বিনোদন ডেস্ক
রবিবার (১৩ মার্চ) লন্ডনের রয়েল আলবার্ট হলে তারকাদের সশরীরে উপস্থিতিতে বসেছিল ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৫তম আসর। গোল্ডেন গ্লোবের পর বাফটায়ও নেটফ্লিক্স প্রযোজিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ সিনেমা সেরার স্বীকৃতি পেল।
ওয়েস্টার্ন ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন নিউজিল্যান্ডের পরিচালক জেন ক্যাম্পিয়ন। তিনি এই বছর সেরা পরিচালকের পুরস্কার জেতেন। সেরা অভিনেতা শাখার মনোনয়ন তালিকায় বেনেডিক্ট ও গ্রাহাম থাকলেও পুরস্কারটি জিতেছেন উইল স্মিথ। বাফটায় এটাই স্মিথের ক্যারিয়ারের প্রথম মনোনয়ন ও পুরস্কার জেতা।
‘কিং রিচার্ড’ সিনেমায় টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাধে এই প্রাপ্তি। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে জোয়ানা স্কানলান। ‘আফটার লাইফ’- সিনেমায় মুসলমান ধর্মান্তরিত বিধবা চরিত্রে দারুণ অভিনয়ের স্বীকৃতি পেলেন ৬০ বছর বয়সী এই অভিনেত্রী।
সর্বাধিক পাঁচটি পুরস্কার পেয়েছে ‘ডুন’। তবে সেগুলোর সবই কারিগরি শাখায় (আবহ সংগীত, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, শব্দ ও স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস)। নোয়েল ক্লার্ক বাফটা ফেলোশিপ পাওয়ার পর একাধিক নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এ কারণে এবার বাফটা ফেলোশিপ কিংবা আজীবন সম্মাননা দেওয়া হয়নি। অনুষ্ঠানের শুরুতে ওয়েলশ গায়িকা শার্লি ব্যাসি ‘জেমস বন্ড’ সিরিজের ‘ডায়মন্ডস আর ফরএভার’ (১৯৭১) সিনেমায় গান গেয়ে শোনান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন।
এছাড়া অন্যান্য শাখায় পুরস্বার জিতলো যারা:
সেরা পার্শ্ব অভিনেতা: ট্রয় কটসার (কোডা)
সেরা পার্শ্ব অভিনেত্রী: আরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি)
অসামান্য ব্রিটিশ চলচ্চিত্র: বেলফাস্ট
আবহ সংগীত: হ্যান্স জিমার (ডুন)
চিত্রগ্রহণ: গ্রেগ ফ্রেশার (ডুন)
শিল্প নির্দেশনা: প্যাট্রিস ভারমেট (ডুন)
শব্দ: ম্যাক রুথ, মার্ক মানজিনি (ডুন)
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: ব্রায়ান কন্নর (ডুন)
সেরা সম্পাদনা: এলিয়ট গ্রাহাম (নো টাইম টু ডাই)
সেরা রাইজিং স্টার: লাশানা লিঞ্চ (নো টাইম টু ডাই)
ইংলিশ ব্যতিত সেরা সিনেমা: ড্রাইভ মাই কার
সেরা অ্যানিমেটেড: এনকান্টো
ইউক্রেনের প্রতি সমর্থন
ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ অনুষ্ঠানে নীল-হলুদ রঙের ব্যাজ পরে ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন। নীল-হলুদ হলো ইউক্রেনের জাতীয় পতাকার রং। কাম্বারব্যাচ ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয়ের আহ্বান জানিয়েছেন। অভিনেতা স্টিফেন গ্রাহামও ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে দেশটির পতাকার রঙের ব্যাজ পরেছেন। একইভাবে
এসেছিলেন অভিনেত্রী জেসিকা প্লামারও। বাফটা চেয়ারম্যান কৃষ্ণেন্দু মজুমদার বলেন, ‘আমাদের যেকোনোভাবে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা ইউক্রেনের ফিল্ম একাডেমিসহ ইউরোপের সিনেমাসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি। ইউক্রেনে খবর সংগ্রহ করা সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, যাদের মধ্যে অনেকেই বাফটার সদস্য। তারা সাহসিকতার সঙ্গে সংঘাত এবং মানবিক সংকটের প্রতিবেদন লিখছেন ও নথিভুক্ত করছেন।’
রবিবার (১৩ মার্চ) লন্ডনের রয়েল আলবার্ট হলে তারকাদের সশরীরে উপস্থিতিতে বসেছিল ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৫তম আসর। গোল্ডেন গ্লোবের পর বাফটায়ও নেটফ্লিক্স প্রযোজিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ সিনেমা সেরার স্বীকৃতি পেল।
