বিনোদন ডেস্ক
ফিরছে ব্যাটম্যান। তবে এবার আগের ব্যাটম্যানদের থেকে অনেকটা আলাদা হতে চলেছে সব কিছু। ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে ব্যাটম্যান ভক্তদের মধ্যে। এর আগে পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’ দেখে মানুষ প্রেমে পড়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ান বেল (ব্যাটম্যান), মাইকেল কেন (অ্যালফ্রেড), হিথ লেজার (জোকার) ও গ্যারি ওল্ডম্যান (কমিশনার গর্ডন)–এর। তাই নতুন ব্যাটম্যান ছবিটি নিয়ে অনেক জল্পনা ছিল মানুষের মনে। ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’–এর মতো ভালো হবে তো? নাকি তা পেরিয়ে যাওয়া সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি। ক্রিস্টিয়ান বেল ছাড়াও ব্যাটম্যানের পোশাক গায়ে দিয়েছেন জর্জ ক্লুনি, মাইকেল কিটন, বেন অ্যাফ্লেক ও ভাল কিলমার। কিন্তু ম্যাট রিভ্স পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’– এর ট্রেলার প্রকাশেই দর্শকদের মধ্যে এক অন্য উন্মাধনা শুরু হয়েছে। টুইটারে ট্রেন্ড হচ্ছে হ্যাশট্যাগ ‘ব্যাটম্যান’।
এবারে ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনসন। হ্যাঁ, সেই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার’, ‘টোয়াইলাইট’, ‘রিমেমবার মি’ খ্যাত রবার্ট প্যাটিনসন। ‘ক্যাট উওম্যান’– এর চরিত্রে জো ক্র্যাভিজ, ‘কমিশনার গর্ডন’–এর চরিত্রে জেফরি রাইট, ‘রিডলার’– এর চরিত্রে পল দানো। ছবিটি প্রযোজনা করেছে ‘ডিসি ফিল্মস’ এবং ডিস্ট্রিবিউটার বিখ্যাত ‘দ্য ওয়ার্নর ব্রস’।
এবারে দেখার, আশা পূরণ করার কতটা ক্ষমতা রাখে নতুন ছবিটি। দুষ্টের দমন আর শিষ্টের পালন, এই নীতিতে বিশ্বাসী ব্য়াটমানের নারীসঙ্গ, আওয়েন এন্টারপ্রাইজের সাম্রাজ্য়, রিডলারের ছড়া কাটা দুষ্টুমি, সবটা মিলেই সুপারহিরো গোথামের থেকেও বিশ্বের এক আদর্শ। দেখার, এবারে তা কতটা শক্তিশালী।
‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রেলার প্রকাশ করেছে ওয়ার্নার ব্রাদার্স। হাড়হিম করা ট্রেলারে অন্যরকম এক ‘ব্যাটম্যান’-এর দেখা পেল ভক্তরা। প্রকাশ পাওয়া ট্রেলারে ডিসি কমিকসের সুপারহিরো ব্যাটম্যানকে দেখা গেছে অপশক্তিকে পরাস্ত করতে। ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজির এটিই সবচেয়ে ‘ডার্ক’ ছবি।
ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার এবং হিংস্র সংস্করণ দেখা গেছে। প্যাটিনসনের কণ্ঠে শোনা যায়, ‘ভয় একটি হাতিয়ার। যখন আলো আকাশে আঘাত করে, এটি কেবল কোনো বার্তা নয়, সতর্কবার্তা।’
ট্রেলারের শুরুতে দেখা যায় পুলিশ এক ব্যক্তিকে একটি ক্যাফে থেকে গ্রেপ্তার করে। কফির কাপে ভেসে থাকতে দেখা যায় প্রশ্নবোধক চিহ্ন। পরের দৃশ্যে ব্যাটম্যানের কণ্ঠে গোথাম শহরের বর্ণনা শোনা যায়। ট্রেলারে একাধিক আইকনিক চরিত্রকে দেখা গেছে। তার মাঝে আছে জো ক্রাভিটজের ‘ক্যাটওম্যান’ এবং কলিন ফারেলের ‘দ্য পেঙ্গুইন’। ব্যাটম্যানের গাড়িটিও দেখা গেছে ট্রেলারে।
ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পাবে ২০২২ সালের ২২ মার্চ।
ফিরছে ব্যাটম্যান। তবে এবার আগের ব্যাটম্যানদের থেকে অনেকটা আলাদা হতে চলেছে সব কিছু। ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে ব্যাটম্যান ভক্তদের মধ্যে। এর আগে পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’ দেখে মানুষ প্রেমে পড়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ান বেল (ব্যাটম্যান), মাইকেল কেন (অ্যালফ্রেড), হিথ লেজার (জোকার) ও গ্যারি ওল্ডম্যান (কমিশনার গর্ডন)–এর। তাই নতুন ব্যাটম্যান ছবিটি নিয়ে অনেক জল্পনা ছিল মানুষের মনে। ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’–এর মতো ভালো হবে তো? নাকি তা পেরিয়ে যাওয়া সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি। ক্রিস্টিয়ান বেল ছাড়াও ব্যাটম্যানের পোশাক গায়ে দিয়েছেন জর্জ ক্লুনি, মাইকেল কিটন, বেন অ্যাফ্লেক ও ভাল কিলমার। কিন্তু ম্যাট রিভ্স পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’– এর ট্রেলার প্রকাশেই দর্শকদের মধ্যে এক অন্য উন্মাধনা শুরু হয়েছে। টুইটারে ট্রেন্ড হচ্ছে হ্যাশট্যাগ ‘ব্যাটম্যান’।
এবারে ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনসন। হ্যাঁ, সেই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার’, ‘টোয়াইলাইট’, ‘রিমেমবার মি’ খ্যাত রবার্ট প্যাটিনসন। ‘ক্যাট উওম্যান’– এর চরিত্রে জো ক্র্যাভিজ, ‘কমিশনার গর্ডন’–এর চরিত্রে জেফরি রাইট, ‘রিডলার’– এর চরিত্রে পল দানো। ছবিটি প্রযোজনা করেছে ‘ডিসি ফিল্মস’ এবং ডিস্ট্রিবিউটার বিখ্যাত ‘দ্য ওয়ার্নর ব্রস’।
এবারে দেখার, আশা পূরণ করার কতটা ক্ষমতা রাখে নতুন ছবিটি। দুষ্টের দমন আর শিষ্টের পালন, এই নীতিতে বিশ্বাসী ব্য়াটমানের নারীসঙ্গ, আওয়েন এন্টারপ্রাইজের সাম্রাজ্য়, রিডলারের ছড়া কাটা দুষ্টুমি, সবটা মিলেই সুপারহিরো গোথামের থেকেও বিশ্বের এক আদর্শ। দেখার, এবারে তা কতটা শক্তিশালী।
‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রেলার প্রকাশ করেছে ওয়ার্নার ব্রাদার্স। হাড়হিম করা ট্রেলারে অন্যরকম এক ‘ব্যাটম্যান’-এর দেখা পেল ভক্তরা। প্রকাশ পাওয়া ট্রেলারে ডিসি কমিকসের সুপারহিরো ব্যাটম্যানকে দেখা গেছে অপশক্তিকে পরাস্ত করতে। ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজির এটিই সবচেয়ে ‘ডার্ক’ ছবি।
ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার এবং হিংস্র সংস্করণ দেখা গেছে। প্যাটিনসনের কণ্ঠে শোনা যায়, ‘ভয় একটি হাতিয়ার। যখন আলো আকাশে আঘাত করে, এটি কেবল কোনো বার্তা নয়, সতর্কবার্তা।’
ট্রেলারের শুরুতে দেখা যায় পুলিশ এক ব্যক্তিকে একটি ক্যাফে থেকে গ্রেপ্তার করে। কফির কাপে ভেসে থাকতে দেখা যায় প্রশ্নবোধক চিহ্ন। পরের দৃশ্যে ব্যাটম্যানের কণ্ঠে গোথাম শহরের বর্ণনা শোনা যায়। ট্রেলারে একাধিক আইকনিক চরিত্রকে দেখা গেছে। তার মাঝে আছে জো ক্রাভিটজের ‘ক্যাটওম্যান’ এবং কলিন ফারেলের ‘দ্য পেঙ্গুইন’। ব্যাটম্যানের গাড়িটিও দেখা গেছে ট্রেলারে।
ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পাবে ২০২২ সালের ২২ মার্চ।
ভারতীয় গায়ক অরিজিৎ সিং তাঁর সরলতা এবং বিনয়ী আচরণের জন্য পরিচিত। অনেকেই বলে থাকেন, বিখ্যাত এই গায়ক বস্তুবাদী দুনিয়ার ধারণায় বিশ্বাস করেন না। তিনি মিডিয়ার উন্মাদনা থেকে দূরে থাকতে পছন্দ করেন এবং সাদামাটা জীবনযাপন করেন।
২০ মিনিট আগেএ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম।
২ ঘণ্টা আগেপুষ্পার প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বের বাজেট যেমন বেশি, তেমনি বেশি জোর দেওয়া হয়েছে প্রচারেও। কিসিকের মুক্তি ঘিরেও ছিল বড় ইভেন্ট। তবে তাতে লাভ তেমন হলো না। ভক্তদের মন জয় করতে পারল না কিসিক।
২ ঘণ্টা আগে২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি।
৩ ঘণ্টা আগে