বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার ‘হাওয়া’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গত মঙ্গলবার (৩১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।
এবারের পুরস্কারের আগে আরও দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী। একটি ‘মনপুরা’, অন্যটি ‘আয়নাবাজি’ সিনেমার জন্য। এবার নিয়ে চঞ্চলের জাতীয় পুরস্কারের সংখ্যা হবে তিনটি।
তৃতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুভূতি জানিয়ে চঞ্চল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘হাওয়া সিনেমার প্রস্তুতি থেকে শুরু করে নির্মাণ, এমনকি এরপর দেশব্যাপী চলচ্চিত্রটির প্রচারে পুরো টিম বেশ পরিশ্রম করেছে। আর এই পুরস্কারের আগে আমি চলচ্চিত্রটি থেকে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি তা আমার কাছে পুরস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ।’
পুরস্কার ঘোষণার পরদিনই চঞ্চল ধরেছেন যুক্তরাজ্যের বিমান। লন্ডনে শুরু হতে যাওয়া লন্ডন-ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে আজ বুধবার ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে শহরটির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। চঞ্চল সৃজিতের পরিচালনায় অভিনয় করেছেন ‘পদাতিক’ চলচ্চিত্রে। ছবিটি এই উৎসবে দেখানো হবে।
২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার ‘হাওয়া’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গত মঙ্গলবার (৩১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।
এবারের পুরস্কারের আগে আরও দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী। একটি ‘মনপুরা’, অন্যটি ‘আয়নাবাজি’ সিনেমার জন্য। এবার নিয়ে চঞ্চলের জাতীয় পুরস্কারের সংখ্যা হবে তিনটি।
তৃতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুভূতি জানিয়ে চঞ্চল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘হাওয়া সিনেমার প্রস্তুতি থেকে শুরু করে নির্মাণ, এমনকি এরপর দেশব্যাপী চলচ্চিত্রটির প্রচারে পুরো টিম বেশ পরিশ্রম করেছে। আর এই পুরস্কারের আগে আমি চলচ্চিত্রটি থেকে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি তা আমার কাছে পুরস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ।’
পুরস্কার ঘোষণার পরদিনই চঞ্চল ধরেছেন যুক্তরাজ্যের বিমান। লন্ডনে শুরু হতে যাওয়া লন্ডন-ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে আজ বুধবার ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে শহরটির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। চঞ্চল সৃজিতের পরিচালনায় অভিনয় করেছেন ‘পদাতিক’ চলচ্চিত্রে। ছবিটি এই উৎসবে দেখানো হবে।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
১ মিনিট আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৭ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৭ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৭ ঘণ্টা আগে