বিনোদন ডেস্ক
ব্রিটেনের চলচ্চিত্রবিষয়ক সর্বোচ্চ পুরস্কার ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)। চলচ্চিত্রে অস্কারের পর বাফটা সবচেয়ে সম্মানীয় পুরস্কার। গত বছর বাফটায় সেরা চলচ্চিত্র ‘নোম্যাডল্যান্ড’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে। বাফটা বিজয়ীদের জয়জয়কার দেখা যায় অস্কারেও। আগামী ১৩ মার্চ লন্ডনের রয়েল আলবার্ট মিলনায়তনে সশরীরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ৭৫তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১১টি শাখায় মনোনীত হয়েছে ‘ডুন’। দ্বিতীয় সর্বাধিক আটটি শাখায় মনোনীত হয়েছে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। ব্রিটিশ অভিনেতা-নির্মাতা কেনেথ ব্রানার শৈশবের স্মৃতি অবলম্বনে সাদাকালো কমেডি ছবি ‘বেলফাস্ট’ পেয়েছে সেরা চলচ্চিত্রসহ ছয়টি মনোনয়ন। পাঁচটি করে মনোনয়ন পেয়েছে জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’, কালজয়ী মঞ্চনাটকের রিমেক ‘ওয়েস্ট সাইড স্টোরি’, ‘লিকোরিস পিৎজা’। ‘ডোন্ট লুক আপ’, ‘বয়লিং পয়েন্ট’, ‘সিরানো’, ‘কিং রিচার্ড’,‘পাসিং’ চারটি করে মনোনয়ন পেয়েছে। পুরো তালিকাটি দেখুন—
সেরা চলচ্চিত্র
ডুন, ডোন্ট লুক আপ, বেলফাস্ট, লিকোরিস পিৎজা ও দ্য পাওয়ার অব দ্য ডগ
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ চলচ্চিত্র
আফটার লাভ, আলি অ্যান্ড আভা, বেলফাস্ট, বয়লিং পয়েন্ট, সিরানো, এভরিবডি’স টকিং অ্যাবাউট, হাউস অব গুচ্চি, লাস্ট নাইট ইন সোহো, নো টাইম টু ডাই ও পাসিং।
সেরা পরিচালক
আলিম খান (আফটার লাভ), রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার), অদ্রে দিওয়ান (হ্যাপেনিং), পল থমাস অ্যান্ডারসন (লিকোরিস পিৎজা), জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও জুলিয়া দুকুরনো (তিতান)
সেরা অভিনেতা
মাহেরশালা আলি (সোয়ান সং), আদিল আখতার (আলি অ্যান্ড আভা), লিওনার্দো ডিক্যাপ্রিও (ডোন্ট লুক আপ), বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ), স্টিফেন গ্রাহাম (বয়লিং পয়েন্ট) ও উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা অভিনেত্রী
লেডি গাগা (হাউস অব গুচ্চি), আলানা হাইম (লিকোরিস পিৎজা), এমিলিয়া জোন্স (কোডা), রেনাটা রাইন্সভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড), জোয়ানা স্কানলান (আফটার লাভ) ও টেসা থম্পসন (পাসিং)
সেরা পার্শ্ব অভিনেতা
মাইক ফেইস্ট (ওয়েস্ট সাইড স্টোরি), কিয়ারান হাইন্ডস (বেলফাস্ট), ট্রয় কাটসার (কোডা), উডি নরম্যান (সি’মন সি’মন), জেসি প্লেমনস (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও কোডি স্মিথ-ম্যাকফি (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা পার্শ্ব অভিনেত্রী
কেটরিওনা ব্যালফ (বেলফাস্ট), জেসি বাকলি (দ্য লস্ট ডটার), আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি), অ্যান ডাউড (মাস), আনজোনুই এলিস (কিং রিচার্ড) ও রুথ নেগা (পাসিং)
আন্তর্জাতিক ছবি
ড্রাইভ মাই কার (জাপান), দ্য হ্যান্ড অব গড (ইতালি), প্যারালাল মাদারস (স্পেন), লিটল মম (ফ্রান্স) ও দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে)
সেরা প্রামাণ্যচিত্র
বিকামিং কুস্তো (যুক্তরাষ্ট্র), কাউ (যুক্তরাজ্য), ফ্লি (ডেনমার্ক), দ্য রেসকিউ (যুক্তরাষ্ট্র) ও সামার অব সৌল (যুক্তরাষ্ট্র)
