বিনোদন ডেস্ক
১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল নায়ক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর সুবর্ণজয়ন্তীতে সংগীততারকা রবিশঙ্কর আর জর্জ হ্যারিসনের উত্তরসূরিরা স্মরণ করেছেন ঐতিহাসিক সেই কনসার্টের কথা। সেই কনসার্টের একটি ভিডিওর অংশ টুইটারে পোস্ট করে রবিশঙ্করের মেয়ে সুরকার ও সেতারবাদক আনুশকা শঙ্কর লিখেছেন: ‘আজ থেকে ৫০ বছর আগে এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তার জন্য বাবা ও জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। বেনিফিট কনসার্টের যে ধারণা আজ আমাদের মধ্যে রয়েছে, সেই সময় তার মানদণ্ড তাঁরা তৈরি করে দিয়েছিলেন।’
রবিশঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা শঙ্করের সংসারে জন্ম নিয়েছেন আনুশকা। বর্তমানে তিনি লন্ডনে থিতু হয়েছেন। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর সাত বছর পর জর্জ হ্যারিসন ও তাঁর দ্বিতীয় স্ত্রী ওলিভিয়া হ্যারিসনের সংসারে জন্ম নেন ধনি হ্যারিসন। তিনিও বাবার পথেই হেঁটেছেন। যুক্তরাজ্যের পরিচিত গায়ক, সুরকারদের একজন তিনি। এক টুইটে ধনি লেখেন: ‘৫০ বছর আগে আজকের এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তায় অর্থ সংগ্রহের জন্য জর্জ হ্যারিসন ও রবিশঙ্কর কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সঙ্গে সেই লিগ্যাসি আজও অব্যাহত আছে।’
সুবর্ণজয়ন্তীর বছরে ভারত সরকারের আয়োজনে কনসার্ট ফর বাংলাদেশের পুনর্মঞ্চায়নের কথা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল রবিশঙ্করের মেয়ের পাশাপাশি জর্জ হ্যারিসনের ছেলেরও। কিন্তু সেই আয়োজন করোনার কারণে সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল নায়ক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর সুবর্ণজয়ন্তীতে সংগীততারকা রবিশঙ্কর আর জর্জ হ্যারিসনের উত্তরসূরিরা স্মরণ করেছেন ঐতিহাসিক সেই কনসার্টের কথা। সেই কনসার্টের একটি ভিডিওর অংশ টুইটারে পোস্ট করে রবিশঙ্করের মেয়ে সুরকার ও সেতারবাদক আনুশকা শঙ্কর লিখেছেন: ‘আজ থেকে ৫০ বছর আগে এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তার জন্য বাবা ও জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। বেনিফিট কনসার্টের যে ধারণা আজ আমাদের মধ্যে রয়েছে, সেই সময় তার মানদণ্ড তাঁরা তৈরি করে দিয়েছিলেন।’
রবিশঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা শঙ্করের সংসারে জন্ম নিয়েছেন আনুশকা। বর্তমানে তিনি লন্ডনে থিতু হয়েছেন। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর সাত বছর পর জর্জ হ্যারিসন ও তাঁর দ্বিতীয় স্ত্রী ওলিভিয়া হ্যারিসনের সংসারে জন্ম নেন ধনি হ্যারিসন। তিনিও বাবার পথেই হেঁটেছেন। যুক্তরাজ্যের পরিচিত গায়ক, সুরকারদের একজন তিনি। এক টুইটে ধনি লেখেন: ‘৫০ বছর আগে আজকের এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তায় অর্থ সংগ্রহের জন্য জর্জ হ্যারিসন ও রবিশঙ্কর কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সঙ্গে সেই লিগ্যাসি আজও অব্যাহত আছে।’
সুবর্ণজয়ন্তীর বছরে ভারত সরকারের আয়োজনে কনসার্ট ফর বাংলাদেশের পুনর্মঞ্চায়নের কথা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল রবিশঙ্করের মেয়ের পাশাপাশি জর্জ হ্যারিসনের ছেলেরও। কিন্তু সেই আয়োজন করোনার কারণে সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
১ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৮ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৮ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৮ ঘণ্টা আগে