পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১৭: ৫১
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৭: ৫২
Thumbnail image
পড়শী। ছবি: সংগৃহীত

রোববার সকালে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর চুপ ছিলেন পড়শী। তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে বিকেল হতেই মন বদলালেন গায়িকা, নিজেই দিলেন সুখবর। পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর।

রোববার সাড়ে পাঁচটার দিকে ফেসবুকে আকদ অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন পড়শী। দীর্ঘ স্ট্যাটাসে জানান, তাঁর জীবনসঙ্গীর নীলয়ের পরিচয় এবং সম্পর্কের বিস্তারিত।

ফেসবুকে পড়শী লেখেন, ‘ভেবেছিলাম বিয়ের সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব। তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি। আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়।’

পড়শী জানান, প্রেম নয়, পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়েছে তাঁদের। গায়িকা লেখেন, ‘প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।’

গত বছরের ৪ মার্চ নীলয় ও পড়শীর আকদ সম্পন্ন হয়। পড়শীর ইচ্ছা ছিল অনুষ্ঠান করে সবাইকে বিয়ের খবরটি জানানোর। তবে এর আগেই বিয়ের খবর ছড়িয়ে পড়ায় কিছুটা বিব্রত তিনি, সঙ্গে আনন্দিতও।

পড়শী লেখেন, ‘গত ৪ মার্চ, ২০২৪-এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি, তাই চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।’

পড়শী জানিয়েছেন, শিগগিরই দেশে আসবেন নীলয়। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাঁকে আমৃত্যু থাকতে দেওয়া উচিত: কংগ্রেস নেতা

বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, লাশ উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

রেডিমেড ব্লেজারে বাজার মাত

টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ডকে চান সুজান হল

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত একজন নারী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত