বিনোদন প্রতিবেদক, ঢাকা
জনপ্রিয় গান ‘টিকাটুলীর মোড়’ গানটি নতুন সংগীতায়োজনে ব্যবহার করা হয়েছিল ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায়। এবার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য তৈরি হলো এ গানের সিক্যুয়াল ‘পান্থপথের মোড়ে’।
‘মিশন এক্সট্রিম’ সিনেমার অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার নতুন এই গানের কথা লিখেছেন। গেয়েছেন মতিন চৌধুরী, সংগীতায়োজন মীর মাসুমের। গত রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিশন এক্সট্রিমের প্রচারণার সময় গানটির প্রিমিয়ার হয়। ২৯ নভেম্বর রাতে গানটি কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
সিনেমার প্রচারণার জন্য এমন ভিন্নধর্মী গান উপহার দেওয়ায় সবার প্রশংসা পাচ্ছে মিশন এক্সট্রিম টিম। আগেরটির মতো এবারের গানেও নেচেছেন সাঞ্জু জন। তবে বদলে গেছে তাঁর সহশিল্পী, মিমোর জায়গায় জন নেচেছেন মৌ মারমার সঙ্গে। কোরিওগ্রাফি করেছেন মো. রুহুল আমিন।
সানী সানোয়ার বলেন, ‘মূল গানটি প্রায় ২৩ বছর আগের। আমরা গানের মূল মালিকের থেকে স্বত্ব কিনে ঢাকা অ্যাটাক-এর জন্য সেই গায়ককে দিয়েই রিমেক করেছিলাম। সেই রিমেক ভার্সনটি তুমুল জনপ্রিয় হয়। সিনেমা হলে আধুনিকায়ন নিয়ে লিখা সেই গানটি ২৩ বছর পর কী হতে পারে, তা নিয়ে এবার নতুন করে গান লেখা।’
মিশন এক্সট্রিম ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৩ ডিসেম্বর। সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এ ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
শুনুন ‘পান্থপথের মোড়ে’:
জনপ্রিয় গান ‘টিকাটুলীর মোড়’ গানটি নতুন সংগীতায়োজনে ব্যবহার করা হয়েছিল ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায়। এবার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য তৈরি হলো এ গানের সিক্যুয়াল ‘পান্থপথের মোড়ে’।
‘মিশন এক্সট্রিম’ সিনেমার অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার নতুন এই গানের কথা লিখেছেন। গেয়েছেন মতিন চৌধুরী, সংগীতায়োজন মীর মাসুমের। গত রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিশন এক্সট্রিমের প্রচারণার সময় গানটির প্রিমিয়ার হয়। ২৯ নভেম্বর রাতে গানটি কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
সিনেমার প্রচারণার জন্য এমন ভিন্নধর্মী গান উপহার দেওয়ায় সবার প্রশংসা পাচ্ছে মিশন এক্সট্রিম টিম। আগেরটির মতো এবারের গানেও নেচেছেন সাঞ্জু জন। তবে বদলে গেছে তাঁর সহশিল্পী, মিমোর জায়গায় জন নেচেছেন মৌ মারমার সঙ্গে। কোরিওগ্রাফি করেছেন মো. রুহুল আমিন।
সানী সানোয়ার বলেন, ‘মূল গানটি প্রায় ২৩ বছর আগের। আমরা গানের মূল মালিকের থেকে স্বত্ব কিনে ঢাকা অ্যাটাক-এর জন্য সেই গায়ককে দিয়েই রিমেক করেছিলাম। সেই রিমেক ভার্সনটি তুমুল জনপ্রিয় হয়। সিনেমা হলে আধুনিকায়ন নিয়ে লিখা সেই গানটি ২৩ বছর পর কী হতে পারে, তা নিয়ে এবার নতুন করে গান লেখা।’
মিশন এক্সট্রিম ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৩ ডিসেম্বর। সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এ ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
শুনুন ‘পান্থপথের মোড়ে’:
ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
৫ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১৬ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৭ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
২১ ঘণ্টা আগে