বিনোদন ডেস্ক
ন্যায্য পারিশ্রমিকের দাবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। সম্প্রতি সেই আন্দোলনে যোগ দিয়েছেন হলিউডের অভিনেতারাও। এবার হলিউডের ধর্মঘটে অংশ নিতে দেখা গেছে ‘হ্যারি পটার’-খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফকে। তাঁর সঙ্গে ছিল এক দশকের প্রেমিকা এরিন ডার্ক ও তাঁদের সদ্য জন্ম নেওয়া তিন মাসের সন্তান।
চলতি বছরের প্রথম দিকেই বাবা হওয়ার সুখবর দেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। গত এপ্রিল মাসে র্যাডক্লিফ ও তাঁর এক দশকের প্রেমিকা এরিন ডার্কের কোলে আসে তাঁদের প্রথম সন্তান। এবার হলিউডের ধর্মঘটে অংশ নিতে দেখা গেল ড্যান ও এরিনকে। হাতে প্ল্যাকার্ড ও কোলে তিন মাসের সন্তানকে নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে হাঁটলেন এই যুগল।
গত ২ মে থেকে আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। পরিশ্রম ও কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা। শুধু তা-ই নয়, ছবি বা সিরিজ অথবা যেকোনো সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধেও সরব হন তাঁরা।
গত মে মাস থেকে আন্দোলন চালাচ্ছেন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’ তথা ‘ডব্লিউজিএ’র প্রায় ১১ হাজার ৫০০ জন সদস্য। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড—আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট’ তথা ‘এসএজি–আফট্রা’র প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্য।
ইতিমধ্যেই হলিউডের এই ধর্মঘটে নিজেদের সমর্থন জানিয়েছেন টম ক্রুজ, রবার্ট ডাউনি জুনিয়র, কিলিয়ান মারফি, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউয়ের মতো তারকারা। এবার সেই আন্দোলনে যোগ দিলেন ড্যানিয়েল ও এরিনও।
২০১৩ সালে আমেরিকান কবি অ্যালেন গিনসবার্গের জীবনের ওপর নির্মিত ‘কিল ইওর ডার্লিংস’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন ড্যানিয়েল ও এরিন। ওই সিনেমার শুটিংয়েই বন্ধুত্ব থেকে প্রেম। যদিও এই সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেছেন এই যুগল।
‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় মুভি সিরিজে অভিনয় করে সিনেমাপ্রেমীদের কাছে দর্শকপ্রিয়তা পেয়েছেন ড্যানিয়েল। অন্য দিকে, যুক্তরাষ্ট্রের অভিনেত্রী এরিন ডার্ক অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভোল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো সিনেমা এবং সিরিজে। ২০১৬ সালে ড্যানিয়েলের সঙ্গে ‘ডোন্ট থিঙ্ক টোয়াইস’ সিনেমাতেও অভিনয় করেছেন এরিন।
ন্যায্য পারিশ্রমিকের দাবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। সম্প্রতি সেই আন্দোলনে যোগ দিয়েছেন হলিউডের অভিনেতারাও। এবার হলিউডের ধর্মঘটে অংশ নিতে দেখা গেছে ‘হ্যারি পটার’-খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফকে। তাঁর সঙ্গে ছিল এক দশকের প্রেমিকা এরিন ডার্ক ও তাঁদের সদ্য জন্ম নেওয়া তিন মাসের সন্তান।
চলতি বছরের প্রথম দিকেই বাবা হওয়ার সুখবর দেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। গত এপ্রিল মাসে র্যাডক্লিফ ও তাঁর এক দশকের প্রেমিকা এরিন ডার্কের কোলে আসে তাঁদের প্রথম সন্তান। এবার হলিউডের ধর্মঘটে অংশ নিতে দেখা গেল ড্যান ও এরিনকে। হাতে প্ল্যাকার্ড ও কোলে তিন মাসের সন্তানকে নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে হাঁটলেন এই যুগল।
গত ২ মে থেকে আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। পরিশ্রম ও কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা। শুধু তা-ই নয়, ছবি বা সিরিজ অথবা যেকোনো সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধেও সরব হন তাঁরা।
গত মে মাস থেকে আন্দোলন চালাচ্ছেন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’ তথা ‘ডব্লিউজিএ’র প্রায় ১১ হাজার ৫০০ জন সদস্য। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড—আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট’ তথা ‘এসএজি–আফট্রা’র প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্য।
ইতিমধ্যেই হলিউডের এই ধর্মঘটে নিজেদের সমর্থন জানিয়েছেন টম ক্রুজ, রবার্ট ডাউনি জুনিয়র, কিলিয়ান মারফি, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউয়ের মতো তারকারা। এবার সেই আন্দোলনে যোগ দিলেন ড্যানিয়েল ও এরিনও।
২০১৩ সালে আমেরিকান কবি অ্যালেন গিনসবার্গের জীবনের ওপর নির্মিত ‘কিল ইওর ডার্লিংস’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন ড্যানিয়েল ও এরিন। ওই সিনেমার শুটিংয়েই বন্ধুত্ব থেকে প্রেম। যদিও এই সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেছেন এই যুগল।
‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় মুভি সিরিজে অভিনয় করে সিনেমাপ্রেমীদের কাছে দর্শকপ্রিয়তা পেয়েছেন ড্যানিয়েল। অন্য দিকে, যুক্তরাষ্ট্রের অভিনেত্রী এরিন ডার্ক অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভোল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো সিনেমা এবং সিরিজে। ২০১৬ সালে ড্যানিয়েলের সঙ্গে ‘ডোন্ট থিঙ্ক টোয়াইস’ সিনেমাতেও অভিনয় করেছেন এরিন।
বিনোদন জগতে একের পর এক বিচ্ছেদের খবর। ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সম্প্রতি এ আর রহমান এবং তার স্ত্রী সাইরা বানু বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তাঁর স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দ
২ ঘণ্টা আগেতারকাদের বিচ্ছেদের খবর সব সময় আগ্রহ এবং উদ্বেগের বিষয়। বেশ কিছুদিন ধরে চর্চায় ছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা নাগা চৈতন্য। অভিনেত্রী সামান্থার সঙ্গে বিচ্ছেদ হয়েছে বহু আগেই। তবে নতুন করে বিয়ে পিঁড়িতে বসার খবরে আবারও আলোচনায় এই জুটি। সম্প্রতি. .
৫ ঘণ্টা আগেঅস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর (আল্লাহ রাকা) রহমানের ৩০ বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানাপোড়েন ও জটিলতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের বিষয়টি এক বিবৃতির...
৯ ঘণ্টা আগে