বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০১৩ সালের নভেম্বরে মুক্তি পায় দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’। ছবিটির মাধ্যমে ঢালিউডে পা রাখেন আইরিন সুলতানা। এর আগে তিনি মডেলিং করতেন। চলচ্চিত্রে এসে একের পর এক প্রশংসিত কাজ দিয়ে প্রযোজক-নির্মাতা-দর্শকদের আস্থা অর্জন করেছেন।
এ মাসের শুরুর দিকে নতুন দুই ছবির খবর দিয়েছিলেন আইরিন সুলতানা। মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদ মাঝারে তুমি’ ও জেসমিন নদীর ‘চৈত্র দুপুর’। দুটি ছবির শুটিং প্রায় শেষ।
আরও একটি ছবিতে যুক্ত হয়েছেন আইরিন। নাম ‘কাগজ দ্য পেপার’। আইরিন বলেন, ‘এতে আমার চরিত্রটি খানিকটা রহস্যময়। ছবির গল্প এক লেখকের ফিলোসফি থেকে তৈরি। ড্রামা, রিভেঞ্জ, থ্রিল—সবকিছুর সমন্বয় আছে গল্পে।’
‘কাগজ দ্য পেপার’ ছবিতে আইরিনের নায়ক ইমন। ছবিটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি হচ্ছেন ইমন-আইরিন। এর আগে তাঁরা ‘আকাশমহল’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
আইরিন জানিয়েছেন, ‘কাগজ দ্য পেপার’–এর শুটিং হওয়ার কথা ছিল ঈদের পরেই, কিন্তু লকডাউনের কারণে পিছিয়েছে কাজ। চলমান লকডাউন শেষ হলেই নতুন শিডিউল করে শুরু হবে ‘কাগজ’–এর শুটিং। ছবির বেশির ভাগ শুটিং হবে ঢাকার বাইরে। প্রাথমিকভাবে রংপুরের বেশ কিছু লোকেশন ঠিক করে রেখেছেন নির্মাতা।
‘কাগজ দ্য পেপার’ বানাচ্ছেন জুলফিকার জাহেদী। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানোর জন্যই তৈরি হচ্ছে ছবিটি। ইমন–আইরিন ছাড়া এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক ও শিশির আহমেদ।
২০১৩ সালের নভেম্বরে মুক্তি পায় দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’। ছবিটির মাধ্যমে ঢালিউডে পা রাখেন আইরিন সুলতানা। এর আগে তিনি মডেলিং করতেন। চলচ্চিত্রে এসে একের পর এক প্রশংসিত কাজ দিয়ে প্রযোজক-নির্মাতা-দর্শকদের আস্থা অর্জন করেছেন।
এ মাসের শুরুর দিকে নতুন দুই ছবির খবর দিয়েছিলেন আইরিন সুলতানা। মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদ মাঝারে তুমি’ ও জেসমিন নদীর ‘চৈত্র দুপুর’। দুটি ছবির শুটিং প্রায় শেষ।
আরও একটি ছবিতে যুক্ত হয়েছেন আইরিন। নাম ‘কাগজ দ্য পেপার’। আইরিন বলেন, ‘এতে আমার চরিত্রটি খানিকটা রহস্যময়। ছবির গল্প এক লেখকের ফিলোসফি থেকে তৈরি। ড্রামা, রিভেঞ্জ, থ্রিল—সবকিছুর সমন্বয় আছে গল্পে।’
‘কাগজ দ্য পেপার’ ছবিতে আইরিনের নায়ক ইমন। ছবিটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি হচ্ছেন ইমন-আইরিন। এর আগে তাঁরা ‘আকাশমহল’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
আইরিন জানিয়েছেন, ‘কাগজ দ্য পেপার’–এর শুটিং হওয়ার কথা ছিল ঈদের পরেই, কিন্তু লকডাউনের কারণে পিছিয়েছে কাজ। চলমান লকডাউন শেষ হলেই নতুন শিডিউল করে শুরু হবে ‘কাগজ’–এর শুটিং। ছবির বেশির ভাগ শুটিং হবে ঢাকার বাইরে। প্রাথমিকভাবে রংপুরের বেশ কিছু লোকেশন ঠিক করে রেখেছেন নির্মাতা।
‘কাগজ দ্য পেপার’ বানাচ্ছেন জুলফিকার জাহেদী। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানোর জন্যই তৈরি হচ্ছে ছবিটি। ইমন–আইরিন ছাড়া এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক ও শিশির আহমেদ।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৩ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১০ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১০ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
১০ ঘণ্টা আগে