বিনোদন ডেস্ক
বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় ‘মার্ভেল কমিকস’ এর স্বপ্নদ্রষ্টা স্ট্যান লির ১০০ তম জন্মদিনে একটি ডকুমেন্টারি নির্মাণের ঘোষণা দিয়েছে ডিজনি প্লাস। গত ২৮ ডিসেম্বর ছিল কিংবদন্তি এই কমিকস স্রষ্টার জন্মদিন।
একটি টুইটের মাধ্যমে ডিজনি প্লাস জানায় ২০২৩ সালে ডকুমেন্টারিটি মুক্তি পাবে।
টুইট বার্তায় ২৫ সেকেন্ডের টিজার শেয়ার করা হয়। টিজারের ক্যাপশনে ডিজনি লিখেছে, ‘আমাদের স্বপ্ন দেখার ১০০ বছর। সৃষ্টির ১০০ বছর। স্ট্যান লির ১০০ বছর। স্ট্যান লিকে নিয়ে একটি তথ্যচিত্র ২০২৩ সালে মুক্তি পাবে।’
১৯২২ সালের ২৮ ডিসেম্বর একটি অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন লি। তাঁর বাবা জ্যাক লিয়েবার ছিলেন একজন দরজি। পারিবারিক অসচ্ছলতাকে পেছনে ফেলে নিজের চেষ্টায় পৃথিবীর সফল ব্যক্তিদের তালিকায় উঠে আসেন তিনি।
১৭ বছর বয়সে পরিবার চালাতে টাইমলি ম্যাগাজিন–এর কমিকস বিভাগে চাকরি নিয়েছিলেন লি। জ্যাক কার্বি ও স্টিভ ডিটকোর সঙ্গে যৌথভাবে তিনি অসংখ্য কাল্পনিক চরিত্র জন্ম দিয়েছেন, যার মধ্যে রয়েছে স্পাইডার-ম্যান, হাল্ক, ডক্টর স্ট্রেঞ্জ, ফ্যান্টাস্টিক ফোর, ডেয়ারডেভিল, ব্ল্যাক প্যান্থার, এক্স-মেন। তাঁর ভাই ল্যারি লিবারের সঙ্গে যৌথভাবে অ্যান্ট-ম্যান, আয়রন ম্যান এবং থর চরিত্রের সৃষ্টিও করেছেন তিনি।
১৯৯৪ সালে কমিক বই শিল্পের ‘উইল এইসনার অ্যাওয়ার্ড হল অব ফেমে’ এবং ১৯৯৫ সালে ‘জ্যাক কার্বি হল অব ফেমে’ তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। ২০০৮ সালে তিনি ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ লাভ করেন। ২০১৮ সালের ১২ নভেম্বর ৯৫ বছর বয়সে মারা যান কিংবদন্তি স্ট্যান লি।
বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় ‘মার্ভেল কমিকস’ এর স্বপ্নদ্রষ্টা স্ট্যান লির ১০০ তম জন্মদিনে একটি ডকুমেন্টারি নির্মাণের ঘোষণা দিয়েছে ডিজনি প্লাস। গত ২৮ ডিসেম্বর ছিল কিংবদন্তি এই কমিকস স্রষ্টার জন্মদিন।
একটি টুইটের মাধ্যমে ডিজনি প্লাস জানায় ২০২৩ সালে ডকুমেন্টারিটি মুক্তি পাবে।
টুইট বার্তায় ২৫ সেকেন্ডের টিজার শেয়ার করা হয়। টিজারের ক্যাপশনে ডিজনি লিখেছে, ‘আমাদের স্বপ্ন দেখার ১০০ বছর। সৃষ্টির ১০০ বছর। স্ট্যান লির ১০০ বছর। স্ট্যান লিকে নিয়ে একটি তথ্যচিত্র ২০২৩ সালে মুক্তি পাবে।’
১৯২২ সালের ২৮ ডিসেম্বর একটি অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন লি। তাঁর বাবা জ্যাক লিয়েবার ছিলেন একজন দরজি। পারিবারিক অসচ্ছলতাকে পেছনে ফেলে নিজের চেষ্টায় পৃথিবীর সফল ব্যক্তিদের তালিকায় উঠে আসেন তিনি।
১৭ বছর বয়সে পরিবার চালাতে টাইমলি ম্যাগাজিন–এর কমিকস বিভাগে চাকরি নিয়েছিলেন লি। জ্যাক কার্বি ও স্টিভ ডিটকোর সঙ্গে যৌথভাবে তিনি অসংখ্য কাল্পনিক চরিত্র জন্ম দিয়েছেন, যার মধ্যে রয়েছে স্পাইডার-ম্যান, হাল্ক, ডক্টর স্ট্রেঞ্জ, ফ্যান্টাস্টিক ফোর, ডেয়ারডেভিল, ব্ল্যাক প্যান্থার, এক্স-মেন। তাঁর ভাই ল্যারি লিবারের সঙ্গে যৌথভাবে অ্যান্ট-ম্যান, আয়রন ম্যান এবং থর চরিত্রের সৃষ্টিও করেছেন তিনি।
১৯৯৪ সালে কমিক বই শিল্পের ‘উইল এইসনার অ্যাওয়ার্ড হল অব ফেমে’ এবং ১৯৯৫ সালে ‘জ্যাক কার্বি হল অব ফেমে’ তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। ২০০৮ সালে তিনি ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ লাভ করেন। ২০১৮ সালের ১২ নভেম্বর ৯৫ বছর বয়সে মারা যান কিংবদন্তি স্ট্যান লি।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
১৬ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
১৭ ঘণ্টা আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
১৯ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
১ দিন আগে