বিনোদন ডেস্ক
২০১৭ সালে হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবিতে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। এটিই ছিল দীপিকা অভিনীত প্রথম কোনো হলিউডের ছবি। এরপর পেরিয়ে গেছে প্রায় সাড়ে চার বছর। এত দিন পর আবার হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। এবার তিনি শুধু অভিনয়শিল্পী নন, হলিউডের ওই ছবিতে তিনি থাকবেন সহ-প্রযোজক হিসেবেও।
দীপিকার প্রযোজনা সংস্থা কা প্রোডাকশনস ছবিটির সহ-প্রযোজনার দায়িত্ব সামলাবে। দীপিকা বলেন, ‘বিশ্বজুড়ে সবার কাছে ভালো ও অর্থবহ ছবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই কা প্রোডাকশনসের যাত্রা শুরু হয়েছিল। তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।’ একইভাবে হলিউডের প্রযোজনা সংস্থা এসটিএক্সও খুশি দীপিকাকে তাদের সঙ্গে পেয়ে।
নতুন এই ছবিটি রোমান্টিক ঘরানার। উঠে আসবে যুক্তরাষ্ট্র ও ভারতের গল্প। ছবিটিকে তাই দীপিকা বলছেন ‘ক্রস কালচারাল স্টোরি’। দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানে এ ছবিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আশা দীপিকার। তবে ছবির নাম, দীপিকা ছাড়া আর কারা অভিনয় করবেন, পরিচালনা করবেন কে—বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।
২০১৭ সালে হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবিতে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। এটিই ছিল দীপিকা অভিনীত প্রথম কোনো হলিউডের ছবি। এরপর পেরিয়ে গেছে প্রায় সাড়ে চার বছর। এত দিন পর আবার হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। এবার তিনি শুধু অভিনয়শিল্পী নন, হলিউডের ওই ছবিতে তিনি থাকবেন সহ-প্রযোজক হিসেবেও।
দীপিকার প্রযোজনা সংস্থা কা প্রোডাকশনস ছবিটির সহ-প্রযোজনার দায়িত্ব সামলাবে। দীপিকা বলেন, ‘বিশ্বজুড়ে সবার কাছে ভালো ও অর্থবহ ছবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই কা প্রোডাকশনসের যাত্রা শুরু হয়েছিল। তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।’ একইভাবে হলিউডের প্রযোজনা সংস্থা এসটিএক্সও খুশি দীপিকাকে তাদের সঙ্গে পেয়ে।
নতুন এই ছবিটি রোমান্টিক ঘরানার। উঠে আসবে যুক্তরাষ্ট্র ও ভারতের গল্প। ছবিটিকে তাই দীপিকা বলছেন ‘ক্রস কালচারাল স্টোরি’। দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানে এ ছবিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আশা দীপিকার। তবে ছবির নাম, দীপিকা ছাড়া আর কারা অভিনয় করবেন, পরিচালনা করবেন কে—বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।
ভারতীয় গায়ক অরিজিৎ সিং তাঁর সরলতা এবং বিনয়ী আচরণের জন্য পরিচিত। অনেকেই বলে থাকেন, বিখ্যাত এই গায়ক বস্তুবাদী দুনিয়ার ধারণায় বিশ্বাস করেন না। তিনি মিডিয়ার উন্মাদনা থেকে দূরে থাকতে পছন্দ করেন এবং সাদামাটা জীবনযাপন করেন।
৩২ মিনিট আগেএ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম।
৩ ঘণ্টা আগেপুষ্পার প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বের বাজেট যেমন বেশি, তেমনি বেশি জোর দেওয়া হয়েছে প্রচারেও। কিসিকের মুক্তি ঘিরেও ছিল বড় ইভেন্ট। তবে তাতে লাভ তেমন হলো না। ভক্তদের মন জয় করতে পারল না কিসিক।
৩ ঘণ্টা আগে২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি।
৩ ঘণ্টা আগে