বিনোদন ডেস্ক
তৃতীয়বারের মতো যৌন হেনস্তার অভিযোগ উঠেছে জনপ্রিয় ব্যান্ড ‘ব্যাকস্ট্রিট বয়েজ’-এর গায়ক নিক কার্টারের বিরুদ্ধে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, দুই দশক আগে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিকের বিরুদ্ধে।
দ্য গার্ডিয়ান প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ‘এআর’ নামের এক নারী অভিযোগ এনেছেন, কার্টার ২০০৩ সালে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন। সে সময় কার্টারের বয়স ছিল ২৩ এবং এআরের বয়স ছিল ১৫।
কার্টারকে পারিবারিক বন্ধু হিসেবে দাবি করে এআর অভিযোগ জানিয়েছেন, কার্টার প্রথমবার একটি প্রমোদতরিতে তাঁকে ধর্ষণ করেন, এরপর একটি বাসে এবং শেষবার প্রমোদতরিতে ধর্ষণের সময় আরও তিনজনকে সেই দৃশ্য দেখার আমন্ত্রণও জানান তিনি।
ধর্ষণের ফলে এআর ‘এইচপিভিতে’ সংক্রমিত হন। আর তাই ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার ডলার দাবি করেন তিনি।
এআর এর আইনজীবী মার্গারেট মাবি বলেন, ‘আমরা আশা করি এআর কিছুটা ন্যায়বিচার পাবেন এবং মামলাটি অপব্যবহারকারীদের জবাবদিহির পথ তৈরি করবে।’
এদিকে এত বছর পর বিষয়টি নিয়ে সরব হওয়ায় কার্টারের আইনজীবী ডেল এ হেইস জুনিয়র অভিযোগটিকে ‘হাস্যকর’ এবং সম্পূর্ণ ‘বিদ্বেষপরায়ণ’ বলে দাবি করেছেন।
উল্লেখ্য, গত বছর গায়িকা শ্যানন রুথ ধর্ষণের অভিযোগ এনে কার্টারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ৩৯ বছর বছর শ্যাননের অভিযোগ, তিনি ব্যাকস্ট্রিট বয়েজের ভক্ত ছিলেন। ২০০১ সালে ব্যান্ডটির একটি শোয়ের পর কার্টার তাঁকে ধর্ষণ করেন। ফলে তিনি ‘এইচপিভিতে’ সংক্রমিত হন এবং পরবর্তীতে ‘সেরিব্রাল পলসি’ রোগে ভুগে রুথ একজন অটিস্টিকে পরিণত হন।
নব্বইয়ের দশকের জনপ্রিয় ও অন্যতম ব্যবসাসফল ব্যান্ড ‘ব্যাকস্ট্রিট বয়েজ’। এজে ম্যাকলিন, হাউয়ি ডরো, কেভিন রিচার্ডসন, নিক কার্টার এবং ব্রায়ান লিটরেলকে নিয়ে পাঁচজনের এই দল ১৯৯৬ সালে বের করে প্রথম আন্তর্জাতিক অ্যালবাম ‘ব্যাকস্ট্রিট বয়েজ’। ওই একটি অ্যালবামের পরই বিশ্বজয়।
এখন পর্যন্ত আটটি গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছে ব্যান্ডটি। এ ছাড়া দুটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, পাঁচটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, দুটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড এবং একটি জুনো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু অ্যাওয়ার্ড পুরেছে ঝুলিতে।
তৃতীয়বারের মতো যৌন হেনস্তার অভিযোগ উঠেছে জনপ্রিয় ব্যান্ড ‘ব্যাকস্ট্রিট বয়েজ’-এর গায়ক নিক কার্টারের বিরুদ্ধে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, দুই দশক আগে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিকের বিরুদ্ধে।
দ্য গার্ডিয়ান প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ‘এআর’ নামের এক নারী অভিযোগ এনেছেন, কার্টার ২০০৩ সালে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন। সে সময় কার্টারের বয়স ছিল ২৩ এবং এআরের বয়স ছিল ১৫।
কার্টারকে পারিবারিক বন্ধু হিসেবে দাবি করে এআর অভিযোগ জানিয়েছেন, কার্টার প্রথমবার একটি প্রমোদতরিতে তাঁকে ধর্ষণ করেন, এরপর একটি বাসে এবং শেষবার প্রমোদতরিতে ধর্ষণের সময় আরও তিনজনকে সেই দৃশ্য দেখার আমন্ত্রণও জানান তিনি।
ধর্ষণের ফলে এআর ‘এইচপিভিতে’ সংক্রমিত হন। আর তাই ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার ডলার দাবি করেন তিনি।
এআর এর আইনজীবী মার্গারেট মাবি বলেন, ‘আমরা আশা করি এআর কিছুটা ন্যায়বিচার পাবেন এবং মামলাটি অপব্যবহারকারীদের জবাবদিহির পথ তৈরি করবে।’
এদিকে এত বছর পর বিষয়টি নিয়ে সরব হওয়ায় কার্টারের আইনজীবী ডেল এ হেইস জুনিয়র অভিযোগটিকে ‘হাস্যকর’ এবং সম্পূর্ণ ‘বিদ্বেষপরায়ণ’ বলে দাবি করেছেন।
উল্লেখ্য, গত বছর গায়িকা শ্যানন রুথ ধর্ষণের অভিযোগ এনে কার্টারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ৩৯ বছর বছর শ্যাননের অভিযোগ, তিনি ব্যাকস্ট্রিট বয়েজের ভক্ত ছিলেন। ২০০১ সালে ব্যান্ডটির একটি শোয়ের পর কার্টার তাঁকে ধর্ষণ করেন। ফলে তিনি ‘এইচপিভিতে’ সংক্রমিত হন এবং পরবর্তীতে ‘সেরিব্রাল পলসি’ রোগে ভুগে রুথ একজন অটিস্টিকে পরিণত হন।
নব্বইয়ের দশকের জনপ্রিয় ও অন্যতম ব্যবসাসফল ব্যান্ড ‘ব্যাকস্ট্রিট বয়েজ’। এজে ম্যাকলিন, হাউয়ি ডরো, কেভিন রিচার্ডসন, নিক কার্টার এবং ব্রায়ান লিটরেলকে নিয়ে পাঁচজনের এই দল ১৯৯৬ সালে বের করে প্রথম আন্তর্জাতিক অ্যালবাম ‘ব্যাকস্ট্রিট বয়েজ’। ওই একটি অ্যালবামের পরই বিশ্বজয়।
এখন পর্যন্ত আটটি গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছে ব্যান্ডটি। এ ছাড়া দুটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, পাঁচটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, দুটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড এবং একটি জুনো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু অ্যাওয়ার্ড পুরেছে ঝুলিতে।
চার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৫ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১২ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১২ ঘণ্টা আগে