সেরা অ্যানিমেটেড ছবি
এনকান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস), ফ্লি (আন্তর্জাতিক যৌথ প্রযোজনা), লুকা (পিক্সার অ্যানিমেশন স্টুডিওস) ও দ্য মিচেলস ভার্সেস দ্য মেশিনস (সনি পিকচার্স অ্যানিমেশন)
সেরা মৌলিক চিত্রনাট্য
বিইং দ্য রিকার্ডোস (অ্যারন সরকিন), বেলফাস্ট (কেনেথ ব্রানা), ডোন্ট লুক আপ (অ্যাডাম ম্যাককে), কিং রিচার্ড (জ্যাক বেইলিন) ও লিকোরিস পিৎজা (পল থমাস অ্যান্ডারসন)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
কোডা (শন হেডার), ড্রাইভ মাই কার (রিয়ুসুকে হামাগুচি), ডুন (ডেনি ভিলন্যুভ), দ্য লস্ট ডটার (ম্যাগি জিলেনহাল) ও দ্য পাওয়ার অব দ্য ডগ (জেন ক্যাম্পিয়ন)
সেরা মৌলিক সুর
বিইং দ্য রিকার্ডোস (ড্যানিয়েল পেম্বারটন), ডোন্ট লুক আপ (নিকোলাস ব্রিটেল), ডুন (হ্যান্স জিমার), দ্য ফ্রেঞ্চ ডিসপাচ (আলেকজ্যঁন্দ দেসপ্লা) ও দ্য পাওয়ার অব দ্য ডগ (জনি গ্রিনউড)
সেরা চিত্রগ্রহণ
ডুন (গ্রেগ ফ্রেজার), নাইটমেয়ার অ্যালি (ড্যান লাউস্টসেন), নো টাইম টু ডাই, (লিনাস সান্ডগ্রেন), দ্য পাওয়ার অব দ্য ডগ (আ ওয়েগনার) ও দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ (ব্রুনো ডেলবোনেল)
সেরা সম্পাদনা
বেলফাস্ট, ডুন, লিকোরিস পিৎজা, নো টাইম টু ডাই ও সামার অব সৌল
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
দ্য ব্ল্যাক কপ, ফ্যাম, দ্য প্যালেস, স্টাফড এবং থ্রি মিটিংস অব দ্য এক্সট্রাঅর্ডিনারি কমিটি
ব্রিটেনের চলচ্চিত্রবিষয়ক সর্বোচ্চ পুরস্কার ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)। চলচ্চিত্রে অস্কারের পর বাফটা সবচেয়ে সম্মানীয় পুরস্কার। গত বছর বাফটায় সেরা চলচ্চিত্র ‘নোম্যাডল্যান্ড’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে। বাফটা বিজয়ীদের জয়জয়কার দেখা যায় অস্কারেও। আগামী ১৩ মার্চ লন্ডনের রয়েল আলবার্ট মিলনায়তনে সশরীরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ৭৫তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১১টি শাখায় মনোনীত হয়েছে ‘ডুন’। দ্বিতীয় সর্বাধিক আটটি শাখায় মনোনীত হয়েছে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। ব্রিটিশ অভিনেতা-নির্মাতা কেনেথ ব্রানার শৈশবের স্মৃতি অবলম্বনে সাদাকালো কমেডি ছবি ‘বেলফাস্ট’ পেয়েছে সেরা চলচ্চিত্রসহ ছয়টি মনোনয়ন। পাঁচটি করে মনোনয়ন পেয়েছে জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’, কালজয়ী মঞ্চনাটকের রিমেক ‘ওয়েস্ট সাইড স্টোরি’, ‘লিকোরিস পিৎজা’। ‘ডোন্ট লুক আপ’, ‘বয়লিং পয়েন্ট’, ‘সিরানো’, ‘কিং রিচার্ড’,‘পাসিং’ চারটি করে মনোনয়ন পেয়েছে। পুরো তালিকাটি দেখুন—
সেরা চলচ্চিত্র
ডুন, ডোন্ট লুক আপ, বেলফাস্ট, লিকোরিস পিৎজা ও দ্য পাওয়ার অব দ্য ডগ
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ চলচ্চিত্র
আফটার লাভ, আলি অ্যান্ড আভা, বেলফাস্ট, বয়লিং পয়েন্ট, সিরানো, এভরিবডি’স টকিং অ্যাবাউট, হাউস অব গুচ্চি, লাস্ট নাইট ইন সোহো, নো টাইম টু ডাই ও পাসিং।
সেরা পরিচালক
আলিম খান (আফটার লাভ), রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার), অদ্রে দিওয়ান (হ্যাপেনিং), পল থমাস অ্যান্ডারসন (লিকোরিস পিৎজা), জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও জুলিয়া দুকুরনো (তিতান)
সেরা অভিনেতা
