বিনোদন ডেস্ক
আইনি জটিলতায় পড়েছেন গ্র্যামিজয়ী আমেরিকান র্যাপ গায়িকা লিজো। তাঁর বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির অভিযোগ। তাঁর সাবেক তিন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার যৌন, জাতিগত বিদ্বেষ ও বডি শেমিংয়ের মতো অভিযোগ আনেন তাঁর বিরুদ্ধে।
কাজের জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা, গায়ের রং, ধর্ম ও জাতির নিরিখে ভেদাভেদ তৈরি করার মতো অভিযোগ তুলেছেন তাঁরা। শুধু তাই নয়, নৃত্যশিল্পীদের ওজন বেড়ে যাওয়ার কারণেও তাঁদের সঙ্গে লিজো দুর্ব্যবহার করছেন বলে অভিযোগকারীদের বরাত দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
২০২১ থেকে শুরু করে ২০২৩ সালের মধ্যে ঘটে যাওয়া একাধিক ঘটনার উল্লেখ রয়েছে অভিযোগনামার ৪৪ পাতায়। লিজোর দলের ওই তিন সাবেক নৃত্যশিল্পীর অভিযোগ, ওজন বেড়ে যাওয়ায় এক নৃত্যশিল্পীকে অপমান করেছিলেন এই পপতারকা। এমনকি তাঁকে শেষমেশ দল থেকে বহিষ্কার পর্যন্ত করে দেওয়ার সিদ্ধান্তও নেন লিজো।
তা ছাড়া তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও করেছেন নৃত্যশিল্পীরা। তাঁদের মধ্যে একজনের অভিযোগ, আমস্টারডামের একটি ক্লাবে এক বিবস্ত্র নৃত্যশিল্পীকে ছোঁয়ার জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন তিনি। এমনকি নৃত্যশিল্পীদের বিরুদ্ধে কাজের সময় মদ্যপান করার মিথ্যা অভিযোগও করেছেন লিজো। মিথ্যা অভিযোগ করার পর নিষ্ঠুরভাবে তাঁদের ১২ ঘণ্টা ধরে মহড়া দিতেও নাকি বাধ্য করেছেন তিনি। লিজোর বিরুদ্ধে ওই তিন নৃত্যশিল্পীর তোলা অভিযোগকে সমর্থন জানিয়েছেন তাঁরই দলের আরেক নৃত্যশিল্পী।
নিজের ওজন নিয়ে একসময় চূড়ান্ত হেনস্তার শিকার হয়েছেন লিজো। পপতারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতেও কম লড়াই করতে হয়নি তাকে। পপতারকা, বিশেষত নারী তারকা মানেই নিখুঁত চেহারার অধিকারী হতে হবে—এই ধারণার বিরুদ্ধে বরাবর আওয়াজ তুলেছেন লিজো। এদিকে দলের সবেক নৃত্যশিল্পীরাই তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওজন নিয়ে অপমান করার।
আইনি জটিলতায় পড়েছেন গ্র্যামিজয়ী আমেরিকান র্যাপ গায়িকা লিজো। তাঁর বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির অভিযোগ। তাঁর সাবেক তিন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার যৌন, জাতিগত বিদ্বেষ ও বডি শেমিংয়ের মতো অভিযোগ আনেন তাঁর বিরুদ্ধে।
কাজের জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা, গায়ের রং, ধর্ম ও জাতির নিরিখে ভেদাভেদ তৈরি করার মতো অভিযোগ তুলেছেন তাঁরা। শুধু তাই নয়, নৃত্যশিল্পীদের ওজন বেড়ে যাওয়ার কারণেও তাঁদের সঙ্গে লিজো দুর্ব্যবহার করছেন বলে অভিযোগকারীদের বরাত দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
২০২১ থেকে শুরু করে ২০২৩ সালের মধ্যে ঘটে যাওয়া একাধিক ঘটনার উল্লেখ রয়েছে অভিযোগনামার ৪৪ পাতায়। লিজোর দলের ওই তিন সাবেক নৃত্যশিল্পীর অভিযোগ, ওজন বেড়ে যাওয়ায় এক নৃত্যশিল্পীকে অপমান করেছিলেন এই পপতারকা। এমনকি তাঁকে শেষমেশ দল থেকে বহিষ্কার পর্যন্ত করে দেওয়ার সিদ্ধান্তও নেন লিজো।
তা ছাড়া তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও করেছেন নৃত্যশিল্পীরা। তাঁদের মধ্যে একজনের অভিযোগ, আমস্টারডামের একটি ক্লাবে এক বিবস্ত্র নৃত্যশিল্পীকে ছোঁয়ার জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন তিনি। এমনকি নৃত্যশিল্পীদের বিরুদ্ধে কাজের সময় মদ্যপান করার মিথ্যা অভিযোগও করেছেন লিজো। মিথ্যা অভিযোগ করার পর নিষ্ঠুরভাবে তাঁদের ১২ ঘণ্টা ধরে মহড়া দিতেও নাকি বাধ্য করেছেন তিনি। লিজোর বিরুদ্ধে ওই তিন নৃত্যশিল্পীর তোলা অভিযোগকে সমর্থন জানিয়েছেন তাঁরই দলের আরেক নৃত্যশিল্পী।
নিজের ওজন নিয়ে একসময় চূড়ান্ত হেনস্তার শিকার হয়েছেন লিজো। পপতারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতেও কম লড়াই করতে হয়নি তাকে। পপতারকা, বিশেষত নারী তারকা মানেই নিখুঁত চেহারার অধিকারী হতে হবে—এই ধারণার বিরুদ্ধে বরাবর আওয়াজ তুলেছেন লিজো। এদিকে দলের সবেক নৃত্যশিল্পীরাই তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওজন নিয়ে অপমান করার।
ধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
৩৬ মিনিট আগে‘বউ’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির মহরত অনুষ্ঠানে আলাপকালে নিজের বিয়ে নিয়েও কথা বলেন ববি। জানালেন সব ছেলেরাই নাকি ভয় পায় তাঁকে।
৫ ঘণ্টা আগেএক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৯ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৯ ঘণ্টা আগে