বিনোদন প্রতিবেদক, ঢাকা
২৬ বছর পার করলেন মনির খান। বোঝাই যাচ্ছে, এই ২৬ তাঁর নিজের নয়; তাঁর গানের বয়স। ১৯৯৬ সালের আজকের দিনে প্রকাশ হয়েছিল মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’। সে হিসেবে ক্যারিয়ারের ২৬ বছর পূর্ণ করে সাতাশে মনির খান।
এই বিশেষ দিনে মনির খান কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর শ্রোতাদের প্রতি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সে সময়ে আপনারা গানগুলো সাদরে গ্রহণ করেছেন বলেই আজ আমি আপনাদের মনির খান হতে পেরেছি। সংগীতের এই দীর্ঘ পথচলায় আপনাদের সীমাহীন ভালোবাসায় সিক্ত হয়েছি।’
বাংলা গানের এই জনপ্রিয় শিল্পী এখনও নিয়মিত নতুন গান তৈরি করে চলেছেন। তাঁর ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক’-এ আপ করেন সেগুলো। ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে ভক্তদেরকে উৎসর্গ করে নতুন গান প্রকাশ করেছেন মনির খান।
মনির খান লিখেছেন, ‘আজকের এই বিশেষ দিনে আমার সংগীতের পিতা, আমার প্রথম অ্যালবামের রূপকার, প্রখ্যাত গীতিকবি শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের কথায় আপনাদের জন্য ‘‘স্বপ্ন দেখার শেষ হয় না’’ গানটি উৎসর্গ করলাম। সম্পূর্ণ গানটি অন্তত একবার শুনুন আশাকরি নিরাশ হবেন না। সকলের জন্য রইল আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা।’
শুনুন মনির খানের ‘স্বপ্ন দেখার শেষ হয় না’
২৬ বছর পার করলেন মনির খান। বোঝাই যাচ্ছে, এই ২৬ তাঁর নিজের নয়; তাঁর গানের বয়স। ১৯৯৬ সালের আজকের দিনে প্রকাশ হয়েছিল মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’। সে হিসেবে ক্যারিয়ারের ২৬ বছর পূর্ণ করে সাতাশে মনির খান।
এই বিশেষ দিনে মনির খান কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর শ্রোতাদের প্রতি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সে সময়ে আপনারা গানগুলো সাদরে গ্রহণ করেছেন বলেই আজ আমি আপনাদের মনির খান হতে পেরেছি। সংগীতের এই দীর্ঘ পথচলায় আপনাদের সীমাহীন ভালোবাসায় সিক্ত হয়েছি।’
বাংলা গানের এই জনপ্রিয় শিল্পী এখনও নিয়মিত নতুন গান তৈরি করে চলেছেন। তাঁর ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক’-এ আপ করেন সেগুলো। ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে ভক্তদেরকে উৎসর্গ করে নতুন গান প্রকাশ করেছেন মনির খান।
মনির খান লিখেছেন, ‘আজকের এই বিশেষ দিনে আমার সংগীতের পিতা, আমার প্রথম অ্যালবামের রূপকার, প্রখ্যাত গীতিকবি শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের কথায় আপনাদের জন্য ‘‘স্বপ্ন দেখার শেষ হয় না’’ গানটি উৎসর্গ করলাম। সম্পূর্ণ গানটি অন্তত একবার শুনুন আশাকরি নিরাশ হবেন না। সকলের জন্য রইল আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা।’
শুনুন মনির খানের ‘স্বপ্ন দেখার শেষ হয় না’
ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
৫ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১৬ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৭ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
২১ ঘণ্টা আগে