বিনোদন প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে হাবীবুল্লাহ বাহার কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ প্রযোজনা করেছে কালজয়ী নাট্যকার মুনীর চৌধুরী রচিত নাটক ‘কবর’। গতকাল বুধবার কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মো. মোস্তফা আমীন ও শংকর কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু ও এবং নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস।
গোপনে রাতে আঁধারে, ভাষার দাবিতে নিহত আন্দোলনকারীদের লাশ দাফন করাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘কবর’ নাটকের প্রেক্ষাপট। পুরো ঘটনাই গোরস্থানের ভেতরে সংঘটিত হয়েছে। নেতা আর ইন্সপেক্টর হাফিজের অর্ধ-মাতাল অবস্থায় সংলাপের মধ্য দিয়ে নাটকটি সামনের দিকে আগাতে থাকে।
এর মধ্যে অশরীরী আত্মার মতো হঠাৎ এসে উপস্থিত হয় মুর্দা ফকির। মুর্দা ফকির ‘মুর্দা’ নয়, জীবিত; তবু ভয় পায়। আপাতদৃষ্টিতে তার কথার মধ্যে পাগলামির সংমিশ্রণ আছে তবে এটা নাটকের বহিরঙ্গ। মুর্দা ফকির দুর্ভিক্ষে নিজের স্ত্রী সন্তানের মৃত্যুর পর কবরের ব্যবস্থা করতে পারেনি, তাই সে গোরস্থানেই থাকে। সে মনে করে কবর দিতে না পারায় যে শিয়াল শকুনে তার প্রিয়জনদের দেহ খাবলে যেভাবে খেয়েছে, তাই সে কবরেই অবস্থান করে, যাতে তার কবরের সংকট না হয়। কিন্তু রাতের গহিন আঁধারে, ভাষার দাবিতে মিছিলে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা এবং আন্দোলনকারীদের মৃতদেহ করব দেওয়াটাকে সে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না; প্রতিবাদ করে, কবর দিতে বাঁধা দেয়। লাশকে কবর থেকে উঠে আসতে আহ্বান জানায়।
নেশায় বিভ্রম নেতা ও হাফিজ দেখে লাশ কবর থেকে উঠে এসেছে। মূর্তিরূপী লাশ প্রতিবাদ করছে, তারা কবরে যেতে চায় না। অন্যায়ের তোষামোদকারী হাফিজ তাদের বোঝাবার চেষ্টা করে। এক সময় মুর্দার ডাকে মিছিলে শরিক হয়ে লাশ চলে যায়। ভোরে আলো ফোটে এবং অন্যায় ভাবে হত্যা লাশকে দাফন করে চলে যায় নেতা ও হাফিজ। কিন্তু প্রতিবাদী বাঙালি চেতনাকে কোনভাবেই কবর দিতে পারে না তারা।
উল্লেখ্য, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা কমিউনিস্ট নেতা রণেশ দাশগুপ্তের অনুরোধে ভাষা আন্দোলনে হত্যাকাণ্ড নিয়ে তিনি ‘কবর’ নাটক লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক কারাবন্দী অধ্যাপক মুনীর চৌধুরী। রাতে কারাগারের বাতি নিভিয়ে দেওয়া হলে লণ্ঠনের আলোয় সেই নাটকের প্রথম মঞ্চায়নও হয়েছিল ঢাকা কারাগারে। পরবর্তীতে এটি ভাষা আন্দোলন নিয়ে বাংলাদেশে মঞ্চায়িত হওয়া অন্যতম জনপ্রিয় নাটকে পরিণত হয়েছে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে নিহতদের মরদেহ পাকিস্তান সরকার গোপনে কবর দিতে চেয়েছিল। সে ঘটনাকে কেন্দ্র করে নাটকের কাহিনি এগিয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে হাবীবুল্লাহ বাহার কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ প্রযোজনা করেছে কালজয়ী নাট্যকার মুনীর চৌধুরী রচিত নাটক ‘কবর’। গতকাল বুধবার কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মো. মোস্তফা আমীন ও শংকর কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু ও এবং নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস।
গোপনে রাতে আঁধারে, ভাষার দাবিতে নিহত আন্দোলনকারীদের লাশ দাফন করাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘কবর’ নাটকের প্রেক্ষাপট। পুরো ঘটনাই গোরস্থানের ভেতরে সংঘটিত হয়েছে। নেতা আর ইন্সপেক্টর হাফিজের অর্ধ-মাতাল অবস্থায় সংলাপের মধ্য দিয়ে নাটকটি সামনের দিকে আগাতে থাকে।
এর মধ্যে অশরীরী আত্মার মতো হঠাৎ এসে উপস্থিত হয় মুর্দা ফকির। মুর্দা ফকির ‘মুর্দা’ নয়, জীবিত; তবু ভয় পায়। আপাতদৃষ্টিতে তার কথার মধ্যে পাগলামির সংমিশ্রণ আছে তবে এটা নাটকের বহিরঙ্গ। মুর্দা ফকির দুর্ভিক্ষে নিজের স্ত্রী সন্তানের মৃত্যুর পর কবরের ব্যবস্থা করতে পারেনি, তাই সে গোরস্থানেই থাকে। সে মনে করে কবর দিতে না পারায় যে শিয়াল শকুনে তার প্রিয়জনদের দেহ খাবলে যেভাবে খেয়েছে, তাই সে কবরেই অবস্থান করে, যাতে তার কবরের সংকট না হয়। কিন্তু রাতের গহিন আঁধারে, ভাষার দাবিতে মিছিলে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা এবং আন্দোলনকারীদের মৃতদেহ করব দেওয়াটাকে সে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না; প্রতিবাদ করে, কবর দিতে বাঁধা দেয়। লাশকে কবর থেকে উঠে আসতে আহ্বান জানায়।
নেশায় বিভ্রম নেতা ও হাফিজ দেখে লাশ কবর থেকে উঠে এসেছে। মূর্তিরূপী লাশ প্রতিবাদ করছে, তারা কবরে যেতে চায় না। অন্যায়ের তোষামোদকারী হাফিজ তাদের বোঝাবার চেষ্টা করে। এক সময় মুর্দার ডাকে মিছিলে শরিক হয়ে লাশ চলে যায়। ভোরে আলো ফোটে এবং অন্যায় ভাবে হত্যা লাশকে দাফন করে চলে যায় নেতা ও হাফিজ। কিন্তু প্রতিবাদী বাঙালি চেতনাকে কোনভাবেই কবর দিতে পারে না তারা।
উল্লেখ্য, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা কমিউনিস্ট নেতা রণেশ দাশগুপ্তের অনুরোধে ভাষা আন্দোলনে হত্যাকাণ্ড নিয়ে তিনি ‘কবর’ নাটক লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক কারাবন্দী অধ্যাপক মুনীর চৌধুরী। রাতে কারাগারের বাতি নিভিয়ে দেওয়া হলে লণ্ঠনের আলোয় সেই নাটকের প্রথম মঞ্চায়নও হয়েছিল ঢাকা কারাগারে। পরবর্তীতে এটি ভাষা আন্দোলন নিয়ে বাংলাদেশে মঞ্চায়িত হওয়া অন্যতম জনপ্রিয় নাটকে পরিণত হয়েছে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে নিহতদের মরদেহ পাকিস্তান সরকার গোপনে কবর দিতে চেয়েছিল। সে ঘটনাকে কেন্দ্র করে নাটকের কাহিনি এগিয়েছে।
‘গ্লাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তার আগেই বাংলাদেশের দর্শকেরা হলে বসে দেখার সুযোগ পাচ্ছেন।
১১ ঘণ্টা আগেসার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘ভয়াল’। ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি।
১৩ ঘণ্টা আগেবিভিন্ন দেশে প্রদর্শনীর পর এবার বাংলাদেশে দেখা যাবে চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিনেমা ‘পদাতিক’। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি।
১৩ ঘণ্টা আগেনাটক বানিয়েই জনপ্রিয়তা পেয়েছেন নির্মাতা মাহমুদ দিদার। নির্মাণ করেছেন ‘বিউটি সার্কাস’ নামের সিনেমা। ২০২২ সালে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানের সিনেমাটি। সিনেমার কাজে ব্যস্ত থাকায় নাটক থেকে দূরে ছিলেন অনেক দিন। আবারও তিনি ফিরছেন টেলিভিশনে। সম্প্রতি মাহমুদ দিদার নির্মাণ করেছেন ‘তোমাকে ভালোবাসার পর’ নামের
১৩ ঘণ্টা আগে