বিনোদন ডেস্ক
ঢাকা: ডব্লিউডব্লিউইর চেনামুখ জন সিনা। বিশ্বব্যাপী অগণিত ভক্ত রয়েছে এই সুপারস্টার কুস্তিগিরের। শুধু মার্কিন কুস্তিগিরই নন, জন সিনা একজন অভিনেতা, র্যাপ গায়ক, সফল টিভি ভাষ্যকারও। ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’–এর নবম কিস্তিতে অভিনয় করেছেন এই রেসলার। ছবিটি এরইমধ্যে বক্সঅফিসে আলোড়ন তুলেছে।
একটা সময় গৃহহীন ছিলেন জন সিনা। খ্যাতি পাওয়ার আগে দীর্ঘদিন গাড়িতে ঘুমাতে হয়েছে তাঁকে। গাড়িতেই রাখতেন তাঁর পোশাক। পাবলিক টয়লেট ব্যবহার করে পরিষ্কার হতেন এমন খবরই জানিয়েছেন ইংরেজি দৈনিক দ্য সানকে। সেটা ১৯৯১ সালের ঘটনা। ওই সময় সিনা একটা জিমেও কাজ করতেন। কিন্তু সেখান থেকে যে আয় হতো, বাড়ি ভাড়া নেওয়ার জন্য সেটা যথেষ্ট ছিল না।
বহু প্রতিভার অধিকারী জন সিনা ‘সিনাটিয়ন লিডার’, ‘দ্য চেন গ্যাং সোলজার’ কিংবা ‘দ্য চ্যাম্প’ নামেও পরিচিত। জন সিনার জন্ম যুক্তরাষ্ট্রের ওয়েস্ট নিউবেরিতে। পুরো নাম জন ফেলিক্স অ্যান্টনি সিনা জুনিয়র। ১৯৯৮ সালে স্প্রিংফিল্ড কলেজ থেকে ফিজিওলজি নিয়ে স্নাতক হন তিনি। পরবর্তীকালে পেশাদার বডি বিল্ডিংয়ে যোগ দেন।
১৯৯৯ সালে পেশাদার রেসলিং শুরু করেন তিনি। আল্টিমেট প্রো রেসলিংয়ে হাতেখড়ি হয় তাঁর। ২০০০ সালে যোগ দেন ডব্লিউডব্লিউইতে। পাঁচবার মার্কিন চ্যাম্পিয়ন, চারবার বিশ্ব ট্যাগ চ্যাম্পিয়ন ও ১৬ বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতেন সিনা।
রেসলিংয়ের পাশাপাশি অভিনেতা হিসেবেও সিনার সুনাম চারিদিকে। বহু হলিউড ছবিতে অভিনয় করেছেন। যেমন ‘দ্য মেরিন’, ‘ট্রেনরেক’, ‘ফার্দানান্দ’, ‘বাম্বলবি’ ইত্যাদি। একই সঙ্গে র্যাপ গায়কও তিনি। ২০০৫ সালে গানের অ্যালবাম প্রকাশ করেন সিনা, যা প্ল্যাটিনাম হিট হয়।
কিন্তু ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বাবার সাহায্য পাননি সিনা। বাবা কখনই চাইতেন না ছেলে একজন রেসলার হোক। তিনি বলেছিলেন, ওই পেশায় তুমি দুই সপ্তাহও টিকে থাকতে পারবে না। সিনা বলেন, ‘বাবার এ কথাগুলো আমাকে এতই পীড়া দিত যে, আমি নীরবে কাঁদতাম বাবা আমার পাশে নেই ভেবে।’
ঢাকা: ডব্লিউডব্লিউইর চেনামুখ জন সিনা। বিশ্বব্যাপী অগণিত ভক্ত রয়েছে এই সুপারস্টার কুস্তিগিরের। শুধু মার্কিন কুস্তিগিরই নন, জন সিনা একজন অভিনেতা, র্যাপ গায়ক, সফল টিভি ভাষ্যকারও। ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’–এর নবম কিস্তিতে অভিনয় করেছেন এই রেসলার। ছবিটি এরইমধ্যে বক্সঅফিসে আলোড়ন তুলেছে।
একটা সময় গৃহহীন ছিলেন জন সিনা। খ্যাতি পাওয়ার আগে দীর্ঘদিন গাড়িতে ঘুমাতে হয়েছে তাঁকে। গাড়িতেই রাখতেন তাঁর পোশাক। পাবলিক টয়লেট ব্যবহার করে পরিষ্কার হতেন এমন খবরই জানিয়েছেন ইংরেজি দৈনিক দ্য সানকে। সেটা ১৯৯১ সালের ঘটনা। ওই সময় সিনা একটা জিমেও কাজ করতেন। কিন্তু সেখান থেকে যে আয় হতো, বাড়ি ভাড়া নেওয়ার জন্য সেটা যথেষ্ট ছিল না।
বহু প্রতিভার অধিকারী জন সিনা ‘সিনাটিয়ন লিডার’, ‘দ্য চেন গ্যাং সোলজার’ কিংবা ‘দ্য চ্যাম্প’ নামেও পরিচিত। জন সিনার জন্ম যুক্তরাষ্ট্রের ওয়েস্ট নিউবেরিতে। পুরো নাম জন ফেলিক্স অ্যান্টনি সিনা জুনিয়র। ১৯৯৮ সালে স্প্রিংফিল্ড কলেজ থেকে ফিজিওলজি নিয়ে স্নাতক হন তিনি। পরবর্তীকালে পেশাদার বডি বিল্ডিংয়ে যোগ দেন।
১৯৯৯ সালে পেশাদার রেসলিং শুরু করেন তিনি। আল্টিমেট প্রো রেসলিংয়ে হাতেখড়ি হয় তাঁর। ২০০০ সালে যোগ দেন ডব্লিউডব্লিউইতে। পাঁচবার মার্কিন চ্যাম্পিয়ন, চারবার বিশ্ব ট্যাগ চ্যাম্পিয়ন ও ১৬ বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতেন সিনা।
রেসলিংয়ের পাশাপাশি অভিনেতা হিসেবেও সিনার সুনাম চারিদিকে। বহু হলিউড ছবিতে অভিনয় করেছেন। যেমন ‘দ্য মেরিন’, ‘ট্রেনরেক’, ‘ফার্দানান্দ’, ‘বাম্বলবি’ ইত্যাদি। একই সঙ্গে র্যাপ গায়কও তিনি। ২০০৫ সালে গানের অ্যালবাম প্রকাশ করেন সিনা, যা প্ল্যাটিনাম হিট হয়।
কিন্তু ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বাবার সাহায্য পাননি সিনা। বাবা কখনই চাইতেন না ছেলে একজন রেসলার হোক। তিনি বলেছিলেন, ওই পেশায় তুমি দুই সপ্তাহও টিকে থাকতে পারবে না। সিনা বলেন, ‘বাবার এ কথাগুলো আমাকে এতই পীড়া দিত যে, আমি নীরবে কাঁদতাম বাবা আমার পাশে নেই ভেবে।’
বিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
২ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৬ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১৩ ঘণ্টা আগে