বিনোদন ডেস্ক
ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডস এর ৭৪তম আসর বসলো গত ১০ ও ১১ এপ্রিল ইংল্যান্ডে লন্ডনের রয়েল আলবার্ট হলে। করোনার কারণে নির্ধারিত সময়ের দুই মাস পর হয় অনুষ্ঠানটি। এবারের আসর দুই দিনে বিভক্ত ছিল। বাফটায় এমন ঘটনা এটাই প্রথম।
মনোনীতরা সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, কেউই সশরীরে আসেননি।
তবে বিজয়ীদের নাম ঘোষণা করতে বাফটার লালগালিচায় পা রেখেছেন কয়েকজন তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রিয়াংকা চোপড়া-নিক জোনাস দম্পতি, ‘লকি’ তারকা টম হিডেলস্টন, অভিনেতা হিউ গ্র্যান্ট, জেমস ম্যাকাভয়, বর্ষীয়ান অভিনেতা রিচার্ড ই গ্র্যান্ট, অভিনেত্রী অ্যান্ড্রা ডে, সিনথিয়া এরিভো ও ফেলিসিটি জোন্স।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে পুরস্কার প্রদানের জন্য যুক্ত হন রেনে জেলওয়েগার ও আনা কেন্ড্রিক।
৭৪তম বাফটা অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র
নোম্যাডল্যান্ড
অসামান্য ব্রিটিশ চলচ্চিত্র
প্রমিসিং ইয়াং ওম্যান
সেরা অভিনেত্রী
ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা অভিনেতা
স্যার অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী
ইয়া-জাঙ উন (মিনারি)
সেরা পার্শ্ব অভিনেতা
ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা পরিচালক
ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড)
রাইজিং স্টার অ্যাওয়ার্ড
বাকি বাকরে (ছবি: রকস)
অসামান্য অভিষেক (লেখক, পরিচালক অথবা প্রযোজক)
হিজ হাউস (রেমি উইকস)
ইংরেজি ব্যতিত অন্য ভাষার চলচ্চিত্র
অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
সেরা প্রামাণ্যচিত্র
মাই অক্টোপাস টিচার
সেরা অ্যানিমেটেড ছবি
সৌল
সেরা মৌলিক চিত্রনাট্য
প্রমিসিং ইয়াং ওম্যান (এমারেল্ড ফেনেল)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
দ্য ফাদার (ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলার)
সেরা আবহসংগীত
সৌল (জন বাটিস্ট, ট্রেন্ট রেজনা, অ্যাটিকাস রস)
সেরা চিত্রগ্রহণ
নোম্যাডল্যান্ড (জশুয়া জেমস রিচার্ডস)
সেরা পোশাক পরিকল্পনা
মা রেইনি’স ব্ল্যাক বটম (অ্যান রোথ)
সেরা সম্পাদনা
সাউন্ড অব মেটাল (মিকেল এগ নিলসেন)
সেরা শিল্প নির্দেশনা
ম্যাঙ্ক (ডোনাল্ড গ্রাহাম হার্ট, ইয়ান পাসকাল)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
মা রেইনি’স ব্ল্যাক বটম (মাতিকি আনোফ, ল্যারি এম চেরি, সের্গিও লোপেজ-রিভেরা, মিয়া নেল)
সেরা শব্দগ্রহণ
সাউন্ড অব মেটাল (জেমি বাকস, নিকোলাস বেকার, ফিলিপ ব্লড, কার্লোস করতেস, মিশেল কুটোলেঙ্ক)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
টেনেট (স্কট ফিশার, অ্যান্ড্রু জ্যাকসন, অ্যান্ড্রু লকলি)
সেরা অভিনয়শিল্পী নির্বাচন
রকস (লুসি পারডি)
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
দ্য প্রেজেন্ট
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন
দ্য আউল অ্যান্ড দ্য পুসিক্যাট
ব্রিটিশ তারকা হিসেবে অভিনয়ে অসামান্য অবদান
নোল ক্লার্ক
বাফটা ফেলোশিপ
অ্যাঙ লি
ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডস এর ৭৪তম আসর বসলো গত ১০ ও ১১ এপ্রিল ইংল্যান্ডে লন্ডনের রয়েল আলবার্ট হলে। করোনার কারণে নির্ধারিত সময়ের দুই মাস পর হয় অনুষ্ঠানটি। এবারের আসর দুই দিনে বিভক্ত ছিল। বাফটায় এমন ঘটনা এটাই প্রথম।
মনোনীতরা সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, কেউই সশরীরে আসেননি।
তবে বিজয়ীদের নাম ঘোষণা করতে বাফটার লালগালিচায় পা রেখেছেন কয়েকজন তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রিয়াংকা চোপড়া-নিক জোনাস দম্পতি, ‘লকি’ তারকা টম হিডেলস্টন, অভিনেতা হিউ গ্র্যান্ট, জেমস ম্যাকাভয়, বর্ষীয়ান অভিনেতা রিচার্ড ই গ্র্যান্ট, অভিনেত্রী অ্যান্ড্রা ডে, সিনথিয়া এরিভো ও ফেলিসিটি জোন্স।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে পুরস্কার প্রদানের জন্য যুক্ত হন রেনে জেলওয়েগার ও আনা কেন্ড্রিক।
৭৪তম বাফটা অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র
নোম্যাডল্যান্ড
অসামান্য ব্রিটিশ চলচ্চিত্র
প্রমিসিং ইয়াং ওম্যান
সেরা অভিনেত্রী
ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা অভিনেতা
স্যার অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী
ইয়া-জাঙ উন (মিনারি)
সেরা পার্শ্ব অভিনেতা
ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা পরিচালক
ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড)
রাইজিং স্টার অ্যাওয়ার্ড
বাকি বাকরে (ছবি: রকস)
অসামান্য অভিষেক (লেখক, পরিচালক অথবা প্রযোজক)
হিজ হাউস (রেমি উইকস)
ইংরেজি ব্যতিত অন্য ভাষার চলচ্চিত্র
অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
সেরা প্রামাণ্যচিত্র
মাই অক্টোপাস টিচার
সেরা অ্যানিমেটেড ছবি
সৌল
সেরা মৌলিক চিত্রনাট্য
প্রমিসিং ইয়াং ওম্যান (এমারেল্ড ফেনেল)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
দ্য ফাদার (ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলার)
সেরা আবহসংগীত
সৌল (জন বাটিস্ট, ট্রেন্ট রেজনা, অ্যাটিকাস রস)
সেরা চিত্রগ্রহণ
নোম্যাডল্যান্ড (জশুয়া জেমস রিচার্ডস)
সেরা পোশাক পরিকল্পনা
মা রেইনি’স ব্ল্যাক বটম (অ্যান রোথ)
সেরা সম্পাদনা
সাউন্ড অব মেটাল (মিকেল এগ নিলসেন)
সেরা শিল্প নির্দেশনা
ম্যাঙ্ক (ডোনাল্ড গ্রাহাম হার্ট, ইয়ান পাসকাল)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
মা রেইনি’স ব্ল্যাক বটম (মাতিকি আনোফ, ল্যারি এম চেরি, সের্গিও লোপেজ-রিভেরা, মিয়া নেল)
সেরা শব্দগ্রহণ
সাউন্ড অব মেটাল (জেমি বাকস, নিকোলাস বেকার, ফিলিপ ব্লড, কার্লোস করতেস, মিশেল কুটোলেঙ্ক)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
টেনেট (স্কট ফিশার, অ্যান্ড্রু জ্যাকসন, অ্যান্ড্রু লকলি)
সেরা অভিনয়শিল্পী নির্বাচন
রকস (লুসি পারডি)
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
দ্য প্রেজেন্ট
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন
দ্য আউল অ্যান্ড দ্য পুসিক্যাট
ব্রিটিশ তারকা হিসেবে অভিনয়ে অসামান্য অবদান
নোল ক্লার্ক
বাফটা ফেলোশিপ
অ্যাঙ লি
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
২ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৮ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৮ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৯ ঘণ্টা আগে