আজ জাতীয় চলচ্চিত্র দিবসে বিএফডিসিতে যা থাকছে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ১০: ৪০
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১০: ৫৭

আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এই দিনকে স্মরণ করে ২০১২ সাল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস উদ্‌যাপন করা হয়। এবারও নানা আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্র দিবস উদ্‌যাপনের বিভিন্ন আয়োজন থাকছে। 

চলচ্চিত্র দিবসে বিএফডিসির আঙিনা সাজানো হয়েছে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন টানানোসহ প্রবেশদ্বার নির্মাণ, রঙিন নেট ও আলোকসজ্জার আয়োজন হয়েছে। 

এবারের চলচ্চিত্র দিবসের মূল প্রতিপাদ্য হলো ‘দেশীয় চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’। 

চলচ্চিত্র দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। 

বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া জানান, পবিত্র রমজান মাসের কারণে বিএফডিসিতে জমকালো আয়োজন না থাকলেও সকাল ১০টায় র‍্যালির মাধ্যমে আয়োজন শুরু হবে। 

উদ্বোধনী অনুষ্ঠান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত