বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভক্তদের জন্য আরও এক নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গতকাল বিকেল ৪টায় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো ‘স্মৃতির দরজায়’ শিরোনামের গানটি। ‘স্মৃতির দরজায়, অসময়ে কে এসে দাঁড়ায়’ এমন কথায় গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রিদওয়ান নবী পঞ্চম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ফাহমিদা নবীর সঙ্গে গানের ভিডিওতে অভিনয় করেছেন নেয়ামত, আসাদ ও স্বর্ণা।
নতুন গান নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘অনেকেই নতুন নতুন গান করার প্রস্তাব নিয়ে আসছেন। কিন্তু সব গানের কথা ও সুর তো মনে দাগ কাটে না। মনে না চাইলে গাইব কী করে! তাই গাওয়া হয় না। তবে এই গানটির কথাগুলো ভীষণ ভালো লেগেছে। সেই কথার ওপর পঞ্চম যখন সুর বসাল, খুব মনে ধরল গানটি। ভয়েস রেকর্ডিং শেষে একটি চমৎকার ভিডিও তৈরি হয়েছে। আমি নিজেও সেই মিউজিক ভিডিওর গল্পের অংশ হয়েছি। শ্রোতাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে।’
গানটি নিয়ে গীতিকার জামাল হোসেন বলেন, ‘ফাহমিদা নবী আমাদের দেশের একজন গুণী শিল্পী। এ দেশে যে কজন শিল্পী সুন্দর কথা ও সুরে গান করেন, ফাহমিদা নবী তাঁদের একজন। তাই গানটি লেখার সময় ভেবেচিন্তে সচেতনভাবে লিখতে হয়েছে। সুরকার হিসেবে পঞ্চমের সুনাম রয়েছে। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে, শ্রুতিমধুর হয়েছে।’
গত ঈদে ফাহমিদা নবী উপহার দিয়েছিলেন ‘একটু আগে মন হারাল’ শিরোনামের গান। কেতন শেখের লেখা ও সুর করা গানটির সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। জনপ্রিয় হয়েছিল গানটি। এ বছর ‘অপরাহ্ণে’ ও ‘কোনো মানে নেই’ শিরোনামের আরও দুটি গান প্রকাশ করেছেন ফাহমিদা নবী। ‘অপরাহ্ণে’ লিখেছেন রেবেকা জামান পলিন, সুর করেছেন দূর্বা চৌধুরী। ‘কোনো মানে নেই’ গানটি লিখেছেন প্রয়াত সাংবাদিক-গীতিকার ওমর ফারুক বিশাল। সুর ও সংগীত করেছেন জিয়া খান।
ভক্তদের জন্য আরও এক নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গতকাল বিকেল ৪টায় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো ‘স্মৃতির দরজায়’ শিরোনামের গানটি। ‘স্মৃতির দরজায়, অসময়ে কে এসে দাঁড়ায়’ এমন কথায় গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রিদওয়ান নবী পঞ্চম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ফাহমিদা নবীর সঙ্গে গানের ভিডিওতে অভিনয় করেছেন নেয়ামত, আসাদ ও স্বর্ণা।
নতুন গান নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘অনেকেই নতুন নতুন গান করার প্রস্তাব নিয়ে আসছেন। কিন্তু সব গানের কথা ও সুর তো মনে দাগ কাটে না। মনে না চাইলে গাইব কী করে! তাই গাওয়া হয় না। তবে এই গানটির কথাগুলো ভীষণ ভালো লেগেছে। সেই কথার ওপর পঞ্চম যখন সুর বসাল, খুব মনে ধরল গানটি। ভয়েস রেকর্ডিং শেষে একটি চমৎকার ভিডিও তৈরি হয়েছে। আমি নিজেও সেই মিউজিক ভিডিওর গল্পের অংশ হয়েছি। শ্রোতাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে।’
গানটি নিয়ে গীতিকার জামাল হোসেন বলেন, ‘ফাহমিদা নবী আমাদের দেশের একজন গুণী শিল্পী। এ দেশে যে কজন শিল্পী সুন্দর কথা ও সুরে গান করেন, ফাহমিদা নবী তাঁদের একজন। তাই গানটি লেখার সময় ভেবেচিন্তে সচেতনভাবে লিখতে হয়েছে। সুরকার হিসেবে পঞ্চমের সুনাম রয়েছে। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে, শ্রুতিমধুর হয়েছে।’
গত ঈদে ফাহমিদা নবী উপহার দিয়েছিলেন ‘একটু আগে মন হারাল’ শিরোনামের গান। কেতন শেখের লেখা ও সুর করা গানটির সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। জনপ্রিয় হয়েছিল গানটি। এ বছর ‘অপরাহ্ণে’ ও ‘কোনো মানে নেই’ শিরোনামের আরও দুটি গান প্রকাশ করেছেন ফাহমিদা নবী। ‘অপরাহ্ণে’ লিখেছেন রেবেকা জামান পলিন, সুর করেছেন দূর্বা চৌধুরী। ‘কোনো মানে নেই’ গানটি লিখেছেন প্রয়াত সাংবাদিক-গীতিকার ওমর ফারুক বিশাল। সুর ও সংগীত করেছেন জিয়া খান।
এক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৪ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৪ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১৫ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১৫ ঘণ্টা আগে