মাহেরশালা আলি (সোয়ান সং), আদিল আখতার (আলি অ্যান্ড আভা), লিওনার্দো ডিক্যাপ্রিও (ডোন্ট লুক আপ), বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ), স্টিফেন গ্রাহাম (বয়লিং পয়েন্ট) ও উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা অভিনেত্রী
লেডি গাগা (হাউস অব গুচ্চি), আলানা হাইম (লিকোরিস পিৎজা), এমিলিয়া জোন্স (কোডা), রেনাটা রাইন্সভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড), জোয়ানা স্কানলান (আফটার লাভ) ও টেসা থম্পসন (পাসিং)
সেরা পার্শ্ব অভিনেতা
মাইক ফেইস্ট (ওয়েস্ট সাইড স্টোরি), কিয়ারান হাইন্ডস (বেলফাস্ট), ট্রয় কাটসার (কোডা), উডি নরম্যান (সি’মন সি’মন), জেসি প্লেমনস (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও কোডি স্মিথ-ম্যাকফি (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা পার্শ্ব অভিনেত্রী
কেটরিওনা ব্যালফ (বেলফাস্ট), জেসি বাকলি (দ্য লস্ট ডটার), আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি), অ্যান ডাউড (মাস), আনজোনুই এলিস (কিং রিচার্ড) ও রুথ নেগা (পাসিং)
আন্তর্জাতিক ছবি
ড্রাইভ মাই কার (জাপান), দ্য হ্যান্ড অব গড (ইতালি), প্যারালাল মাদারস (স্পেন), লিটল মম (ফ্রান্স) ও দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে)
সেরা প্রামাণ্যচিত্র
বিকামিং কুস্তো (যুক্তরাষ্ট্র), কাউ (যুক্তরাজ্য), ফ্লি (ডেনমার্ক), দ্য রেসকিউ (যুক্তরাষ্ট্র) ও সামার অব সৌল (যুক্তরাষ্ট্র)
সেরা অ্যানিমেটেড ছবি
এনকান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস), ফ্লি (আন্তর্জাতিক যৌথ প্রযোজনা), লুকা (পিক্সার অ্যানিমেশন স্টুডিওস) ও দ্য মিচেলস ভার্সেস দ্য মেশিনস (সনি পিকচার্স অ্যানিমেশন)
সেরা মৌলিক চিত্রনাট্য
বিইং দ্য রিকার্ডোস (অ্যারন সরকিন), বেলফাস্ট (কেনেথ ব্রানা), ডোন্ট লুক আপ (অ্যাডাম ম্যাককে), কিং রিচার্ড (জ্যাক বেইলিন) ও লিকোরিস পিৎজা (পল থমাস অ্যান্ডারসন)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
কোডা (শন হেডার), ড্রাইভ মাই কার (রিয়ুসুকে হামাগুচি), ডুন (ডেনি ভিলন্যুভ), দ্য লস্ট ডটার (ম্যাগি জিলেনহাল) ও দ্য পাওয়ার অব দ্য ডগ (জেন ক্যাম্পিয়ন)
সেরা মৌলিক সুর
বিইং দ্য রিকার্ডোস (ড্যানিয়েল পেম্বারটন), ডোন্ট লুক আপ (নিকোলাস ব্রিটেল), ডুন (হ্যান্স জিমার), দ্য ফ্রেঞ্চ ডিসপাচ (আলেকজ্যঁন্দ দেসপ্লা) ও দ্য পাওয়ার অব দ্য ডগ (জনি গ্রিনউড)
সেরা চিত্রগ্রহণ
ডুন (গ্রেগ ফ্রেজার), নাইটমেয়ার অ্যালি (ড্যান লাউস্টসেন), নো টাইম টু ডাই, (লিনাস সান্ডগ্রেন), দ্য পাওয়ার অব দ্য ডগ (আ ওয়েগনার) ও দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ (ব্রুনো ডেলবোনেল)
সেরা সম্পাদনা
বেলফাস্ট, ডুন, লিকোরিস পিৎজা, নো টাইম টু ডাই ও সামার অব সৌল
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
দ্য ব্ল্যাক কপ, ফ্যাম, দ্য প্যালেস, স্টাফড এবং থ্রি মিটিংস অব দ্য এক্সট্রাঅর্ডিনারি কমিটি
কেউ কেউ আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার! এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ঝাঁজালো উত্তর দিলেন মোহিনী। স্পষ্ট জানালেন, রহমান তাঁর কাছে পিতৃসম।
৫ ঘণ্টা আগেচলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
১০ ঘণ্টা আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
১০ ঘণ্টা আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
১১ ঘণ্টা আগে