বিনোদন ডেস্ক
সর্বকালের সেরা চলচ্চিত্র বাছাইয়ে সম্প্রতি একটি জরিপ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস। জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্রের তকমা জিতেছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সেরা ১০টি চলচ্চিত্রের তালিকা তৈরি করেছে সংস্থাটি।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস ইন্ডিয়া চ্যাপ্টারের একটি সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জরিপটি গোপনে পরিচালিত হয়। জুরি বোর্ডের সদস্য ছিলেন ৩০ জন।
১৯২৯ সালে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের বাংলা উপন্যাসের ওপর ভিত্তি করে ‘পথের পাঁচালী’ নির্মাণ করেন বাঙালি পরিচালক সত্যজিৎ রায়। মূলত এই চলচ্চিত্রের মাধ্যমেই তাঁর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। এতে অভিনয় করেন—সুবীর ব্যানার্জি, কানু ব্যানার্জি, করুণা ব্যানার্জি, উমা দাশগুপ্ত, পিনাকী সেনগুপ্ত এবং চুনিবালা দেবী। ১৯৫৫ সালে মুক্তি পায় পথের পাঁচালী।
জরিপে সেরা ১০ চলচ্চিত্রের তালিকায় স্থান পাওয়া অন্যগুলো হলো—১৯৬০ সালে মুক্তি পাওয়া ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ (বাংলা), ১৯৬৯ সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের ‘ভুবন শোম’ (হিন্দি), ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত আদুর গোপালকৃষ্ণনের ‘এলিপ্পাথায়ম’ (মালায়লাম), ১৯৭৭ সালে গিরিশ কাসারভাল্লির ‘ঘাটাশ্রদ্ধা’ (কন্নড়), এমএস সাথুর ১৯৭৩ সালের চলচ্চিত্র ‘গরম হাওয়া’ (হিন্দি), ১৯ ৬৪ সালে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘চারুলতা’ (বাংলা), শ্যাম বেনেগালের ১৯৭৪ সালের চলচ্চিত্র ‘অঙ্কুর’ (হিন্দি), ১৯৫৪ সালের গুরু দত্তের চলচ্চিত্র ‘পিয়াসা’ (হিন্দি) এবং ১৯৭৪ সালে মুক্তি পাওয়া রমেশ সিপ্পি পরিচালিত ব্লকবাস্টার হিন্দি ছবি ‘শোলে’।
সর্বকালের সেরা চলচ্চিত্র বাছাইয়ে সম্প্রতি একটি জরিপ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস। জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্রের তকমা জিতেছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সেরা ১০টি চলচ্চিত্রের তালিকা তৈরি করেছে সংস্থাটি।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস ইন্ডিয়া চ্যাপ্টারের একটি সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জরিপটি গোপনে পরিচালিত হয়। জুরি বোর্ডের সদস্য ছিলেন ৩০ জন।
১৯২৯ সালে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের বাংলা উপন্যাসের ওপর ভিত্তি করে ‘পথের পাঁচালী’ নির্মাণ করেন বাঙালি পরিচালক সত্যজিৎ রায়। মূলত এই চলচ্চিত্রের মাধ্যমেই তাঁর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। এতে অভিনয় করেন—সুবীর ব্যানার্জি, কানু ব্যানার্জি, করুণা ব্যানার্জি, উমা দাশগুপ্ত, পিনাকী সেনগুপ্ত এবং চুনিবালা দেবী। ১৯৫৫ সালে মুক্তি পায় পথের পাঁচালী।
জরিপে সেরা ১০ চলচ্চিত্রের তালিকায় স্থান পাওয়া অন্যগুলো হলো—১৯৬০ সালে মুক্তি পাওয়া ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ (বাংলা), ১৯৬৯ সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের ‘ভুবন শোম’ (হিন্দি), ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত আদুর গোপালকৃষ্ণনের ‘এলিপ্পাথায়ম’ (মালায়লাম), ১৯৭৭ সালে গিরিশ কাসারভাল্লির ‘ঘাটাশ্রদ্ধা’ (কন্নড়), এমএস সাথুর ১৯৭৩ সালের চলচ্চিত্র ‘গরম হাওয়া’ (হিন্দি), ১৯ ৬৪ সালে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘চারুলতা’ (বাংলা), শ্যাম বেনেগালের ১৯৭৪ সালের চলচ্চিত্র ‘অঙ্কুর’ (হিন্দি), ১৯৫৪ সালের গুরু দত্তের চলচ্চিত্র ‘পিয়াসা’ (হিন্দি) এবং ১৯৭৪ সালে মুক্তি পাওয়া রমেশ সিপ্পি পরিচালিত ব্লকবাস্টার হিন্দি ছবি ‘শোলে’।
বিনোদন জগতে একের পর এক বিচ্ছেদের খবর। ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সম্প্রতি এ আর রহমান এবং তার স্ত্রী সাইরা বানু বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তাঁর স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দ
১ ঘণ্টা আগেতারকাদের বিচ্ছেদের খবর সব সময় আগ্রহ এবং উদ্বেগের বিষয়। বেশ কিছুদিন ধরে চর্চায় ছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা নাগা চৈতন্য। অভিনেত্রী সামান্থার সঙ্গে বিচ্ছেদ হয়েছে বহু আগেই। তবে নতুন করে বিয়ে পিঁড়িতে বসার খবরে আবারও আলোচনায় এই জুটি। সম্প্রতি. .
৩ ঘণ্টা আগেঅস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর (আল্লাহ রাকা) রহমানের ৩০ বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানাপোড়েন ও জটিলতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের বিষয়টি এক বিবৃতির...
৮ ঘণ্টা আগেনয়নতারার অভিযোগের পর থেকে চুপ ছিলেন ধানুশ। ১৮ নভেম্বর নেটফ্লিক্সে তথ্যচিত্রটি আসার পর নড়েচড়ে বসেছেন। এবারও নিজে মুখ খুললেন না, কড়া বার্তা পাঠালেন আইনজীবীর মাধ্যমে। ২৪ ঘণ্টার মধ্যে নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন ধানুশের আইনজীবী।
২১ ঘণ্টা আগে