বিনোদন প্রতিবেদক, ঢাকা
সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ৫ জুলাই তাঁর ফেসবুক পেজে লিখেছিলেন ‘বৃষ্টি যদি আর না থামে আজ’। বাকিটা লিখতে বলেন ভক্তদের। ভক্তরা লিখেছেন একের পর এক বাক্য। তাঁদের দেওয়া বাক্য দিয়ে পুরো গানটি তৈরি করেছেন হাবিব। এও নিশ্চিত করেছেন, গানটি হবে দ্বৈত। তাঁর সঙ্গে গাইছেন ন্যান্সি। বুধবার রাতেই সম্পন্ন হয়েছে গানের প্রাথমিক রেকর্ডিং।
হাবিব ওয়াহিদ বলেন, ‘এটা আমার জন্য নতুন এবং ইউনিক এক অভিজ্ঞতা। সবাই এত এত লাইন পোস্ট করেছেন। আমি সত্যি মুগ্ধ। আমার কল্পনাতেও ছিল না এত এত সুন্দর গানের লাইন পাব। যদি পারতাম আমি অনেকের লেখা সিলেক্ট করতাম। কিন্তু আমি একটা গানের জন্য পোস্টটা করি। তাই মাত্র কয়েকজনের লেখাই বেছে নিতে হয়েছে। অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন। আমি তাঁদের অনুরোধ করব, আপনারা গান লেখাটা চালিয়ে যান।’
যাঁদের লেখা লাইন নিয়ে ‘বৃষ্টি যদি আর না থামে আজ’ শিরোনামের গানটি নির্মাণ করা হয়েছে সে ছয়জনের নাম জানিয়েছেন হাবিব। তাঁরা হলেন ইবরিয়াদ হাসান পুলক, ক্যাথরিন ক্যাথি, জাহিদ হাসান রাকিব, মুকুল চন্দ্র রায়, জুফিয়ান খান ও সাদাত হোসাইন।
হাবিবের কথায়, ‘গানের কথাগুলো পাওয়ার পর আমার মনে হয়েছে, এটি ডুয়েট হলেই ভালো হয়। তাই ন্যান্সিকে সঙ্গে রাখলাম।’
নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে খুবই ইউনিক একটা আইডিয়া। ফেসবুকে বিষয়টা দেখেই ভালো লেগেছে। আর হাবিব ভাই একটা উদ্যোগ নিয়েছেন, সেখানে যে এমন রেসপন্স আসবে, সেটাই স্বাভাবিক। শুধু আমি না, আমার সিনিয়র–জুনিয়র কলিগদের একটা অপেক্ষা থাকে হাবিব ভাইয়ের কাজ কবে আসছে।
তাঁর সঙ্গে কাজ করার জন্য আমাদেরও অনেক আগ্রহ থাকে। একটা গান দুজন মিলে লিখতে দেখেছি। কিন্তু একটা গান ছয়জন মিলে লিখেছে, এমনটা বাংলাদেশে এর আগে হয়েছে বলে আমার জানা নেই।’
ঈদের আগে লকডাউনে গানটির আইডিয়া এসেছিল হাবিবের। মাঝখানে ঈদের জন্য বিরতি। এখন আবার লকডাউন চলছে।
হাবিব বলেন, ‘আমার আপ্রাণ চেষ্টা ছিল গানটা লকডাউনেই প্রকাশ করব। সেভাবেই কাজটা খুব জোর দিয়ে করেছিলাম। যার ফলশ্রুতিতে আজই প্রকাশ করতে পারছি গানটি। আজ বিকালে গানটি প্রকাশ করার ইচ্ছে আছে।’
সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ৫ জুলাই তাঁর ফেসবুক পেজে লিখেছিলেন ‘বৃষ্টি যদি আর না থামে আজ’। বাকিটা লিখতে বলেন ভক্তদের। ভক্তরা লিখেছেন একের পর এক বাক্য। তাঁদের দেওয়া বাক্য দিয়ে পুরো গানটি তৈরি করেছেন হাবিব। এও নিশ্চিত করেছেন, গানটি হবে দ্বৈত। তাঁর সঙ্গে গাইছেন ন্যান্সি। বুধবার রাতেই সম্পন্ন হয়েছে গানের প্রাথমিক রেকর্ডিং।
হাবিব ওয়াহিদ বলেন, ‘এটা আমার জন্য নতুন এবং ইউনিক এক অভিজ্ঞতা। সবাই এত এত লাইন পোস্ট করেছেন। আমি সত্যি মুগ্ধ। আমার কল্পনাতেও ছিল না এত এত সুন্দর গানের লাইন পাব। যদি পারতাম আমি অনেকের লেখা সিলেক্ট করতাম। কিন্তু আমি একটা গানের জন্য পোস্টটা করি। তাই মাত্র কয়েকজনের লেখাই বেছে নিতে হয়েছে। অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন। আমি তাঁদের অনুরোধ করব, আপনারা গান লেখাটা চালিয়ে যান।’
যাঁদের লেখা লাইন নিয়ে ‘বৃষ্টি যদি আর না থামে আজ’ শিরোনামের গানটি নির্মাণ করা হয়েছে সে ছয়জনের নাম জানিয়েছেন হাবিব। তাঁরা হলেন ইবরিয়াদ হাসান পুলক, ক্যাথরিন ক্যাথি, জাহিদ হাসান রাকিব, মুকুল চন্দ্র রায়, জুফিয়ান খান ও সাদাত হোসাইন।
হাবিবের কথায়, ‘গানের কথাগুলো পাওয়ার পর আমার মনে হয়েছে, এটি ডুয়েট হলেই ভালো হয়। তাই ন্যান্সিকে সঙ্গে রাখলাম।’
নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে খুবই ইউনিক একটা আইডিয়া। ফেসবুকে বিষয়টা দেখেই ভালো লেগেছে। আর হাবিব ভাই একটা উদ্যোগ নিয়েছেন, সেখানে যে এমন রেসপন্স আসবে, সেটাই স্বাভাবিক। শুধু আমি না, আমার সিনিয়র–জুনিয়র কলিগদের একটা অপেক্ষা থাকে হাবিব ভাইয়ের কাজ কবে আসছে।
তাঁর সঙ্গে কাজ করার জন্য আমাদেরও অনেক আগ্রহ থাকে। একটা গান দুজন মিলে লিখতে দেখেছি। কিন্তু একটা গান ছয়জন মিলে লিখেছে, এমনটা বাংলাদেশে এর আগে হয়েছে বলে আমার জানা নেই।’
ঈদের আগে লকডাউনে গানটির আইডিয়া এসেছিল হাবিবের। মাঝখানে ঈদের জন্য বিরতি। এখন আবার লকডাউন চলছে।
হাবিব বলেন, ‘আমার আপ্রাণ চেষ্টা ছিল গানটা লকডাউনেই প্রকাশ করব। সেভাবেই কাজটা খুব জোর দিয়ে করেছিলাম। যার ফলশ্রুতিতে আজই প্রকাশ করতে পারছি গানটি। আজ বিকালে গানটি প্রকাশ করার ইচ্ছে আছে।’
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
২ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৯ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৯ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৯ ঘণ্টা আগে