বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাবু মহল্লার খুব জনপ্রিয় একটি নাম, তবে সে কোন মহৎ কাজ করে মহল্লায় জনপ্রিয় হয়নি। মহল্লার প্রায় সব বাসাতেই সাবলেট ভাড়া থেকে সবার কাছে পরিচিত হয়েছে। বাবু এক বাসায় বেশি দিন থাকতে পারেনা। বাবু বাসায় উঠার পর এমন আচরন করা শুরু করে বাসার অন্যান্যদের সঙ্গে, লোকজনদের সাথে মনে হয় যেন এটা তার নিজের বাসা আর বাসার অন্য ভাড়াটিয়া তার ভাই, বোন, বন্ধু ,বউ এমনকি প্রেমিকা। এমন একটি চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির। নাটকের নাম ‘সাবলেট বাবু’। রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকটি শিগগিরই দেখা যাবে আরটিভির পর্দায়।
গল্পে দেখা যাবে, মাহি স্বল্প বেতনের চাকরি করে। মাহির সমস্যা হলো সে সাধারণ কোন বাসায় থাকতে পারেনা, চাকরিটা স্বল্প বেতনের হলেও সে ভালো বাসায় থাকবে, সেজন্য তার বাসা ভাড়া সামলাতে হিমশিম খেতে হয়, তার পরিবার ঠিক করলো তাদের যে রুমটি খালি থাকে তা সাবলেটে ভাড়া দিয়ে দিবে। কথামত মাহি সাবলেটের লিফলেট লাগিয়ে দেয়। মাহির চরিত্রটি করছেন উর্মিলা শ্রাবন্তী কর।
মাহির লিফলেট দেখেই বাবু পরের দিন বাসায় এসে হাজির, বাবু সাবলেট রুমটি ভাড়া নিতে চায়। তাড়াতাড়ি ভাড়াটিয়া পেয়ে খুশি মাহির পরিবার। এরপর থেকে বাবু মাহির বাসায় থাকা শুরু করবে। এভাবেই গল্প এগিয়ে যাবে।
নাটকটিতে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশারসহ আরো অনেকে।
বাবু মহল্লার খুব জনপ্রিয় একটি নাম, তবে সে কোন মহৎ কাজ করে মহল্লায় জনপ্রিয় হয়নি। মহল্লার প্রায় সব বাসাতেই সাবলেট ভাড়া থেকে সবার কাছে পরিচিত হয়েছে। বাবু এক বাসায় বেশি দিন থাকতে পারেনা। বাবু বাসায় উঠার পর এমন আচরন করা শুরু করে বাসার অন্যান্যদের সঙ্গে, লোকজনদের সাথে মনে হয় যেন এটা তার নিজের বাসা আর বাসার অন্য ভাড়াটিয়া তার ভাই, বোন, বন্ধু ,বউ এমনকি প্রেমিকা। এমন একটি চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির। নাটকের নাম ‘সাবলেট বাবু’। রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকটি শিগগিরই দেখা যাবে আরটিভির পর্দায়।
গল্পে দেখা যাবে, মাহি স্বল্প বেতনের চাকরি করে। মাহির সমস্যা হলো সে সাধারণ কোন বাসায় থাকতে পারেনা, চাকরিটা স্বল্প বেতনের হলেও সে ভালো বাসায় থাকবে, সেজন্য তার বাসা ভাড়া সামলাতে হিমশিম খেতে হয়, তার পরিবার ঠিক করলো তাদের যে রুমটি খালি থাকে তা সাবলেটে ভাড়া দিয়ে দিবে। কথামত মাহি সাবলেটের লিফলেট লাগিয়ে দেয়। মাহির চরিত্রটি করছেন উর্মিলা শ্রাবন্তী কর।
মাহির লিফলেট দেখেই বাবু পরের দিন বাসায় এসে হাজির, বাবু সাবলেট রুমটি ভাড়া নিতে চায়। তাড়াতাড়ি ভাড়াটিয়া পেয়ে খুশি মাহির পরিবার। এরপর থেকে বাবু মাহির বাসায় থাকা শুরু করবে। এভাবেই গল্প এগিয়ে যাবে।
নাটকটিতে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশারসহ আরো অনেকে।
চার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৫ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১২ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১২ ঘণ্টা আগে