বিনোদন প্রতিবেদক, ঢাকা
৯ বছরের অপেক্ষার পর নিজেদের দ্বিতীয় অ্যালবাম আনছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ। ‘অন্তঃসারশূন্য’ শিরোনামের অ্যালবামের মুক্তি উপলক্ষে আগামী ১০ মার্চ একক কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। এদিনই ফ্যানদের সঙ্গে আনন্দ উদ্যাপনে ফার্মগেটের কেআইবি মিলনায়তনে উন্মুক্ত হবে নতুন অ্যালবামটি।
জানা গেছে, ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামে থাকছে মোট সাতটি গান। আগে প্রকাশ পাওয়া ‘নিজের জন্য’, ‘আমি বদলে যাব’, ‘উড়ে যাওয়া পাখির চোখে’ গানগুলো ছাড়াও এতে যুক্ত হবে নতুন কিছু গান।
অ্যালবাম প্রকাশে ৯ বছরের এই দেরি কেন, সে সম্পর্কে জানতে চাইলে ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান বললেন, ‘কয়েক বছর ধরে কনসার্টে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদের, আসলে এত ব্যস্ততার মধ্যে নতুন অ্যালবাম রেকর্ডিং অনেক চ্যালেঞ্জিং। এর পরেও আমাদের শ্রোতাদের ভালোবাসার প্রতিদানে আমরা অ্যালবামটি আনছি। অ্যালবামের কাজ সময় নিয়ে করেছি। শ্রোতাদের কাছে এবার গানগুলো পৌঁছাবে।’
প্রসঙ্গত, ২০১০ সালে ‘দ্য ৬৯’ অ্যালবামে অ্যাশেজের ‘হীন’ ও ২০১২ সালে মিক্সড অ্যালবাম ‘হাতিয়ার’-এ ছিল ‘পবিত্র পাপ’ গানটি। এরপর প্রথম একক অ্যালবাম ‘ছারপোকা’ দিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু ব্যান্ডটির।
অ্যাশেজের লাইনআপ—জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (লিড গিটার), তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড) ও ওয়াহিদুজ্জামান তূর্য (বেজ গিটার)।
৯ বছরের অপেক্ষার পর নিজেদের দ্বিতীয় অ্যালবাম আনছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ। ‘অন্তঃসারশূন্য’ শিরোনামের অ্যালবামের মুক্তি উপলক্ষে আগামী ১০ মার্চ একক কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। এদিনই ফ্যানদের সঙ্গে আনন্দ উদ্যাপনে ফার্মগেটের কেআইবি মিলনায়তনে উন্মুক্ত হবে নতুন অ্যালবামটি।
জানা গেছে, ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামে থাকছে মোট সাতটি গান। আগে প্রকাশ পাওয়া ‘নিজের জন্য’, ‘আমি বদলে যাব’, ‘উড়ে যাওয়া পাখির চোখে’ গানগুলো ছাড়াও এতে যুক্ত হবে নতুন কিছু গান।
অ্যালবাম প্রকাশে ৯ বছরের এই দেরি কেন, সে সম্পর্কে জানতে চাইলে ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান বললেন, ‘কয়েক বছর ধরে কনসার্টে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদের, আসলে এত ব্যস্ততার মধ্যে নতুন অ্যালবাম রেকর্ডিং অনেক চ্যালেঞ্জিং। এর পরেও আমাদের শ্রোতাদের ভালোবাসার প্রতিদানে আমরা অ্যালবামটি আনছি। অ্যালবামের কাজ সময় নিয়ে করেছি। শ্রোতাদের কাছে এবার গানগুলো পৌঁছাবে।’
প্রসঙ্গত, ২০১০ সালে ‘দ্য ৬৯’ অ্যালবামে অ্যাশেজের ‘হীন’ ও ২০১২ সালে মিক্সড অ্যালবাম ‘হাতিয়ার’-এ ছিল ‘পবিত্র পাপ’ গানটি। এরপর প্রথম একক অ্যালবাম ‘ছারপোকা’ দিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু ব্যান্ডটির।
অ্যাশেজের লাইনআপ—জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (লিড গিটার), তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড) ও ওয়াহিদুজ্জামান তূর্য (বেজ গিটার)।
বিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৩ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৭ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১৩ ঘণ্টা আগে