ওয়েস্টার্ন ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন নিউজিল্যান্ডের পরিচালক জেন ক্যাম্পিয়ন। তিনি এই বছর সেরা পরিচালকের পুরস্কার জেতেন। সেরা অভিনেতা শাখার মনোনয়ন তালিকায় বেনেডিক্ট ও গ্রাহাম থাকলেও পুরস্কারটি জিতেছেন উইল স্মিথ। বাফটায় এটাই স্মিথের ক্যারিয়ারের প্রথম মনোনয়ন ও পুরস্কার জেতা।
‘কিং রিচার্ড’ সিনেমায় টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাধে এই প্রাপ্তি। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে জোয়ানা স্কানলান। ‘আফটার লাইফ’- সিনেমায় মুসলমান ধর্মান্তরিত বিধবা চরিত্রে দারুণ অভিনয়ের স্বীকৃতি পেলেন ৬০ বছর বয়সী এই অভিনেত্রী।
সর্বাধিক পাঁচটি পুরস্কার পেয়েছে ‘ডুন’। তবে সেগুলোর সবই কারিগরি শাখায় (আবহ সংগীত, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, শব্দ ও স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস)। নোয়েল ক্লার্ক বাফটা ফেলোশিপ পাওয়ার পর একাধিক নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এ কারণে এবার বাফটা ফেলোশিপ কিংবা আজীবন সম্মাননা দেওয়া হয়নি। অনুষ্ঠানের শুরুতে ওয়েলশ গায়িকা শার্লি ব্যাসি ‘জেমস বন্ড’ সিরিজের ‘ডায়মন্ডস আর ফরএভার’ (১৯৭১) সিনেমায় গান গেয়ে শোনান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন।
এছাড়া অন্যান্য শাখায় পুরস্বার জিতলো যারা:
সেরা পার্শ্ব অভিনেতা: ট্রয় কটসার (কোডা)
সেরা পার্শ্ব অভিনেত্রী: আরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি)
অসামান্য ব্রিটিশ চলচ্চিত্র: বেলফাস্ট
আবহ সংগীত: হ্যান্স জিমার (ডুন)
চিত্রগ্রহণ: গ্রেগ ফ্রেশার (ডুন)
শিল্প নির্দেশনা: প্যাট্রিস ভারমেট (ডুন)
শব্দ: ম্যাক রুথ, মার্ক মানজিনি (ডুন)
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: ব্রায়ান কন্নর (ডুন)
সেরা সম্পাদনা: এলিয়ট গ্রাহাম (নো টাইম টু ডাই)
সেরা রাইজিং স্টার: লাশানা লিঞ্চ (নো টাইম টু ডাই)
ইংলিশ ব্যতিত সেরা সিনেমা: ড্রাইভ মাই কার
সেরা অ্যানিমেটেড: এনকান্টো
ইউক্রেনের প্রতি সমর্থন
ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ অনুষ্ঠানে নীল-হলুদ রঙের ব্যাজ পরে ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন। নীল-হলুদ হলো ইউক্রেনের জাতীয় পতাকার রং। কাম্বারব্যাচ ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয়ের আহ্বান জানিয়েছেন। অভিনেতা স্টিফেন গ্রাহামও ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে দেশটির পতাকার রঙের ব্যাজ পরেছেন। একইভাবে
এসেছিলেন অভিনেত্রী জেসিকা প্লামারও। বাফটা চেয়ারম্যান কৃষ্ণেন্দু মজুমদার বলেন, ‘আমাদের যেকোনোভাবে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা ইউক্রেনের ফিল্ম একাডেমিসহ ইউরোপের সিনেমাসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি। ইউক্রেনে খবর সংগ্রহ করা সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, যাদের মধ্যে অনেকেই বাফটার সদস্য। তারা সাহসিকতার সঙ্গে সংঘাত এবং মানবিক সংকটের প্রতিবেদন লিখছেন ও নথিভুক্ত করছেন।’
কেউ কেউ আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার! এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ঝাঁজালো উত্তর দিলেন মোহিনী। স্পষ্ট জানালেন, রহমান তাঁর কাছে পিতৃসম।
৩ ঘণ্টা আগেচলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
৮ ঘণ্টা আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
৮ ঘণ্টা আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
৯ ঘণ্টা আগে