বিনোদন ডেস্ক
রমজান মাস। গাজা নগরীতে এক নারী তাঁর পরিবারের জন্য ইফতার বানাচ্ছিলেন। এমন সময় ফোন আসে তাঁর কাছে। ফোনে এক ইসরায়েলি সৈন্য জানায়, তাঁদের ভবনটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। হাতে আছে মাত্র দশ মিনিট। এরইমধ্যে তাঁকে নিজের জীবন বাঁচাতে হবে। বাঁচাতে হবে পরিবারের সবার জীবন। টানটান উত্তেজনার সিনেমাটি বানিয়েছেন সিনা সালিমি।
১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পরবর্তী ঘটনা। ফিলিস্তিনের মিলিটারি গভর্নর শাসিত একটি গ্রাম। সেখানে অনুষ্ঠিত এক বিয়ের গল্প নিয়ে বানানো হয়েছে এই সিনেমা। এর আড়ালে উঠে এসেছে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব। ওই গ্রামে তখন কারফিউ চলছে।
এরমধ্যেই গ্রাম প্রধান, যার নাম মুকতার, তাঁর ছেলের বিয়ে উদযাপন করতে চান। কিন্তু বাঁধা দেয় ইসরায়েলি সৈন্যরা। তবে পরবর্তীতে বিয়ে অনুষ্ঠান উদযাপন হয়। ইসরায়েলি সৈন্যরাও আমন্ত্রণ পায় অনুষ্ঠানে। সিনেমাটি পরিচালনা করেছেন ফিলিস্তিনের নির্মাতা মাইকেল খালেইফি।
ফিলিস্তিনের নির্মাতা এলিয়া সুলাইমান বানিয়েছেন সিনেমাটি। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকে এ সিনেমা নির্মাণকাল পর্যন্ত প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। কান ও টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এটি। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে পায় গ্র্যান্ড জুরি পদক।
দুজন ফিলিস্তিনি নাগরিক। যারা ইসরায়েলে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে। তাঁদের নিয়েই সিনেমাটির গল্প। উঠে এসেছে তাঁদের মনস্তাত্ত্বিক টানাপোড়েন। ছোটবেলা থেকে বন্ধু তাঁরা। তেলআবিবে তাঁদের আত্মঘাতী হামলার দিন কয়েক আগে থেকে গল্প শুরু হয়। বানিয়েছেন হানি আবু-আসাদ।
এটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে গোল্ডেন গ্লোব পুরষ্কার জিতেছিল। একই বিভাগে মনোনীত হয়েছিল একাডেমি পুরষ্কারের জন্য।
সিনেমাটি আসলে রোমিও অ্যান্ড জুলিয়েটের আদলে তৈরি। গল্পে তাঁরা একজন ইহুদি, অন্যজন মুসলিম। ইহুদি পরিবারের ছেলে ডেভিড প্রেমে পড়ে মুসলিম ফাতেমার। তাঁদের এই সম্পর্ক সমাজের চোখে নিষিদ্ধ। রাষ্ট্রের কাছেও। বিষয়টি খুব মারাত্মক পর্যায়ে চলে যায় যখন এ সম্পর্কের কথা প্রকাশ হয়ে পড়ে।
যদিও এ গল্প খুবই সাধারণ। কিন্তু অসাধারণ চিত্রনাট্য আর অনবদ্য অভিনয়ের কারনে ‘ডেভিড অ্যান্ড ফাতেমা’ হয়ে উঠেছে পুরোপুরি রাজনৈতিক সিনেমা।
রমজান মাস। গাজা নগরীতে এক নারী তাঁর পরিবারের জন্য ইফতার বানাচ্ছিলেন। এমন সময় ফোন আসে তাঁর কাছে। ফোনে এক ইসরায়েলি সৈন্য জানায়, তাঁদের ভবনটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। হাতে আছে মাত্র দশ মিনিট। এরইমধ্যে তাঁকে নিজের জীবন বাঁচাতে হবে। বাঁচাতে হবে পরিবারের সবার জীবন। টানটান উত্তেজনার সিনেমাটি বানিয়েছেন সিনা সালিমি।
১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পরবর্তী ঘটনা। ফিলিস্তিনের মিলিটারি গভর্নর শাসিত একটি গ্রাম। সেখানে অনুষ্ঠিত এক বিয়ের গল্প নিয়ে বানানো হয়েছে এই সিনেমা। এর আড়ালে উঠে এসেছে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব। ওই গ্রামে তখন কারফিউ চলছে।
এরমধ্যেই গ্রাম প্রধান, যার নাম মুকতার, তাঁর ছেলের বিয়ে উদযাপন করতে চান। কিন্তু বাঁধা দেয় ইসরায়েলি সৈন্যরা। তবে পরবর্তীতে বিয়ে অনুষ্ঠান উদযাপন হয়। ইসরায়েলি সৈন্যরাও আমন্ত্রণ পায় অনুষ্ঠানে। সিনেমাটি পরিচালনা করেছেন ফিলিস্তিনের নির্মাতা মাইকেল খালেইফি।
ফিলিস্তিনের নির্মাতা এলিয়া সুলাইমান বানিয়েছেন সিনেমাটি। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকে এ সিনেমা নির্মাণকাল পর্যন্ত প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। কান ও টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এটি। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে পায় গ্র্যান্ড জুরি পদক।
দুজন ফিলিস্তিনি নাগরিক। যারা ইসরায়েলে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে। তাঁদের নিয়েই সিনেমাটির গল্প। উঠে এসেছে তাঁদের মনস্তাত্ত্বিক টানাপোড়েন। ছোটবেলা থেকে বন্ধু তাঁরা। তেলআবিবে তাঁদের আত্মঘাতী হামলার দিন কয়েক আগে থেকে গল্প শুরু হয়। বানিয়েছেন হানি আবু-আসাদ।
এটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে গোল্ডেন গ্লোব পুরষ্কার জিতেছিল। একই বিভাগে মনোনীত হয়েছিল একাডেমি পুরষ্কারের জন্য।
সিনেমাটি আসলে রোমিও অ্যান্ড জুলিয়েটের আদলে তৈরি। গল্পে তাঁরা একজন ইহুদি, অন্যজন মুসলিম। ইহুদি পরিবারের ছেলে ডেভিড প্রেমে পড়ে মুসলিম ফাতেমার। তাঁদের এই সম্পর্ক সমাজের চোখে নিষিদ্ধ। রাষ্ট্রের কাছেও। বিষয়টি খুব মারাত্মক পর্যায়ে চলে যায় যখন এ সম্পর্কের কথা প্রকাশ হয়ে পড়ে।
যদিও এ গল্প খুবই সাধারণ। কিন্তু অসাধারণ চিত্রনাট্য আর অনবদ্য অভিনয়ের কারনে ‘ডেভিড অ্যান্ড ফাতেমা’ হয়ে উঠেছে পুরোপুরি রাজনৈতিক সিনেমা।
ভারতীয় গায়ক অরিজিৎ সিং তাঁর সরলতা এবং বিনয়ী আচরণের জন্য পরিচিত। অনেকেই বলে থাকেন, বিখ্যাত এই গায়ক বস্তুবাদী দুনিয়ার ধারণায় বিশ্বাস করেন না। তিনি মিডিয়ার উন্মাদনা থেকে দূরে থাকতে পছন্দ করেন এবং সাদামাটা জীবনযাপন করেন।
৪ ঘণ্টা আগেএ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম।
৬ ঘণ্টা আগেপুষ্পার প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বের বাজেট যেমন বেশি, তেমনি বেশি জোর দেওয়া হয়েছে প্রচারেও। কিসিকের মুক্তি ঘিরেও ছিল বড় ইভেন্ট। তবে তাতে লাভ তেমন হলো না। ভক্তদের মন জয় করতে পারল না কিসিক।
৬ ঘণ্টা আগে২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি।
৭ ঘণ্টা আগে