বিনোদন ডেস্ক
বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জন ওয়াটস পরিচালিত ছবিটি। মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছে এই ছবি। ২৫৩ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের ৪৩৩৬ টি হলে মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। প্রথম দিনে চীন ছাড়াই বিশ্বব্যাপী ছবিটির আয় ৫৮৭.২ মিলিয়ন ডলার। চারদিনের বক্স অফিস রেকর্ডে শুধু যুক্তরাষ্ট্রেই ছবির আয় ৬০০ মিলিয়ন ডলারের কাছাকাছি। চারদিনে পুরো বিশ্বে ৮৮০ মিলিয়নের বেশি আয় করেছে। সেক্ষেত্রে ১ বিলিয়ন ডলারের অঙ্কও পেরিয়ে যাওয়াটা সময়ের ব্যাপার।
করোনাকালে ঝিমিয়ে পড়া হলগুলোতে প্রাণ ফিরিয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। ছবির টিকেট কেনা নিয়ে ছিল ভক্তদের উত্তেজনা। বিশ্ব বাজারের পাশাপাশি রীতিমতো ভারতের বাজারও কাঁপাচ্ছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। বক্স অফিসের পুরনো সব রেকর্ড ভাঙল টম হল্যান্ড অভিনীত এই ছবি। জানা গিয়েছে, স্পাইডারম্যানের ভারতে প্রথম দিনের বক্স অফিস কালেকশন ৩২ কোটি ৬৭ লক্ষ রুপি। এই সময় মুক্তি পেয়েছে ভারতের আলোচিত ছবি ‘পুষ্পা’। তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ছবি মানেই বক্স অফিস হিট এবং রেকর্ডের ছড়াছড়ি। ‘পুষ্পা’ মুক্তি না পেলে হয়তো ‘স্পাইডার-ম্যান’ ভারতেও নতুন সব রেকর্ড গড়তো। ‘পুষ্পা’ মুক্তির দুই দিনে ১০০ কোটি রুপির রেকর্ড ছাড়িয়ে এবার তিন দিনের মাথায় ছবিটি পৌনে ২০০ কোটি রুপি আয় করলো। চার দিনের মধ্যেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের পথে ‘পুষ্পা’।
বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন, এই সপ্তাহে হিন্দিতে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। ভারতে মুক্তির প্রথম দিনে অর্থাৎ বৃহস্পতিবার ৩২ কোটি ৬৭ লক্ষ রুপির ব্যবসা করেছে এই ছবি। শুক্রবার ২০ কোটি ৩৯ লক্ষ রুপি, শনিবার ২৬ কোটি ১০ লক্ষ রুপি এবং রবিবার ছুটির দিনে ২৯ কোটি ২৩ লক্ষ রুপির বক্স অফিস কালেকশন হয়েছে। এই চারদিনে মোট ১০৮ কোটি ৩৭ লক্ষ রুপির বক্স অফিস কালেকশন এই ছবির।
মার্ভেল স্টুডিওজ এবং সনি পিকচার্সের প্রযোজনায় এই ছবিতে মুল চরিত্রে রয়েছেন টম হল্যান্ড, জেন্ডায়া, বেনেডিক্ট কাম্বারব্যাচ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অ্যালফ্রেড মোলিনা, উইলিয়াম ডিফো, জেমি ফক্স প্রমুখ।
শুধু ভারতের বাজারই নয়, বিশ্বের বাজারেও অঙ্ক বেশ ভালো এই ছবির। তবে এখানেই শেষ নয়। বিশেষজ্ঞ মহলের ধারণা, এই ছবি খুব তাড়াতাড়ি নিজের দৌড় থামাবে না। কারণ এখনও পৃথিবীর বহু দেশে ছবি মুক্তি বাকি রয়েছে।
বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জন ওয়াটস পরিচালিত ছবিটি। মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছে এই ছবি। ২৫৩ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের ৪৩৩৬ টি হলে মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। প্রথম দিনে চীন ছাড়াই বিশ্বব্যাপী ছবিটির আয় ৫৮৭.২ মিলিয়ন ডলার। চারদিনের বক্স অফিস রেকর্ডে শুধু যুক্তরাষ্ট্রেই ছবির আয় ৬০০ মিলিয়ন ডলারের কাছাকাছি। চারদিনে পুরো বিশ্বে ৮৮০ মিলিয়নের বেশি আয় করেছে। সেক্ষেত্রে ১ বিলিয়ন ডলারের অঙ্কও পেরিয়ে যাওয়াটা সময়ের ব্যাপার।
করোনাকালে ঝিমিয়ে পড়া হলগুলোতে প্রাণ ফিরিয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। ছবির টিকেট কেনা নিয়ে ছিল ভক্তদের উত্তেজনা। বিশ্ব বাজারের পাশাপাশি রীতিমতো ভারতের বাজারও কাঁপাচ্ছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। বক্স অফিসের পুরনো সব রেকর্ড ভাঙল টম হল্যান্ড অভিনীত এই ছবি। জানা গিয়েছে, স্পাইডারম্যানের ভারতে প্রথম দিনের বক্স অফিস কালেকশন ৩২ কোটি ৬৭ লক্ষ রুপি। এই সময় মুক্তি পেয়েছে ভারতের আলোচিত ছবি ‘পুষ্পা’। তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ছবি মানেই বক্স অফিস হিট এবং রেকর্ডের ছড়াছড়ি। ‘পুষ্পা’ মুক্তি না পেলে হয়তো ‘স্পাইডার-ম্যান’ ভারতেও নতুন সব রেকর্ড গড়তো। ‘পুষ্পা’ মুক্তির দুই দিনে ১০০ কোটি রুপির রেকর্ড ছাড়িয়ে এবার তিন দিনের মাথায় ছবিটি পৌনে ২০০ কোটি রুপি আয় করলো। চার দিনের মধ্যেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের পথে ‘পুষ্পা’।
বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন, এই সপ্তাহে হিন্দিতে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। ভারতে মুক্তির প্রথম দিনে অর্থাৎ বৃহস্পতিবার ৩২ কোটি ৬৭ লক্ষ রুপির ব্যবসা করেছে এই ছবি। শুক্রবার ২০ কোটি ৩৯ লক্ষ রুপি, শনিবার ২৬ কোটি ১০ লক্ষ রুপি এবং রবিবার ছুটির দিনে ২৯ কোটি ২৩ লক্ষ রুপির বক্স অফিস কালেকশন হয়েছে। এই চারদিনে মোট ১০৮ কোটি ৩৭ লক্ষ রুপির বক্স অফিস কালেকশন এই ছবির।
মার্ভেল স্টুডিওজ এবং সনি পিকচার্সের প্রযোজনায় এই ছবিতে মুল চরিত্রে রয়েছেন টম হল্যান্ড, জেন্ডায়া, বেনেডিক্ট কাম্বারব্যাচ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অ্যালফ্রেড মোলিনা, উইলিয়াম ডিফো, জেমি ফক্স প্রমুখ।
শুধু ভারতের বাজারই নয়, বিশ্বের বাজারেও অঙ্ক বেশ ভালো এই ছবির। তবে এখানেই শেষ নয়। বিশেষজ্ঞ মহলের ধারণা, এই ছবি খুব তাড়াতাড়ি নিজের দৌড় থামাবে না। কারণ এখনও পৃথিবীর বহু দেশে ছবি মুক্তি বাকি রয়েছে।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৫ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৬ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৬ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে