মীর রাকিব হাসান, ঢাকা
কিংবদন্তি অভিনেতা আলী যাকেরের স্মৃতিতে নির্মিত হয়েছে সংগ্রহশালা ‘বাতিঘর’। আজ তাঁর জন্মদিনে উন্মুক্ত হবে এ সংগ্রহশালা। একই দিনে ছেলে ইরেশ যাকেরেরও জন্মদিন। বাবাকে ছাড়া এবারই প্রথম জন্মদিন তাঁর। ইরেশের সঙ্গে কথা বলেছেন মীর রাকিব হাসান।মীর রাকিব হাসান
সংগ্রহশালায় কী কী থাকছে?
বাবার ব্যবহার্য জিনিসপত্র, তাঁর গ্রন্থ ও চিত্রকর্মের নানা অনুষঙ্গ সাজানো থাকবে। একই দিন উদ্বোধন হতে যাচ্ছে ওয়েবসাইটও। বনানীর এশিয়াটিক সেন্টারে স্থাপিত হয়েছে এটি। বাবা ওখানে অফিস করতেন। নিয়মিত বসতেন। ওই জায়গাটা বাবার স্মৃতিকেন্দ্র হিসেবে সংরক্ষণ করতে চাচ্ছি। বাবার কাছের মানুষ ও পরিবারের মানুষদের আমন্ত্রণ জানিয়েছি জায়গাটা দেখার জন্য।
সংগ্রহশালা কি সবার জন্য উন্মুক্ত হবে?
আগামীতে সবাইকে দেখার জন্য উন্মুক্ত করব। এখন বাবার কিছু বন্ধুবান্ধব বা পরিবারের সদস্য যাঁরা বেশ বয়স্ক, তাঁরা এখন ভিড়ের মধ্যে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাই আপাতত তাঁদের জন্য জায়গাটা উন্মুক্ত করছি। উদ্বোধনটা তাই একদম ঘরোয়াভাবে করছি। আমার বোন শ্রিয়ার আরও অনেক প্ল্যান রয়েছে। শ্রিয়া বলতে গেলে এই পুরো ব্যাপারটির উদ্যোক্তা। আমি আমার বাবার ফটোগ্রাফির বইটা ডিজাইন করছি। সামনে এটাও পাবলিশড করব।
আপনারও তো একই দিনে জন্মদিন…
করোনার আগে ঘটা করেই পরিবার নিয়ে বাবা-ছেলে জন্মদিন পালন করতাম। বাসায় বা অফিসে আমাদের জন্মদিন পালন হতো। বাবা মারা গেলেন গত জন্মদিনের কয়েক দিন পরই। হয়তো আমার জন্মদিন আর ওভাবে পালন করা হবে না।
বাবা-ছেলের একসঙ্গে সর্বশেষ জন্মদিনটি কেমন কেটেছিল?
গত বছর হুট করেই বাবাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি রতনপুর গিয়েছিলাম। ওখানে অনেকটা সময় কাটিয়েছি। এর তিন সপ্তাহ পরই বাবা মারা গেলেন। তখন চিকিৎসকেরা অলরেডি হাল ছেড়ে দিয়েছিলেন। বলছিলেন যে সময় খুব একটা বেশি নেই। সবাই বলছিল— ওনার শরীর খারাপ, ওনাকে এখন এই ধকল দিও না। আমি একরকম জোর করেই নিয়ে গেলাম। বাবা যে কী খুশি হয়েছিলেন! চলে যাওয়ার আগে রতনপুরটা দেখতে পেরেছেন এটাও আমার কাছে একটা তৃপ্তি। তিন ঘণ্টা যাওয়া-আসায় বাবার যতটা না কষ্ট হয়েছে তার চেয়ে অনেক বেশি প্রশান্তি পেয়েছিলেন।
বাবার মতো আপনারও ফটোগ্রাফির শখ আছে..
