বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনেতা চঞ্চল চৌধুরীর একমাত্র ছেলের নাম শুদ্ধ। বয়স ১২ বছর চলছে। পড়ে ক্লাস সিক্সে। বাবা চঞ্চল অভিনয়, গান দুটোই করেন। তবে ছোটবেলা থেকে গানের প্রতিই শুদ্ধর আকর্ষণ ছিল বেশি। বেশ আগে ইউটিউবে ছেলের গাওয়া কয়েকটি গান প্রকাশ করেছিলেন চঞ্চল চৌধুরী। সেগুলোর প্রশংসা করেছেন অনেকেই।
চঞ্চলপুত্র শুদ্ধ এবার অভিনয়েও এল। বৃন্দাবন দাসের লেখা ‘সুশীল ফেমেলি’ নাটকে অভিনয় দিয়ে শুরু হলো শুদ্ধর অভিনয়জীবন। বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ব্যাপারটা আহামরি কিছু না। নাটকের শুটিং দেখতে পুবাইলে গিয়েছিল। সাথে ওর মা-ও ছিল। ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট একটা সিকোয়েন্সে অভিনয় করেছে।’
পরিকল্পনা করে শুদ্ধর অভিনয় শুরু না হলেও অভিনয়ের প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ আছে বলে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে। তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে।’
‘সুশীল ফেমেলি’ নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ঈদে গাজী টিভিতে প্রচারিত হবে নাটকটি।
চঞ্চল চৌধুরী সম্পর্কিত পড়ুন:
অভিনেতা চঞ্চল চৌধুরীর একমাত্র ছেলের নাম শুদ্ধ। বয়স ১২ বছর চলছে। পড়ে ক্লাস সিক্সে। বাবা চঞ্চল অভিনয়, গান দুটোই করেন। তবে ছোটবেলা থেকে গানের প্রতিই শুদ্ধর আকর্ষণ ছিল বেশি। বেশ আগে ইউটিউবে ছেলের গাওয়া কয়েকটি গান প্রকাশ করেছিলেন চঞ্চল চৌধুরী। সেগুলোর প্রশংসা করেছেন অনেকেই।
চঞ্চলপুত্র শুদ্ধ এবার অভিনয়েও এল। বৃন্দাবন দাসের লেখা ‘সুশীল ফেমেলি’ নাটকে অভিনয় দিয়ে শুরু হলো শুদ্ধর অভিনয়জীবন। বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ব্যাপারটা আহামরি কিছু না। নাটকের শুটিং দেখতে পুবাইলে গিয়েছিল। সাথে ওর মা-ও ছিল। ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট একটা সিকোয়েন্সে অভিনয় করেছে।’
পরিকল্পনা করে শুদ্ধর অভিনয় শুরু না হলেও অভিনয়ের প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ আছে বলে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে। তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে।’
‘সুশীল ফেমেলি’ নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ঈদে গাজী টিভিতে প্রচারিত হবে নাটকটি।
চঞ্চল চৌধুরী সম্পর্কিত পড়ুন:
চার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৫ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১১ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১২ ঘণ্টা আগে