বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাভিশনের বিশেষ একক নাটক ‘রতন মুক্তা’। প্রচারিত হবে বাংলাভিশনে শুক্রবার (৪ মার্চ) রাত ৯টা ৫মিনিটে। ইসমত আরা চৌধুরী শান্তির রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, অহনা, শিল্পী সরকার অপু, খালেকুজ্জামান, শিরিন বকুল, আনোয়ার হোসেন, ডা. শামস, রিফাত, শিশুশিল্পী মাহি ও আরো অনেকে।
একক নাটক প্রচার সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘প্রতি সপ্তাহে বাংলাভিশনে ৫টি একক নাটক প্রচার হয়। ভালো সাড়া পাচ্ছি। এই নাটকের গল্পটি বেশ ভালো। প্রেম, ভালোবাসা, মানবিক সম্পর্ক ও আবেগ জড়িত। আশা করি, দর্শকের ভালো লাগবে।’
গল্পে দেখা যাবে গ্রামের চেয়ারম্যান খালেকুজ্জামান। এলাকার মানুষের উন্নয়নের কথা সব সময় চিন্তা করেন। তার দুই মেয়ে। মুক্তা ও মালা। পাশের গ্রামের শিক্ষিত, সৎ ও ভালো ছেলে রতন। চরিত্রটি করছেন নিলয়। তার বাবার বোনের কাছে সে বড় হয়েছে। চেয়ারম্যান তাকে অফিসের ও বাসার কাজের জন্য রেখেছেন। চেয়ারম্যান সাহেব-এর বড় মেয়ে মুক্তা রতনকে ভালোবাসে। কিন্তু রতন প্রেমের সম্পর্কে জড়াতে চায় না। সে বলে, চেয়ারম্যান সাহেব তাকে বিশ্বাস করেন। তাঁর মেয়েকে বিয়ে করলে সারা জীবন তিনি কষ্ট পাবেন।
এর মধ্যে খবর আসে, চেয়ারম্যান তার বন্ধুর ছেলের সাথে মুক্তার বিয়ে দিতে চান। তখন মুক্তা রতনকে নিয়ে পালিয়ে বিয়ে করে। তারা রতনের বন্ধুর বাসায় গিয়ে বসবাস শুরু করে। মুক্তা ছেলে সন্তানের জন্ম দেয়। চেয়ারম্যান সাহেব কি মেনে নেবে তাদের বিয়ে ও নাতী মানিককে। কী হবে? জানা যাবে নাটকের শেষে।
বাংলাভিশনের বিশেষ একক নাটক ‘রতন মুক্তা’। প্রচারিত হবে বাংলাভিশনে শুক্রবার (৪ মার্চ) রাত ৯টা ৫মিনিটে। ইসমত আরা চৌধুরী শান্তির রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, অহনা, শিল্পী সরকার অপু, খালেকুজ্জামান, শিরিন বকুল, আনোয়ার হোসেন, ডা. শামস, রিফাত, শিশুশিল্পী মাহি ও আরো অনেকে।
একক নাটক প্রচার সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘প্রতি সপ্তাহে বাংলাভিশনে ৫টি একক নাটক প্রচার হয়। ভালো সাড়া পাচ্ছি। এই নাটকের গল্পটি বেশ ভালো। প্রেম, ভালোবাসা, মানবিক সম্পর্ক ও আবেগ জড়িত। আশা করি, দর্শকের ভালো লাগবে।’
গল্পে দেখা যাবে গ্রামের চেয়ারম্যান খালেকুজ্জামান। এলাকার মানুষের উন্নয়নের কথা সব সময় চিন্তা করেন। তার দুই মেয়ে। মুক্তা ও মালা। পাশের গ্রামের শিক্ষিত, সৎ ও ভালো ছেলে রতন। চরিত্রটি করছেন নিলয়। তার বাবার বোনের কাছে সে বড় হয়েছে। চেয়ারম্যান তাকে অফিসের ও বাসার কাজের জন্য রেখেছেন। চেয়ারম্যান সাহেব-এর বড় মেয়ে মুক্তা রতনকে ভালোবাসে। কিন্তু রতন প্রেমের সম্পর্কে জড়াতে চায় না। সে বলে, চেয়ারম্যান সাহেব তাকে বিশ্বাস করেন। তাঁর মেয়েকে বিয়ে করলে সারা জীবন তিনি কষ্ট পাবেন।
এর মধ্যে খবর আসে, চেয়ারম্যান তার বন্ধুর ছেলের সাথে মুক্তার বিয়ে দিতে চান। তখন মুক্তা রতনকে নিয়ে পালিয়ে বিয়ে করে। তারা রতনের বন্ধুর বাসায় গিয়ে বসবাস শুরু করে। মুক্তা ছেলে সন্তানের জন্ম দেয়। চেয়ারম্যান সাহেব কি মেনে নেবে তাদের বিয়ে ও নাতী মানিককে। কী হবে? জানা যাবে নাটকের শেষে।
ধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
৩২ মিনিট আগে‘বউ’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির মহরত অনুষ্ঠানে আলাপকালে নিজের বিয়ে নিয়েও কথা বলেন ববি। জানালেন সব ছেলেরাই নাকি ভয় পায় তাঁকে।
৪ ঘণ্টা আগেএক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৯ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৯ ঘণ্টা আগে