ফটোগ্রাফি তো করি। আমার প্ল্যান রয়েছে—বাবার স্মৃতিবিজড়িত যেসব জায়গা আছে, সেসব জায়গায় গিয়ে ছবি তুলব।
কিংবদন্তি অভিনেতা আলী যাকেরের স্মৃতিতে নির্মিত হয়েছে সংগ্রহশালা ‘বাতিঘর’। আজ তাঁর জন্মদিনে উন্মুক্ত হবে এ সংগ্রহশালা। একই দিনে ছেলে ইরেশ যাকেরেরও জন্মদিন। বাবাকে ছাড়া এবারই প্রথম জন্মদিন তাঁর। ইরেশের সঙ্গে কথা বলেছেন মীর রাকিব হাসান।মীর রাকিব হাসান
সংগ্রহশালায় কী কী থাকছে?
বাবার ব্যবহার্য জিনিসপত্র, তাঁর গ্রন্থ ও চিত্রকর্মের নানা অনুষঙ্গ সাজানো থাকবে। একই দিন উদ্বোধন হতে যাচ্ছে ওয়েবসাইটও। বনানীর এশিয়াটিক সেন্টারে স্থাপিত হয়েছে এটি। বাবা ওখানে অফিস করতেন। নিয়মিত বসতেন। ওই জায়গাটা বাবার স্মৃতিকেন্দ্র হিসেবে সংরক্ষণ করতে চাচ্ছি। বাবার কাছের মানুষ ও পরিবারের মানুষদের আমন্ত্রণ জানিয়েছি জায়গাটা দেখার জন্য।
সংগ্রহশালা কি সবার জন্য উন্মুক্ত হবে?
আগামীতে সবাইকে দেখার জন্য উন্মুক্ত করব। এখন বাবার কিছু বন্ধুবান্ধব বা পরিবারের সদস্য যাঁরা বেশ বয়স্ক, তাঁরা এখন ভিড়ের মধ্যে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাই আপাতত তাঁদের জন্য জায়গাটা উন্মুক্ত করছি। উদ্বোধনটা তাই একদম ঘরোয়াভাবে করছি। আমার বোন শ্রিয়ার আরও অনেক প্ল্যান রয়েছে। শ্রিয়া বলতে গেলে এই পুরো ব্যাপারটির উদ্যোক্তা। আমি আমার বাবার ফটোগ্রাফির বইটা ডিজাইন করছি। সামনে এটাও পাবলিশড করব।
আপনারও তো একই দিনে জন্মদিন…
করোনার আগে ঘটা করেই পরিবার নিয়ে বাবা-ছেলে জন্মদিন পালন করতাম। বাসায় বা অফিসে আমাদের জন্মদিন পালন হতো। বাবা মারা গেলেন গত জন্মদিনের কয়েক দিন পরই। হয়তো আমার জন্মদিন আর ওভাবে পালন করা হবে না।
বাবা-ছেলের একসঙ্গে সর্বশেষ জন্মদিনটি কেমন কেটেছিল?
গত বছর হুট করেই বাবাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি রতনপুর গিয়েছিলাম। ওখানে অনেকটা সময় কাটিয়েছি। এর তিন সপ্তাহ পরই বাবা মারা গেলেন। তখন চিকিৎসকেরা অলরেডি হাল ছেড়ে দিয়েছিলেন। বলছিলেন যে সময় খুব একটা বেশি নেই। সবাই বলছিল— ওনার শরীর খারাপ, ওনাকে এখন এই ধকল দিও না। আমি একরকম জোর করেই নিয়ে গেলাম। বাবা যে কী খুশি হয়েছিলেন! চলে যাওয়ার আগে রতনপুরটা দেখতে পেরেছেন এটাও আমার কাছে একটা তৃপ্তি। তিন ঘণ্টা যাওয়া-আসায় বাবার যতটা না কষ্ট হয়েছে তার চেয়ে অনেক বেশি প্রশান্তি পেয়েছিলেন।
বাবার মতো আপনারও ফটোগ্রাফির শখ আছে..
ফটোগ্রাফি তো করি। আমার প্ল্যান রয়েছে—বাবার স্মৃতিবিজড়িত যেসব জায়গা আছে, সেসব জায়গায় গিয়ে ছবি তুলব।
চার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৫ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১২ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১২ ঘণ্টা আগে