লোকজ নৃত্য ও পুথিপাঠে ভৈরবে তিন দিনের পিঠা উৎসবের শুরু

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ২৭
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ২৯

লোকজ নৃত্য ও পুথিপাঠের আসরের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ষষ্ঠ ভৈরব পিঠা উৎসব। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভৈরব রাজকাচারি চত্বরে উৎসবের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি ইমরান হোসাইন।

আলোচনা শেষে অতিথিরা পিঠার স্টলগুলো ঘুরে দেখেন। পিঠার বৈচিত্র্য ও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখে তাঁরা মুগ্ধ হন। এবারের মেলায় ১৫টি স্টল অংশ নেয়।

মঞ্চে কবিতা আবৃত্তি করছেন অভিনেতা ও আবৃত্তিকার মতিউর রহমান সাগর। ছবি: সংগৃহীতউদ্বোধনী নৃত্যের মাধ্যমে শুরু হয় প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজন। এরপর নিজেদের পরিবেশনা নিয়ে আসে ভৈরব আইডিয়াল স্কুল সাংস্কৃতিক দল। নির্বাচিত আবৃত্তিকারদের কবিতা আবৃত্তির পরই মঞ্চে পুথিপাঠ নিয়ে আসেন মৃদুল ও তাঁর দল। মেলার মাঠ তখন কানায় কানায় পূর্ণ। সবশেষে ব্যান্ড দল ওয়্যারের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন।

মঞ্চে চলছে পুঁথি পাঠের আসর। ছবি: সংগৃহীতউল্লেখ্য, আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নৃত্যের সঙ্গে আজ থাকবে যন্ত্রসংগীতের মেলবন্ধন। এ ছাড়া বিশিষ্ট আবৃত্তিকার মীর মাসরুর জামান রনির আবৃত্তি ছাড়াও থাকছে ভৈরব উদয়ন স্কুলের সাংস্কৃতিক দলের পরিবেশনা। দ্বিতীয় দিনের আয়োজন শেষ হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা ও জনি আলমের নির্দেশনায় পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদ ভৈরবের নাটক ‘ভাড়াটে চাই’ মঞ্চায়নের মাধ্যমে।

মেলায় দর্শক ও ক্রেতাদের উপচে পড়া ভিড়। ছবি: সংগৃহীতআগামী রোববার (৪ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই পিঠা উৎসব। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত