বিনোদন ডেস্ক
যুক্তরাজ্যের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনের রয়েল আলবার্ট হলে অনুষ্ঠিত হলো ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৭তম আসর। আর এবারের বাফটায় যেন শুধুই ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার সিনেমার জয়জয়কার। সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা থেকে শুরু করে মোট সাতটি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।
এবারের বাফটা অ্যাওয়ার্ডে সবচেয়ে বেশি সাতটি পুরস্কার পেয়েছে ‘ওপেনহাইমার’। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে সিনেমাটি।
এরপরই তালিকায় রয়েছে ‘পুওর থিংস’, সিনেমাটি এবারের বাফটায় পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে। সিনেমাটি সেরা অভিনেত্রীসহ সেরা পোশাক, মেকআপ এবং চুল সজ্জা, প্রোডাকশন ডিজাইন, স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস ইত্যাদি বিভাগে পুরস্কার পেয়েছে।
তবে সবচেয়ে অবাক করেছে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ৯টি বিভাগে মনোনীত হওয়ার পরও কোনো বিভাগে পুরস্কার পায়নি সিনেমাটি। এ ছাড়া গত বছরের বক্স অফিসের সফল সিনেমা গ্রেটা গেরউইগের ‘বার্বি’ সিনেমাও এবারের বাফটায় কোনো বিভাগে পুরস্কার পায়নি।
বাফটা অ্যাওয়ার্ড ২০২৪ এর বিজয়ীদের তালিকা:
সেরা সিনেমা: ওপেনহাইমার
সেরা ব্রিটিশ ছবি: দ্য জোন অব ইন্টারেস্ট
ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা ডেবিউ: আর্থ মামা। এই ছবির জন্য সাভানা লিফ সেরা পরিচালক এবং লেখকের পুরস্কার পেয়েছেন, শার্লি ও কনোর এবং মেডবি রিওরডান প্রযোজকের পুরস্কার পেয়েছেন।
ইংরেজি ব্যতীত সেরা সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা তথ্যচিত্র: ২০ ডেজ ইন মারিপুল
সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান—ওপেনহাইমার
সেরা স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব এ ফল
সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)
সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা সহ-অভিনেত্রী: দাভাইন জয় রানডলফ
সেরা সহ-অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র
সেরা কাস্টিং: দ্য হোল্ডওভার্স
সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার
সেরা এডিটিং: ওপেনহাইমার
সেরা পোশাক: পুওর থিংস
সেরা মেকআপ এবং চুল: পুওর থিংস
সেরা মৌলিক গান: ওপেনহাইমার
সেরা প্রোডাকশন ডিজাইন: পুওর থিংস
যুক্তরাজ্যের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনের রয়েল আলবার্ট হলে অনুষ্ঠিত হলো ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৭তম আসর। আর এবারের বাফটায় যেন শুধুই ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার সিনেমার জয়জয়কার। সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা থেকে শুরু করে মোট সাতটি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।
এবারের বাফটা অ্যাওয়ার্ডে সবচেয়ে বেশি সাতটি পুরস্কার পেয়েছে ‘ওপেনহাইমার’। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে সিনেমাটি।
এরপরই তালিকায় রয়েছে ‘পুওর থিংস’, সিনেমাটি এবারের বাফটায় পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে। সিনেমাটি সেরা অভিনেত্রীসহ সেরা পোশাক, মেকআপ এবং চুল সজ্জা, প্রোডাকশন ডিজাইন, স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস ইত্যাদি বিভাগে পুরস্কার পেয়েছে।
তবে সবচেয়ে অবাক করেছে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ৯টি বিভাগে মনোনীত হওয়ার পরও কোনো বিভাগে পুরস্কার পায়নি সিনেমাটি। এ ছাড়া গত বছরের বক্স অফিসের সফল সিনেমা গ্রেটা গেরউইগের ‘বার্বি’ সিনেমাও এবারের বাফটায় কোনো বিভাগে পুরস্কার পায়নি।
বাফটা অ্যাওয়ার্ড ২০২৪ এর বিজয়ীদের তালিকা:
সেরা সিনেমা: ওপেনহাইমার
সেরা ব্রিটিশ ছবি: দ্য জোন অব ইন্টারেস্ট
ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা ডেবিউ: আর্থ মামা। এই ছবির জন্য সাভানা লিফ সেরা পরিচালক এবং লেখকের পুরস্কার পেয়েছেন, শার্লি ও কনোর এবং মেডবি রিওরডান প্রযোজকের পুরস্কার পেয়েছেন।
ইংরেজি ব্যতীত সেরা সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা তথ্যচিত্র: ২০ ডেজ ইন মারিপুল
সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান—ওপেনহাইমার
সেরা স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব এ ফল
সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)
সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা সহ-অভিনেত্রী: দাভাইন জয় রানডলফ
সেরা সহ-অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র
সেরা কাস্টিং: দ্য হোল্ডওভার্স
সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার
সেরা এডিটিং: ওপেনহাইমার
সেরা পোশাক: পুওর থিংস
সেরা মেকআপ এবং চুল: পুওর থিংস
সেরা মৌলিক গান: ওপেনহাইমার
সেরা প্রোডাকশন ডিজাইন: পুওর থিংস
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৩ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১০ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১০ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
১০ ঘণ্টা আগে