বিনোদন প্রতিবেদক, ঢাকা
মেগা ধারাবাহিক নাটকে অভিনয় করছেন ‘দেশা: দ্য লিডার’ ছবির নায়ক শিপন মিত্র। আজ থেকে একুশে টেলিভিশনে শুরু হচ্ছে ‘নাটাই ঘুড়ি’ নামের নতুন ধারাবাহিক। এর অন্যতম চরিত্রে অভিনয় করছেন শিপন। রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। ধারাবাহিকটি প্রচার হবে আজ থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টিভিতে।
নাট্যকার রেজাউর রহমান রিজভী জানিয়েছেন, ধারাবাহিকটির গল্প তৈরি হয়েছে সাতজন ছেলেমেয়ের বন্ধুত্ব ঘিরে। প্রেম কিংবা ভালোবাসার বাইরেও যে জীবনের আরও অনেক গল্প থাকে, থাকে নানা টানাপোড়েন–সেটাই এই নাটকের উপজীব্য। গল্পের প্রয়োজনেই নাটকের বিভিন্ন পর্বে নতুন নতুন চরিত্রের আবির্ভাব ঘটেছে।
নির্মাতা এমদাদুল হক খান জানিয়েছেন, অর্ধশতাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন এই ধারাবাহিকে। শুটিং হয়েছে চারটি ভিন্ন ভিন্ন শুটিং হাউসে। ‘নাটাই ঘুড়ি’র টাইটেল সং লিখেছেন হাফসা আলম, সুর ও সংগীত করেছেন অমিত চট্টোপাধ্যায় আর কণ্ঠ দিয়েছেন বি. জামান সুজন।
ফাইয়াজ কমিউনিকেশনের প্রযোজনায় মেগা ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, আবদুল আজিজ, মাসুম বাশার, মিলি বাশার, অরিন, আশিক চৌধুরী, মৌমিতা মৌ, রেশমী, এলিনা শাম্মী, ইমরান, নাবিলা ইসলাম, রাইসা রিয়া, শিল্পী সরকার অপু প্রমুখ।
ধারাবাহিকটির পর্ব পরিচালনা করছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।
মেগা ধারাবাহিক নাটকে অভিনয় করছেন ‘দেশা: দ্য লিডার’ ছবির নায়ক শিপন মিত্র। আজ থেকে একুশে টেলিভিশনে শুরু হচ্ছে ‘নাটাই ঘুড়ি’ নামের নতুন ধারাবাহিক। এর অন্যতম চরিত্রে অভিনয় করছেন শিপন। রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। ধারাবাহিকটি প্রচার হবে আজ থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টিভিতে।
নাট্যকার রেজাউর রহমান রিজভী জানিয়েছেন, ধারাবাহিকটির গল্প তৈরি হয়েছে সাতজন ছেলেমেয়ের বন্ধুত্ব ঘিরে। প্রেম কিংবা ভালোবাসার বাইরেও যে জীবনের আরও অনেক গল্প থাকে, থাকে নানা টানাপোড়েন–সেটাই এই নাটকের উপজীব্য। গল্পের প্রয়োজনেই নাটকের বিভিন্ন পর্বে নতুন নতুন চরিত্রের আবির্ভাব ঘটেছে।
নির্মাতা এমদাদুল হক খান জানিয়েছেন, অর্ধশতাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন এই ধারাবাহিকে। শুটিং হয়েছে চারটি ভিন্ন ভিন্ন শুটিং হাউসে। ‘নাটাই ঘুড়ি’র টাইটেল সং লিখেছেন হাফসা আলম, সুর ও সংগীত করেছেন অমিত চট্টোপাধ্যায় আর কণ্ঠ দিয়েছেন বি. জামান সুজন।
ফাইয়াজ কমিউনিকেশনের প্রযোজনায় মেগা ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, আবদুল আজিজ, মাসুম বাশার, মিলি বাশার, অরিন, আশিক চৌধুরী, মৌমিতা মৌ, রেশমী, এলিনা শাম্মী, ইমরান, নাবিলা ইসলাম, রাইসা রিয়া, শিল্পী সরকার অপু প্রমুখ।
ধারাবাহিকটির পর্ব পরিচালনা করছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।
বিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৩০ মিনিট আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
২ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৬ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১৩ ঘণ্টা আগে