক অনু মালিকের বিশাল অবদান। ‘গুরুজি’ হিসেবে তাঁকে মানেনও সোনু নিগাম। বহু সুপারহিট গান উপহার দিয়েছেন এ জুটি।
তবে এবার অনু মালিক প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন সোনু নিগাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনু গায়ক-সুরকার অনু মালিকের সঙ্গে সম্পর্কের ধরন ও প্রথম পরিচয়ের সময়কার আলাপ প্রকাশ্যে এনেছেন বলে জানিয়েছেন হিন্দুস্তান টাইমস।
সোনুর কথায়, ‘আমার সঙ্গে তার আলাপ ১৪ বছর বয়সে। আমি তখন সদ্য একটি রিয়্যালিটি শো জিতেছিলাম। সে সময় উনি বলেছিলেন, ‘‘বড় হলে ওকে আমার কাছে নিয়ে এসো।’’’
তিনি আরও বলেন, ‘রিয়্যালিটি শো জিতে যখন আমি বাবার সঙ্গে মুম্বাই আসি তখন অনু মালিকের সঙ্গে দেখা করতে যাই। আমাকে বিশেষ পাত্তা দেননি তিনি। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি তাঁর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। আসলে যত তুমি ভয় পাবে, উনি তত ভয় দেখাবেন। তাঁর ব্যবহারে প্রথম প্রথম বেশ ভয় পেতাম। আমাকে একপ্রকার পীড়নই করতেন, রীতিমতো হেনস্তা করতেন। আমার চেয়ে বড় ছিলেন। এ ছাড়া অভিজ্ঞতাও ছিল বেশি। তবে উনি আমার গুরুজি।’
অনু মালিকের কম্পোজিশনে একাধিক সিনেমায় গান গেয়েছেন সোনু নিগম। তার মধ্যে ‘রিফিউজি’, ‘সৈনিক’, ‘হাসিনা মান যায়েগি’, ‘ফিজা’, ‘তু হাওয়া হ্যায়’, ‘দিল জো পেয়ার করেগা’, ‘বাদল’, ‘মিলনে সে দারতা হ্যায় দিল’, ‘ওম জয় জগদীশ’, ‘চোরি চোরি’ ও ‘জান-এ-মন’ উল্লেখযোগ্য।
ভারতের জনপ্রিয় গায়কদের একজন সোনু নিগাম। আজ তাঁর এ জায়গায় পৌঁছানোর পেছনে রয়েছে জনপ্রিয় গায়ক অনু মালিকের বিশাল অবদান। ‘গুরুজি’ হিসেবে তাঁকে মানেনও সোনু নিগাম। বহু সুপারহিট গান উপহার দিয়েছেন এ জুটি।
তবে এবার অনু মালিক প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন সোনু নিগাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনু গায়ক-সুরকার অনু মালিকের সঙ্গে সম্পর্কের ধরন ও প্রথম পরিচয়ের সময়কার আলাপ প্রকাশ্যে এনেছেন বলে জানিয়েছেন হিন্দুস্তান টাইমস।
সোনুর কথায়, ‘আমার সঙ্গে তার আলাপ ১৪ বছর বয়সে। আমি তখন সদ্য একটি রিয়্যালিটি শো জিতেছিলাম। সে সময় উনি বলেছিলেন, ‘‘বড় হলে ওকে আমার কাছে নিয়ে এসো।’’’
তিনি আরও বলেন, ‘রিয়্যালিটি শো জিতে যখন আমি বাবার সঙ্গে মুম্বাই আসি তখন অনু মালিকের সঙ্গে দেখা করতে যাই। আমাকে বিশেষ পাত্তা দেননি তিনি। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি তাঁর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। আসলে যত তুমি ভয় পাবে, উনি তত ভয় দেখাবেন। তাঁর ব্যবহারে প্রথম প্রথম বেশ ভয় পেতাম। আমাকে একপ্রকার পীড়নই করতেন, রীতিমতো হেনস্তা করতেন। আমার চেয়ে বড় ছিলেন। এ ছাড়া অভিজ্ঞতাও ছিল বেশি। তবে উনি আমার গুরুজি।’
অনু মালিকের কম্পোজিশনে একাধিক সিনেমায় গান গেয়েছেন সোনু নিগম। তার মধ্যে ‘রিফিউজি’, ‘সৈনিক’, ‘হাসিনা মান যায়েগি’, ‘ফিজা’, ‘তু হাওয়া হ্যায়’, ‘দিল জো পেয়ার করেগা’, ‘বাদল’, ‘মিলনে সে দারতা হ্যায় দিল’, ‘ওম জয় জগদীশ’, ‘চোরি চোরি’ ও ‘জান-এ-মন’ উল্লেখযোগ্য।
এক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৪ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৫ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১৫ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১৫ ঘণ্টা আগে