বিনোদন ডেস্ক
আসছে ৩১ আগস্ট পর্দা উঠবে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবের। উৎসব সামনে রেখে এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জুলাই) এই তালিকা ঘোষণা করেন উৎসবের পরিচালক আলবার্তো বারবারা।
এবার প্রতিযোগিতা বিভাগের ২৩টি সিনেমা লড়বে সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়নের জন্য। নোয়া বামবাচ পরিচালিত ‘হোয়াইট নয়েজ’ সিনেমা দিয়ে উৎসবের পর্দা উঠবে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল বিভাগের প্রতিযোগিতায় রয়েছেন বিশ্বের খ্যাতিমান নির্মাতারা। ড্যারেন অ্যারোনোফস্কি আছেন ‘দ্য হুইল’ সিনেমা নিয়ে। দীর্ঘ প্রায় এক দশক পর অ্যান্ড্রু ডমিনিক ফিরছেন নতুন সিনেমা ‘ব্লন্ড’ দিয়ে। ২০১৫ সালে ‘রেভেন্যান্ট’ সিনেমা দিয়ে অস্কার জয়ের পর আর কোনো সিনেমা বানাননি আলেজান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। মেক্সিকান এই চলচ্চিত্র নির্মাতা এবার ‘বারডো’ দিয়ে ফিরছেন। তালিকায় আরও রয়েছেন লুকা গোওডাগিনো, জোয়ানা হগ ও লরা পোইট্রাসের মতো নির্মাতারা।
৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবে আউট অব কমপিটিশন ফিকশন ও নন ফিকশন বিভাগে জায়গা করে নিয়েছে ১০টি করে সিনেমা। গত বছর ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছিল ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। আগামী ৩১ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব। আসরের শেষ দিন দেখানো হবে ‘আদার পিপলস চিলড্রেন’ সিনেমাটি।
এবারের প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো:
আসছে ৩১ আগস্ট পর্দা উঠবে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবের। উৎসব সামনে রেখে এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জুলাই) এই তালিকা ঘোষণা করেন উৎসবের পরিচালক আলবার্তো বারবারা।
এবার প্রতিযোগিতা বিভাগের ২৩টি সিনেমা লড়বে সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়নের জন্য। নোয়া বামবাচ পরিচালিত ‘হোয়াইট নয়েজ’ সিনেমা দিয়ে উৎসবের পর্দা উঠবে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল বিভাগের প্রতিযোগিতায় রয়েছেন বিশ্বের খ্যাতিমান নির্মাতারা। ড্যারেন অ্যারোনোফস্কি আছেন ‘দ্য হুইল’ সিনেমা নিয়ে। দীর্ঘ প্রায় এক দশক পর অ্যান্ড্রু ডমিনিক ফিরছেন নতুন সিনেমা ‘ব্লন্ড’ দিয়ে। ২০১৫ সালে ‘রেভেন্যান্ট’ সিনেমা দিয়ে অস্কার জয়ের পর আর কোনো সিনেমা বানাননি আলেজান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। মেক্সিকান এই চলচ্চিত্র নির্মাতা এবার ‘বারডো’ দিয়ে ফিরছেন। তালিকায় আরও রয়েছেন লুকা গোওডাগিনো, জোয়ানা হগ ও লরা পোইট্রাসের মতো নির্মাতারা।
৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবে আউট অব কমপিটিশন ফিকশন ও নন ফিকশন বিভাগে জায়গা করে নিয়েছে ১০টি করে সিনেমা। গত বছর ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছিল ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। আগামী ৩১ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব। আসরের শেষ দিন দেখানো হবে ‘আদার পিপলস চিলড্রেন’ সিনেমাটি।
এবারের প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো:
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
১ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৮ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৮ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৮ ঘণ্টা আগে