বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘বলি’ নামের একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। আগামী ৩ ডিসেম্বর হইচই-য়ে প্রচার হবে সিরিজটি। গতকাল প্রকাশ পেয়েছে ‘বলি’র ট্রেইলার। তাতে এক ঝলক শোনা গেল ‘আভাস’ ব্যান্ডের গায়ক তানজির তুহিনের কণ্ঠ।
‘শিরোনামহীন’ ব্যান্ডের প্রাক্তন এই সদস্য নতুন গান নিয়ে ফিরেছেন, এ খবরে উচ্ছ্বসিত তুহিন-ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় চলছে তুহিন-বন্দনা। ‘পালিয়ে পালিয়ে পার হওয়া অলিগলি, প্রতি নিশ্বাসে বিশ্বাস রক্তের হোলি’— এমন কথার গানে ফিরে পাওয়া গেল পুরনো তুহিনকে।
‘বলি’ সিরিজের এই শিরোনাম গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। আজ ফেসবুকে তুহিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইমন লিখেছেন, ‘প্রিয় তুহিন ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। ‘‘বলি’’ ওয়েব সিরিজের টাইটেল সং গেয়েছেন তিনি। অনেক আনন্দ নিয়ে কাজটা করেছি আমরা, গতকাল রিলিজ হওয়া বলির ট্রেইলারে গানের বিশেষ কিছু অংশ আছে।’
কাছাকাছি সময়ে সামনে এল প্রিন্স মাহমুদের পোস্ট। তিনিও ঘোষণা দিলেন নতুন গানের। ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘গত ২৬ বছর ধরে প্রতিবছর আমার সুরে গান এসেছে। একটু দেরি হলেও ২০২১-এ যে গানটা আসছে তার টুকরো অংশ শোনাই।’ এই ক্যাপশন লিখে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন প্রিন্স। ভিডিওর একেবারে শেষদিকে শোনা গেছে তুহিনের কণ্ঠ।
এর আগে প্রিন্স মাহমুদ গত বছরের ডিসেম্বরে তুহিনকে নিয়ে আরেকটি গান বানিয়েছিলেন। ‘আলো’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছিল জি-সিরিজ থেকে। প্রশংসিত হয়েছিল গানটি।
‘আলো’র পর প্রিন্স-তুহিনের আরেকটি নতুন গান— ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রিন্স মাহমুদের ফেসবুক পোস্টের তলায় অসংখ্য কমেন্টের ভক্তরা লিখছেন শুভেচ্ছা আর অপেক্ষার বার্তা।
‘বলি’র এই ট্রেইলারে আছে তুহিনের নতুন গানের কিছু অংশ:
‘বলি’ নামের একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। আগামী ৩ ডিসেম্বর হইচই-য়ে প্রচার হবে সিরিজটি। গতকাল প্রকাশ পেয়েছে ‘বলি’র ট্রেইলার। তাতে এক ঝলক শোনা গেল ‘আভাস’ ব্যান্ডের গায়ক তানজির তুহিনের কণ্ঠ।
‘শিরোনামহীন’ ব্যান্ডের প্রাক্তন এই সদস্য নতুন গান নিয়ে ফিরেছেন, এ খবরে উচ্ছ্বসিত তুহিন-ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় চলছে তুহিন-বন্দনা। ‘পালিয়ে পালিয়ে পার হওয়া অলিগলি, প্রতি নিশ্বাসে বিশ্বাস রক্তের হোলি’— এমন কথার গানে ফিরে পাওয়া গেল পুরনো তুহিনকে।
‘বলি’ সিরিজের এই শিরোনাম গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। আজ ফেসবুকে তুহিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইমন লিখেছেন, ‘প্রিয় তুহিন ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। ‘‘বলি’’ ওয়েব সিরিজের টাইটেল সং গেয়েছেন তিনি। অনেক আনন্দ নিয়ে কাজটা করেছি আমরা, গতকাল রিলিজ হওয়া বলির ট্রেইলারে গানের বিশেষ কিছু অংশ আছে।’
কাছাকাছি সময়ে সামনে এল প্রিন্স মাহমুদের পোস্ট। তিনিও ঘোষণা দিলেন নতুন গানের। ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘গত ২৬ বছর ধরে প্রতিবছর আমার সুরে গান এসেছে। একটু দেরি হলেও ২০২১-এ যে গানটা আসছে তার টুকরো অংশ শোনাই।’ এই ক্যাপশন লিখে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন প্রিন্স। ভিডিওর একেবারে শেষদিকে শোনা গেছে তুহিনের কণ্ঠ।
এর আগে প্রিন্স মাহমুদ গত বছরের ডিসেম্বরে তুহিনকে নিয়ে আরেকটি গান বানিয়েছিলেন। ‘আলো’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছিল জি-সিরিজ থেকে। প্রশংসিত হয়েছিল গানটি।
‘আলো’র পর প্রিন্স-তুহিনের আরেকটি নতুন গান— ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রিন্স মাহমুদের ফেসবুক পোস্টের তলায় অসংখ্য কমেন্টের ভক্তরা লিখছেন শুভেচ্ছা আর অপেক্ষার বার্তা।
‘বলি’র এই ট্রেইলারে আছে তুহিনের নতুন গানের কিছু অংশ:
প্রায় তিন দশক পর সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
১৮ মিনিট আগেক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
৫ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১৭ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৭ ঘণ্টা আগে