বিনোদন ডেস্ক
‘তোমাকে যদি মেরে ফেলা হয়, যদি এমনটা তোমার সঙ্গে কখনো ঘটে, তবে রাশিয়ার জনগণের কাছে কী বার্তা রেখে যেতে চাও?’ অ্যালেক্সি নাভালনিকে নিয়ে কানাডীয় পরিচালক ড্যানিয়েল রোহারের বানানো অস্কারজয়ী তথ্যচিত্রের শুরুতে নাভালনির কাছে প্রশ্নটি রেখেছিলেন নির্মাতা।
জবাবে নাভালনি হেসে উত্তর দিয়েছিলেন, ‘আরে ধুর; ড্যানিয়েল, মনে হচ্ছে আমাকে হত্যা করা হবে ধরেই তুমি এটি বানাচ্ছ।’
গত শুক্রবার রাশিয়ার উত্তর মেরু অঞ্চলের স্বায়ত্তশাসিত ইয়ামালো-নেনেতেস কারাগারে বন্দী অবস্থায় মারা যান ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনি। তাঁর মৃত্যুর পর তথ্যচিত্রটি আলোচনায় এসেছে। নাভালনিকে তাঁর সম্ভাব্য হত্যার বিষয়ে প্রশ্ন করেছিলেন পরিচালক; কিন্তু সেটি যে ‘সত্যিই ঘটবে’, তা হয়তো কেউ ধারণাও করেননি তখন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নাভালনির মৃত্যুর কারণ ও ঘটনার বিবরণ তাঁর মাকে জানিয়েছে রাশিয়ার ইয়ামালো-নেনেতেস কারাগার কর্তৃপক্ষ। মৃত্যুর কারণ হিসেবে তারা ‘সাডেন ডেথ সিনড্রোম’কে উল্লেখ করেছে। যার অর্থ, তাঁর মৃত্যুটা আকস্মিকভাবে হয়েছে।
ইয়ামালো-নেনেতেস কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালেক্সি নাভালনি সকালে হাঁটার পর হঠাৎ অসুস্থতা বোধ করেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে কারাগারের মেডিকেল টিম তাঁকে প্রাথমিক চিকিৎসা দেয়, কিন্তু তাতে অবস্থার উন্নতি না হওয়ায় কারাগারের অ্যাম্বুলেন্স টিমের ডাক্তাররা তাঁকে উন্নত চিকিৎসাসেবা দেন। কিন্তু তাতেও কাজ হয়নি। সংজ্ঞা হারানোর অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অ্যাম্বুলেন্স টিমের ডাক্তাররা।
বছর দুয়েক আগে অস্কারজয়ী কানাডীয় পরিচালক ড্যানিয়েল রোহার নাভালনিকে নিয়ে তথ্যচিত্রটি বানান। ২০২২ সালের ১১ এপ্রিল মুক্তি পাওয়া তথ্যচিত্রটি পরের বছরের মার্চে অস্কারের ৯৫তম আসরে ‘বেস্ট ডকুমেন্টারি ফিচার’ ক্যাটাগরিতে পুরস্কার পায়। চার বছর আগে যখন নাভালনিকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়, সেই ঘটনা নিয়েই ‘নাভালনি’ শিরোনামের এই ডকুমেন্টারি।
অ্যালেক্সি নাভালনির মৃত্যুর খবরে বাক্রুদ্ধ হয়ে পড়েন পরিচালক ও নাভালনির বন্ধু ড্যানিয়েল রোহার। বিবিসিকে তিনি বলেন, ‘নাভালনির মৃত্যুর খবর আমাকে বাক্রুদ্ধ করেছে।’
তথ্যচিত্রে কাজ করতে গিয়ে কীভাবে নাভালনির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে, সেই বর্ণনাও দেন পরিচালক রোহার। তাঁর ভাষ্য, ‘হাস্যরসের মধ্য দিয়েই আমাদের মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়েছিল। নাভালনি খুব মজার মানুষ ছিলেন। তিনি হাসতে পছন্দ করতেন।’
২০২০ সালের আগস্টে রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন নাভালনি। তাঁর সমর্থকদের ধারণা, তমস্ক বিমানবন্দরে নাভালনি চা পানের আগে পানীয়তে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। অসুস্থ নাভালনিকে নিয়ে ফ্লাইটটি সাইবেরিয়ার তমস্কে জরুরি অবতরণ করে। ওই শহরেরই একটি হাসপাতালে প্রথম চিকিৎসা দেওয়া হয়। শেষমেশ কোমায় থাকা নাভালনিকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়ার অনুমতি দেয় রুশ সরকার।
ওই ঘটনা নিয়ে ড্যানিয়েল রোহারের বানানো তথ্যচিত্রের একটি দৃশ্যে রুশ গোয়েন্দা বাহিনী এফএসবির এক সদস্যকে ফোনে নাভালনিকে বলতে শোনা যায়, তমস্কের একটি হোটেলে নাভালনির অন্তর্বাসে রাসায়নিক মেশানো হয়েছিল। কনস্ট্যান্টিন কুদ্রিয়াভতসেভ নামের সেই এজেন্ট বলেন, ‘নাভালনির বিমানটি জরুরি অবতরণ না করলে তিনি মারা যেতেন।’
চলচ্চিত্রটির প্রযোজক শেন বরিস তখন বলেন, ‘ওই ঘটনায় আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। সেই ফোনকল যে এমন ফল নিয়ে আসবে, তা কেউ ধারণা করেছিল বলে আমি মনে করি না।’
বিষক্রিয়ার পর নাভালনির সুস্থ হয়ে ওঠা এবং পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো উঠে এসেছে তথ্যচিত্রটিতে। রাশিয়ায় নাভালনির ফেরার দৃশ্যও দেখানো হয়েছে, যেখানে নেমেই গ্রেপ্তার হন তিনি।
‘তোমাকে যদি মেরে ফেলা হয়, যদি এমনটা তোমার সঙ্গে কখনো ঘটে, তবে রাশিয়ার জনগণের কাছে কী বার্তা রেখে যেতে চাও?’ অ্যালেক্সি নাভালনিকে নিয়ে কানাডীয় পরিচালক ড্যানিয়েল রোহারের বানানো অস্কারজয়ী তথ্যচিত্রের শুরুতে নাভালনির কাছে প্রশ্নটি রেখেছিলেন নির্মাতা।
জবাবে নাভালনি হেসে উত্তর দিয়েছিলেন, ‘আরে ধুর; ড্যানিয়েল, মনে হচ্ছে আমাকে হত্যা করা হবে ধরেই তুমি এটি বানাচ্ছ।’
গত শুক্রবার রাশিয়ার উত্তর মেরু অঞ্চলের স্বায়ত্তশাসিত ইয়ামালো-নেনেতেস কারাগারে বন্দী অবস্থায় মারা যান ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনি। তাঁর মৃত্যুর পর তথ্যচিত্রটি আলোচনায় এসেছে। নাভালনিকে তাঁর সম্ভাব্য হত্যার বিষয়ে প্রশ্ন করেছিলেন পরিচালক; কিন্তু সেটি যে ‘সত্যিই ঘটবে’, তা হয়তো কেউ ধারণাও করেননি তখন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নাভালনির মৃত্যুর কারণ ও ঘটনার বিবরণ তাঁর মাকে জানিয়েছে রাশিয়ার ইয়ামালো-নেনেতেস কারাগার কর্তৃপক্ষ। মৃত্যুর কারণ হিসেবে তারা ‘সাডেন ডেথ সিনড্রোম’কে উল্লেখ করেছে। যার অর্থ, তাঁর মৃত্যুটা আকস্মিকভাবে হয়েছে।
ইয়ামালো-নেনেতেস কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালেক্সি নাভালনি সকালে হাঁটার পর হঠাৎ অসুস্থতা বোধ করেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে কারাগারের মেডিকেল টিম তাঁকে প্রাথমিক চিকিৎসা দেয়, কিন্তু তাতে অবস্থার উন্নতি না হওয়ায় কারাগারের অ্যাম্বুলেন্স টিমের ডাক্তাররা তাঁকে উন্নত চিকিৎসাসেবা দেন। কিন্তু তাতেও কাজ হয়নি। সংজ্ঞা হারানোর অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অ্যাম্বুলেন্স টিমের ডাক্তাররা।
