বিনোদন ডেস্ক
প্রাক্তন স্ত্রী হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানির মামলায় ১০ লাখ ডলার ক্ষতিপূরণ পেয়েছিলেন হলিউড তারকা জনি ডেপ। অ্যাম্বারের থেকে পাওয়া পুরো অর্থ নিজের কাছে না রেখে পাঁচটি বিভিন্ন দাতব্য সংস্থায় দান করেছেন জনি ডেপ। প্রতিটি দাতব্য সংস্থায় সমান ২ লাখ ডলার করে দিচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
গতকাল মঙ্গলবার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে সিএনএন জানায়, ‘জনি ডেপ দান করার জন্য পাঁচটি দাতব্য সংস্থা বেছে নিয়েছেন, যার মধ্যে রয়েছে মেক-এ-ফিল্ম ফাউন্ডেশন, দ্য পেইন্টেড টার্টল, রেড ফেদার, মারলন ব্র্যান্ডোর টেটিয়ারোয়া সোসাইটি দাতব্য সংস্থা এবং অ্যামাজোনিয়া ফান্ড অ্যালায়েন্স। সবগুলো সংস্থা কাজ করে অসুস্থ শিশুদের চিকিৎসায়।’
অ্যাম্বারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিলেন আদালত। এক বছর পর সেই অর্থ পরিশোধ করলেন অভিনেত্রী। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১০ লক্ষ ডলার জোগাড় করতে বিমা কোম্পানির সহায়তা নিতে হয়েছে অ্যাম্বারকে।
২০১৭ সালে বিয়ের মাত্র দুই বছরের মাথায় জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় হার্ডের। এরপর ২০১৮ সালে দ্য ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন হার্ড। এতে ওই বছরই হার্ডের বিরুদ্ধে ৫ কোটি ডলারের মানহানির মামলা করেন ডেপ। জনি ডেপ বলেন, ‘অ্যাম্বারের ওই লেখা প্রকাশিত হওয়ার পর আমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। উপেক্ষা করেছে হলিউড। আমি চাই সত্যটা সামনে আসুক।’
এরপর অ্যাম্বার হার্ডও ১০ কোটি ডলারের পাল্টা মামলা করেন ডেপের বিরুদ্ধে। ডেপের করা মামলার সাক্ষ্য দিতে এসে অ্যাম্বার বলেন, জনি ডেপের সঙ্গে তাঁর প্রেম ছিল ‘জাদুর’ মতো, কিন্তু হঠাৎই সহিংস হয়ে ওঠে সবকিছু। জনি ডেপের শরীরে আঁকা একটি ট্যাটু নিয়ে প্রশ্ন করে প্রথমবার নির্যাতনের শিকার হন বলে জানান তিনি। অভিনেত্রী বলেন, তিনি জানতে চেয়েছিলেন, ট্যাটুতে কী লেখা আছে। উত্তরে ডেপ বলেছিলেন, ‘উইনো’। উত্তর শুনে হেসে ফেলেছিলেন হার্ড, ভেবেছিলেন এটা হয়তো কোনো কৌতুক। এর পরই জনি তাঁর গালে চড় মারেন বলে অভিযোগ করেন হার্ড। হার্ড তাঁর সাক্ষ্যে বলেন, এরপর তাঁকে আরও দুবার চড় মারেন জনি ডেপ।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ডেপ বলেন, তিনি কখনো অ্যাম্বার হার্ড বা কোনো নারীকে আঘাত করেননি, বরং হার্ডই অনৈতিক সুযোগ নিয়েছেন।
ডেপ দাবি করেন, মতের অমিল হলেই তাঁকে চড় কিংবা ধাক্কা দিতেন হার্ড। এমনকি একদিন মদের বোতল ছুড়ে মারেন হার্ড। এতে ডেপের ডান হাতের মধ্যমা আঙুলের ওপরের অংশ কেটে যায়।
প্রাক্তন স্ত্রী হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানির মামলায় ১০ লাখ ডলার ক্ষতিপূরণ পেয়েছিলেন হলিউড তারকা জনি ডেপ। অ্যাম্বারের থেকে পাওয়া পুরো অর্থ নিজের কাছে না রেখে পাঁচটি বিভিন্ন দাতব্য সংস্থায় দান করেছেন জনি ডেপ। প্রতিটি দাতব্য সংস্থায় সমান ২ লাখ ডলার করে দিচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
গতকাল মঙ্গলবার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে সিএনএন জানায়, ‘জনি ডেপ দান করার জন্য পাঁচটি দাতব্য সংস্থা বেছে নিয়েছেন, যার মধ্যে রয়েছে মেক-এ-ফিল্ম ফাউন্ডেশন, দ্য পেইন্টেড টার্টল, রেড ফেদার, মারলন ব্র্যান্ডোর টেটিয়ারোয়া সোসাইটি দাতব্য সংস্থা এবং অ্যামাজোনিয়া ফান্ড অ্যালায়েন্স। সবগুলো সংস্থা কাজ করে অসুস্থ শিশুদের চিকিৎসায়।’
অ্যাম্বারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিলেন আদালত। এক বছর পর সেই অর্থ পরিশোধ করলেন অভিনেত্রী। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১০ লক্ষ ডলার জোগাড় করতে বিমা কোম্পানির সহায়তা নিতে হয়েছে অ্যাম্বারকে।
২০১৭ সালে বিয়ের মাত্র দুই বছরের মাথায় জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় হার্ডের। এরপর ২০১৮ সালে দ্য ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন হার্ড। এতে ওই বছরই হার্ডের বিরুদ্ধে ৫ কোটি ডলারের মানহানির মামলা করেন ডেপ। জনি ডেপ বলেন, ‘অ্যাম্বারের ওই লেখা প্রকাশিত হওয়ার পর আমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। উপেক্ষা করেছে হলিউড। আমি চাই সত্যটা সামনে আসুক।’
এরপর অ্যাম্বার হার্ডও ১০ কোটি ডলারের পাল্টা মামলা করেন ডেপের বিরুদ্ধে। ডেপের করা মামলার সাক্ষ্য দিতে এসে অ্যাম্বার বলেন, জনি ডেপের সঙ্গে তাঁর প্রেম ছিল ‘জাদুর’ মতো, কিন্তু হঠাৎই সহিংস হয়ে ওঠে সবকিছু। জনি ডেপের শরীরে আঁকা একটি ট্যাটু নিয়ে প্রশ্ন করে প্রথমবার নির্যাতনের শিকার হন বলে জানান তিনি। অভিনেত্রী বলেন, তিনি জানতে চেয়েছিলেন, ট্যাটুতে কী লেখা আছে। উত্তরে ডেপ বলেছিলেন, ‘উইনো’। উত্তর শুনে হেসে ফেলেছিলেন হার্ড, ভেবেছিলেন এটা হয়তো কোনো কৌতুক। এর পরই জনি তাঁর গালে চড় মারেন বলে অভিযোগ করেন হার্ড। হার্ড তাঁর সাক্ষ্যে বলেন, এরপর তাঁকে আরও দুবার চড় মারেন জনি ডেপ।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ডেপ বলেন, তিনি কখনো অ্যাম্বার হার্ড বা কোনো নারীকে আঘাত করেননি, বরং হার্ডই অনৈতিক সুযোগ নিয়েছেন।
ডেপ দাবি করেন, মতের অমিল হলেই তাঁকে চড় কিংবা ধাক্কা দিতেন হার্ড। এমনকি একদিন মদের বোতল ছুড়ে মারেন হার্ড। এতে ডেপের ডান হাতের মধ্যমা আঙুলের ওপরের অংশ কেটে যায়।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
১১ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
১৩ ঘণ্টা আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
১৫ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
১৭ ঘণ্টা আগে