বেহুলা লখিন্দরে মজল হাজারো দর্শক

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১৮: ৫৬

মানিকগঞ্জে মঞ্চস্থ হয়েছে শত বছরে পুরোনো রূপ কাহিনি ‘বেহুলা লখিন্দর’। জেলার সিঙ্গাইরের বাউল কমপ্লেক্সের মধুর মঞ্চে গতকাল রাতে বেহুলা লখিন্দর নাটকটি মঞ্চস্থ হয়। নাট্যকার শাকিল আহমেদ সনেটের নির্দেশনায় মঞ্চায়িত এই নাটকটি কয়েক হাজার নারী-পুরুষ রাতভর উপভোগ করেন।

বিজয় গুপ্ত রচিত পদ্মাপুরাণের বেহুলা লখিন্দরের ঘটনা ধর্মীয় আবরণে বাইরে গিয়ে অসাম্প্রদায়িক বাঙালির চিরায়ত আখ্যান। মনসার দেবীত্ব পাওয়ার বাসনায় চাঁদ সওদাগরের সঙ্গে দ্বন্দ্ব। বেহুলা লখিন্দরের প্রেম এ নাটকের প্রবাহ।

নাটকে কলাকুশলী হিসেবে কাজ করেছে জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থী। প্রযোজনা সমন্বয়কারী ছিলেন, জেলা কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার।

মঞ্চস্থ হয়েছে ‘বেহুলা লখিন্দর’নাটক পরিবেশনার সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, ইউএনও দীপন দেবনাথ, ওসি সৈয়দ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সিংগাইর পৌর মেয়র আবু নাঈম বাশার প্রমুখ।

নির্দেশক শাকিল আহমেদ সনেট বলেন, ‘মানিকগঞ্জের ঐতিহ্যবাহী পালা আঙ্গিকে নাট্যরূপ প্রদান করার চেষ্টা করেছি। ঐতিহ্যের নির্যাস যেন দর্শকের হৃদয়ে পুরো নাটককে একটি নান্দনিক উপস্থাপনায় পরিণত করে সেটা আমাদের অভিপ্রায়। নাটকের কলাকুশলী সবাই শিক্ষানবিশ নাট্যশিল্পী। চিরায়ত বাংলা লোক গাঁথায় দর্শক চিত্তে নন্দনশৈলী তৈরি করেছে এতে আমরা সার্থক।’

মনসা চরিত্রের অভিনয় করেন, কৃষ্ণা সাহা, চাঁদ সওদাগর চরিত্রে জাহিদ হাসান সনাকা চরিত্রে জান্নাতুল ইসলাম আঁখি, বেহুলা-লাবনী সরকার, লখিন্দর-শরিফুল হক।

এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সিয়াম লালটু, শিলা আক্তার, ঐশী আক্তার, নয়ন বিন মিরাজ, ফারজানা, হৃদয় হাসান, জাহিদ হাসান তপু, আহসান ইসলাম, রাহুল, মো সবুজ, শরাফত সিকদার, কাজল আক্তার, সজনী আক্তার, জুথি, অনন্য খান ছোয়া, তামান্না খান তিথি, সামিয়া প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত