বিনোদন প্রতিবেদক, ঢাকা
করোনাকালে সামাজিক ব্যবধানের নামে যখন জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা, তখনই বাস্তবতার বিম্বিত রূপ দিতে হাজির হয়েছে ‘এন এনিমি অব দ্য পিপল’। নাট্যকার হেনরিক ইবসেনের নাটকের গল্প নরওয়ের এক ছোট্ট শহরকে ঘিরে। এই শহরের অর্থনীতির মূল চালিকাশক্তি এক পানি প্রকল্প।
এই প্রকল্পকে ঘিরেই মুখোমুখি অবস্থানে ডাক্তার স্টকম্যান ও তাঁর ভাই নগরপিতা পিটার স্টকম্যান। এ যেন সংখ্যাগরিষ্ঠ স্বার্থবাদী মানুষের সাথে একা নির্ভিক মানুষের লড়াই। ডাক্তার স্টকম্যান যেমন একদিকে নগরের মানুষের স্বার্থে পানি পরীক্ষাসহ যাবতীয় পদক্ষেপ হাতে নিলেন,সেই সময়েই নগরপিতা পিটার স্টকম্যান দাঁড়িয়ে গেলেন ক্ষমতার ছড়ি হাতে।
জনতার রোষানল, ক্ষমতার দাপট উপেক্ষা করে শত জনসমর্থন হারিয়েও ডাক্তার থামলেন না। গুটিকয়েক লোক নিয়ে তাঁর বিপ্লব চালিয়ে গেলেন। বাস্তব জীবনের অভিজ্ঞতায় তিনি আবিষ্কার করলেন- দুঃসময়ে যে একা দাঁড়াবার ক্ষমতা রাখে, পৃথিবীতে সেই মানুষই প্রকৃত ক্ষমতাশালী, শক্তিধর মানুষ।
৬ মাস ব্যাপী অভিনয় কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে মঞ্চস্থ হয় ক্লাসোড্রামার ১ম প্রযোজনা ‘অ্যান এনিমি অফ দ্য পিপল’। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হয়েছে নাটকটির মঞ্চায়ন। নির্দেশনা দিয়েছেন রাগীব নাঈম। ডাক্তার স্টকম্যান চরিত্রে শাহরিয়ার আবির, মিসেস স্টকম্যান চরিত্রে মুনিরা মাহজাবিন মিমো, পেট্রা চরিত্রে বহ্নিশিখা ঠাকুর, আসলাকসেন চরিত্রে তাহিনুল মান্নান তাহিন, পিটার স্টকম্যান চরিত্রে মাসউদ আহমেদ, হরস্টার চরিত্রে কিল - প্রান্ত দাস, অ্যানা চরিত্রে উম্মে মারিয়াম অভিনয় করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যায়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. ইস্রাফিল শাহীন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আর্ট হাউজের চেয়ারপারসন অভিনেতা সাফওয়ান মাহমুদ। শনিবার সমাপনী দিনে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।
নাটকের অন্তরালে কাজ করেছেন:
নির্দেশনা সহকারি- নাভেদ রহমান। মঞ্চ পরিকল্পনা ও প্রয়োগ– মনিরুজ্জামান রিপন। পোশাক ও দ্রব্য সম্ভার পরিকল্পনা ও সংগ্রহ– রাবেয়া রাবু। শব্দ পরিকল্পনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। আলোক পরিনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। পোস্টার ডিজাইন ও সম্পাদনা- আকিফ আহমেদ এবং তত্ত্বাবধানে ছিলেন রিয়াজ তারেক ও মনিরুজ্জামান রিপন।
করোনাকালে সামাজিক ব্যবধানের নামে যখন জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা, তখনই বাস্তবতার বিম্বিত রূপ দিতে হাজির হয়েছে ‘এন এনিমি অব দ্য পিপল’। নাট্যকার হেনরিক ইবসেনের নাটকের গল্প নরওয়ের এক ছোট্ট শহরকে ঘিরে। এই শহরের অর্থনীতির মূল চালিকাশক্তি এক পানি প্রকল্প।
এই প্রকল্পকে ঘিরেই মুখোমুখি অবস্থানে ডাক্তার স্টকম্যান ও তাঁর ভাই নগরপিতা পিটার স্টকম্যান। এ যেন সংখ্যাগরিষ্ঠ স্বার্থবাদী মানুষের সাথে একা নির্ভিক মানুষের লড়াই। ডাক্তার স্টকম্যান যেমন একদিকে নগরের মানুষের স্বার্থে পানি পরীক্ষাসহ যাবতীয় পদক্ষেপ হাতে নিলেন,সেই সময়েই নগরপিতা পিটার স্টকম্যান দাঁড়িয়ে গেলেন ক্ষমতার ছড়ি হাতে।
জনতার রোষানল, ক্ষমতার দাপট উপেক্ষা করে শত জনসমর্থন হারিয়েও ডাক্তার থামলেন না। গুটিকয়েক লোক নিয়ে তাঁর বিপ্লব চালিয়ে গেলেন। বাস্তব জীবনের অভিজ্ঞতায় তিনি আবিষ্কার করলেন- দুঃসময়ে যে একা দাঁড়াবার ক্ষমতা রাখে, পৃথিবীতে সেই মানুষই প্রকৃত ক্ষমতাশালী, শক্তিধর মানুষ।
৬ মাস ব্যাপী অভিনয় কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে মঞ্চস্থ হয় ক্লাসোড্রামার ১ম প্রযোজনা ‘অ্যান এনিমি অফ দ্য পিপল’। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হয়েছে নাটকটির মঞ্চায়ন। নির্দেশনা দিয়েছেন রাগীব নাঈম। ডাক্তার স্টকম্যান চরিত্রে শাহরিয়ার আবির, মিসেস স্টকম্যান চরিত্রে মুনিরা মাহজাবিন মিমো, পেট্রা চরিত্রে বহ্নিশিখা ঠাকুর, আসলাকসেন চরিত্রে তাহিনুল মান্নান তাহিন, পিটার স্টকম্যান চরিত্রে মাসউদ আহমেদ, হরস্টার চরিত্রে কিল - প্রান্ত দাস, অ্যানা চরিত্রে উম্মে মারিয়াম অভিনয় করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যায়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. ইস্রাফিল শাহীন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আর্ট হাউজের চেয়ারপারসন অভিনেতা সাফওয়ান মাহমুদ। শনিবার সমাপনী দিনে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।
নাটকের অন্তরালে কাজ করেছেন:
নির্দেশনা সহকারি- নাভেদ রহমান। মঞ্চ পরিকল্পনা ও প্রয়োগ– মনিরুজ্জামান রিপন। পোশাক ও দ্রব্য সম্ভার পরিকল্পনা ও সংগ্রহ– রাবেয়া রাবু। শব্দ পরিকল্পনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। আলোক পরিনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। পোস্টার ডিজাইন ও সম্পাদনা- আকিফ আহমেদ এবং তত্ত্বাবধানে ছিলেন রিয়াজ তারেক ও মনিরুজ্জামান রিপন।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
২ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে