বিনোদন ডেস্ক
আজ মুক্তি পাচ্ছে কিয়ানু রিভস অভিনীত ‘ম্যাট্রিক্স ৪ রিসারেকশনস’-এর ট্রেলার। আর এই ট্রেলার দেখার জন্য এক অভিনব আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। ‘হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স ডট কম’ নামের সাইটে ছবির ট্রেলার দেখা যাবে। এই সাইটের লিঙ্কে রাখা হয়েছে দুটি পিল বা ক্যাপসুল আকারের ‘ক্লিক’ অপশন। এই ক্যাপসুলের একটির রং লাল, অন্যটি নীল। দুটি ক্যাপসুলে দুই ধরনের ট্রেলার অপশন রেখেছেন আয়োজকরা। এটা ম্যাট্রিক্সপ্রেমীদের মন কাড়বে বলেই মনে করছে ওয়ার্নার ব্রাদার্স।
নীল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে ম্যাট্রিক্স বলবে বাস্তবতার কথা। আর লাল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে এমন এক দুনিয়ার সামনে হাজির হতে হবে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। দুই রঙের ক্যাপসুলের পেছনে আরও গল্প আছে। দুটি ক্যাপসুলে ক্লিক করলে দুটি ভিন্ন জগতের গল্প মিলে সিনেপ্রেমীরা ‘ম্যাট্রিক্স ৪- রিসারকেশনস’-এর মূল কাহিনি সম্পর্কে খানিকটা অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।
যাঁরা লাল রঙের ক্যাপসুলে ক্লিক করবেন, তাঁরা শুনতে পাবেন ছবির অন্যতম চরিত্র আব্দুল-মাটিনের ভয়েস ওভার। যিনি বলছেন বর্তমান সময়েই তাঁদের বেশি ভরসা। এর বাইরে কিছু নেই। যাঁকে তাঁরা সত্যি বলে মনে করেন এবং সত্যকে ছাড়িয়ে অন্য কিছুর অস্তিত্ব থাকতে পারে না। আরও একটি মজার ব্যাপার রয়েছে। এই দুই ক্যাপসুলে যতবার ক্লিক করা যাবে, ততবারই ভিডিওতে কিছু পরিবর্তন আসবে।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান-অস্ট্রেলিয়ান বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর এই ছবিটি পুরো বিশ্বে সাড়া ফেলেছিল। এরপর এই সিরিজের আরও দুটি পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ মুক্তি পায়।
আজ মুক্তি পাচ্ছে কিয়ানু রিভস অভিনীত ‘ম্যাট্রিক্স ৪ রিসারেকশনস’-এর ট্রেলার। আর এই ট্রেলার দেখার জন্য এক অভিনব আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। ‘হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স ডট কম’ নামের সাইটে ছবির ট্রেলার দেখা যাবে। এই সাইটের লিঙ্কে রাখা হয়েছে দুটি পিল বা ক্যাপসুল আকারের ‘ক্লিক’ অপশন। এই ক্যাপসুলের একটির রং লাল, অন্যটি নীল। দুটি ক্যাপসুলে দুই ধরনের ট্রেলার অপশন রেখেছেন আয়োজকরা। এটা ম্যাট্রিক্সপ্রেমীদের মন কাড়বে বলেই মনে করছে ওয়ার্নার ব্রাদার্স।
নীল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে ম্যাট্রিক্স বলবে বাস্তবতার কথা। আর লাল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে এমন এক দুনিয়ার সামনে হাজির হতে হবে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। দুই রঙের ক্যাপসুলের পেছনে আরও গল্প আছে। দুটি ক্যাপসুলে ক্লিক করলে দুটি ভিন্ন জগতের গল্প মিলে সিনেপ্রেমীরা ‘ম্যাট্রিক্স ৪- রিসারকেশনস’-এর মূল কাহিনি সম্পর্কে খানিকটা অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।
যাঁরা লাল রঙের ক্যাপসুলে ক্লিক করবেন, তাঁরা শুনতে পাবেন ছবির অন্যতম চরিত্র আব্দুল-মাটিনের ভয়েস ওভার। যিনি বলছেন বর্তমান সময়েই তাঁদের বেশি ভরসা। এর বাইরে কিছু নেই। যাঁকে তাঁরা সত্যি বলে মনে করেন এবং সত্যকে ছাড়িয়ে অন্য কিছুর অস্তিত্ব থাকতে পারে না। আরও একটি মজার ব্যাপার রয়েছে। এই দুই ক্যাপসুলে যতবার ক্লিক করা যাবে, ততবারই ভিডিওতে কিছু পরিবর্তন আসবে।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান-অস্ট্রেলিয়ান বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর এই ছবিটি পুরো বিশ্বে সাড়া ফেলেছিল। এরপর এই সিরিজের আরও দুটি পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ মুক্তি পায়।
ভারতীয় গায়ক অরিজিৎ সিং তাঁর সরলতা এবং বিনয়ী আচরণের জন্য পরিচিত। অনেকেই বলে থাকেন, বিখ্যাত এই গায়ক বস্তুবাদী দুনিয়ার ধারণায় বিশ্বাস করেন না। তিনি মিডিয়ার উন্মাদনা থেকে দূরে থাকতে পছন্দ করেন এবং সাদামাটা জীবনযাপন করেন।
৯ মিনিট আগেএ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম।
২ ঘণ্টা আগেপুষ্পার প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বের বাজেট যেমন বেশি, তেমনি বেশি জোর দেওয়া হয়েছে প্রচারেও। কিসিকের মুক্তি ঘিরেও ছিল বড় ইভেন্ট। তবে তাতে লাভ তেমন হলো না। ভক্তদের মন জয় করতে পারল না কিসিক।
২ ঘণ্টা আগে২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি।
৩ ঘণ্টা আগে