বছর দুয়েক আগে অস্কারজয়ী কানাডীয় পরিচালক ড্যানিয়েল রোহার নাভালনিকে নিয়ে তথ্যচিত্রটি বানান। ২০২২ সালের ১১ এপ্রিল মুক্তি পাওয়া তথ্যচিত্রটি পরের বছরের মার্চে অস্কারের ৯৫তম আসরে ‘বেস্ট ডকুমেন্টারি ফিচার’ ক্যাটাগরিতে পুরস্কার পায়। চার বছর আগে যখন নাভালনিকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়, সেই ঘটনা নিয়েই ‘নাভালনি’ শিরোনামের এই ডকুমেন্টারি।
অ্যালেক্সি নাভালনির মৃত্যুর খবরে বাক্রুদ্ধ হয়ে পড়েন পরিচালক ও নাভালনির বন্ধু ড্যানিয়েল রোহার। বিবিসিকে তিনি বলেন, ‘নাভালনির মৃত্যুর খবর আমাকে বাক্রুদ্ধ করেছে।’
তথ্যচিত্রে কাজ করতে গিয়ে কীভাবে নাভালনির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে, সেই বর্ণনাও দেন পরিচালক রোহার। তাঁর ভাষ্য, ‘হাস্যরসের মধ্য দিয়েই আমাদের মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়েছিল। নাভালনি খুব মজার মানুষ ছিলেন। তিনি হাসতে পছন্দ করতেন।’
২০২০ সালের আগস্টে রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন নাভালনি। তাঁর সমর্থকদের ধারণা, তমস্ক বিমানবন্দরে নাভালনি চা পানের আগে পানীয়তে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। অসুস্থ নাভালনিকে নিয়ে ফ্লাইটটি সাইবেরিয়ার তমস্কে জরুরি অবতরণ করে। ওই শহরেরই একটি হাসপাতালে প্রথম চিকিৎসা দেওয়া হয়। শেষমেশ কোমায় থাকা নাভালনিকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়ার অনুমতি দেয় রুশ সরকার।
ওই ঘটনা নিয়ে ড্যানিয়েল রোহারের বানানো তথ্যচিত্রের একটি দৃশ্যে রুশ গোয়েন্দা বাহিনী এফএসবির এক সদস্যকে ফোনে নাভালনিকে বলতে শোনা যায়, তমস্কের একটি হোটেলে নাভালনির অন্তর্বাসে রাসায়নিক মেশানো হয়েছিল। কনস্ট্যান্টিন কুদ্রিয়াভতসেভ নামের সেই এজেন্ট বলেন, ‘নাভালনির বিমানটি জরুরি অবতরণ না করলে তিনি মারা যেতেন।’
চলচ্চিত্রটির প্রযোজক শেন বরিস তখন বলেন, ‘ওই ঘটনায় আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। সেই ফোনকল যে এমন ফল নিয়ে আসবে, তা কেউ ধারণা করেছিল বলে আমি মনে করি না।’
বিষক্রিয়ার পর নাভালনির সুস্থ হয়ে ওঠা এবং পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো উঠে এসেছে তথ্যচিত্রটিতে। রাশিয়ায় নাভালনির ফেরার দৃশ্যও দেখানো হয়েছে, যেখানে নেমেই গ্রেপ্তার হন তিনি।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৬ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৬ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৬ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে