বিনোদন প্রতিবেদক, ঢাকা
গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ ২৭ বিভাগে ৩৩ শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের মতো শিল্পী ও কলাকুশলী এবারই প্রথম পুরস্কারটি পাচ্ছেন।
চলচ্চিত্রে তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আফসানা মিমি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পাপ পুণ্য সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছেন তিনি। এ ছাড়া প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন পরাণ সিনেমার ‘ধীরে ধীরে তোর স্বপ্নে’ গানের গীতিকার রবিউল ইসলাম জীবন।
প্রথমবার পুরস্কার পাওয়ায় রবিউল ইসলাম জীবন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘মহান রাব্বুল আল-আমিনের কৃপায়, মায়ের দোয়া, পরিবারের অকুণ্ঠ সমর্থন এবং আপনাদের সবার অসীম ভালোবাসায় আমি ‘পরাণ’ সিনেমার ‘ধীরে ধীরে’ গানটির জন্য ২০২২ সালের শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। সিনেমাটির পরিচালক রায়হান রাফী, গানটির সুরকার ও সংগীত পরিচালক বন্ধু ইমন চৌধুরী, গায়িকা (ইমনের সঙ্গে দ্বৈত) লুইপা, পর্দার অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান এবং এই সিনেমার সঙ্গে যুক্ত সবাই এই প্রাপ্তির অংশীদার বলে মনে করছি। ইমন চৌধুরীর ম্যাজিকাল সুর-সংগীত ছাড়া এই গানটি কখনো পূর্ণতা পেত না। নানান রঙে আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে মানুষটি। তার প্রতি আজন্ম ধন্যবাদ।’
জীবন আরও লিখেছেন, ‘সম্মানিত জুরিবোর্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় যে মানুষগুলো নানাভাবে আমাকে সাহায্য করেছেন, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’
এর বাইরে তরুণদের মধ্যে গায়িকা আতিয়া আনিসা প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন; পায়ের ছাপ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য পুরস্কারটি পাচ্ছেন তিনি। পুরস্কার ঘোষণার পর আনিসা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আম্মু-আব্বুর দোয়া এবং আপনাদের সবার অসীম ভালোবাসায় আমি ‘‘পায়ের ছাপ’’ সিনেমার ‘‘এই শহরের পথে পথ’’ গানটির জন্য ২০২২ সালের শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। এই ছোট্ট জীবনে রাষ্ট্রীয়ভাবে এত বড় এবং উচ্চ সম্মানের এই সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত।’
‘গলুই’ সিনেমার প্রযোজক ও কাহিনিকার খোরশেদ আলম খসরুও প্রথমবার চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। আলোচিত অভিনেতা নাসির উদ্দিন খানও প্রথমবার পরাণ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন। ক্যারিয়ারের প্রথম সিনেমা কুড়া পক্ষীর শূন্যে উড়া নির্মাণ করে যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন নির্মাতা মুহাম্মদ আবদুল কাইউম, শ্রেষ্ঠ চিত্রনাট্যকারও হচ্ছেন তিনি।
আরও যাঁরা প্রথমবার চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন, তাঁরা হলেন শিমু সিনেমার অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু ও তানসিনা শাওন (পোশাক ও সাজসজ্জা), অপারেশন সুন্দরবন সিনেমার কৌতুক অভিনেতা দিপু ইমাম ও রূপসজ্জাশিল্পী খোকন মোল্লা, রোহিঙ্গা সিনেমার শিল্পনির্দেশক হিমাদ্রি বড়ুয়া এবং দুই শিশুশিল্পী ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূন্যে উড়া) ও বৃষ্টি আক্তার (রোহিঙ্গা)।
উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে কুড়া পক্ষীর শূন্যে উড়া ও পরাণ। শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। আজীবন সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা কামরুল আলম খান খসরু ও চিত্রনায়িকা রোজিনা।
আগামী ১৪ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী শিল্পীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে সাংস্কৃতিক পরিবেশনাও থাকছে।
গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ ২৭ বিভাগে ৩৩ শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের মতো শিল্পী ও কলাকুশলী এবারই প্রথম পুরস্কারটি পাচ্ছেন।
চলচ্চিত্রে তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আফসানা মিমি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পাপ পুণ্য সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছেন তিনি। এ ছাড়া প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন পরাণ সিনেমার ‘ধীরে ধীরে তোর স্বপ্নে’ গানের গীতিকার রবিউল ইসলাম জীবন।
প্রথমবার পুরস্কার পাওয়ায় রবিউল ইসলাম জীবন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘মহান রাব্বুল আল-আমিনের কৃপায়, মায়ের দোয়া, পরিবারের অকুণ্ঠ সমর্থন এবং আপনাদের সবার অসীম ভালোবাসায় আমি ‘পরাণ’ সিনেমার ‘ধীরে ধীরে’ গানটির জন্য ২০২২ সালের শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। সিনেমাটির পরিচালক রায়হান রাফী, গানটির সুরকার ও সংগীত পরিচালক বন্ধু ইমন চৌধুরী, গায়িকা (ইমনের সঙ্গে দ্বৈত) লুইপা, পর্দার অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান এবং এই সিনেমার সঙ্গে যুক্ত সবাই এই প্রাপ্তির অংশীদার বলে মনে করছি। ইমন চৌধুরীর ম্যাজিকাল সুর-সংগীত ছাড়া এই গানটি কখনো পূর্ণতা পেত না। নানান রঙে আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে মানুষটি। তার প্রতি আজন্ম ধন্যবাদ।’
জীবন আরও লিখেছেন, ‘সম্মানিত জুরিবোর্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় যে মানুষগুলো নানাভাবে আমাকে সাহায্য করেছেন, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’
এর বাইরে তরুণদের মধ্যে গায়িকা আতিয়া আনিসা প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন; পায়ের ছাপ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য পুরস্কারটি পাচ্ছেন তিনি। পুরস্কার ঘোষণার পর আনিসা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আম্মু-আব্বুর দোয়া এবং আপনাদের সবার অসীম ভালোবাসায় আমি ‘‘পায়ের ছাপ’’ সিনেমার ‘‘এই শহরের পথে পথ’’ গানটির জন্য ২০২২ সালের শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। এই ছোট্ট জীবনে রাষ্ট্রীয়ভাবে এত বড় এবং উচ্চ সম্মানের এই সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত।’
‘গলুই’ সিনেমার প্রযোজক ও কাহিনিকার খোরশেদ আলম খসরুও প্রথমবার চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। আলোচিত অভিনেতা নাসির উদ্দিন খানও প্রথমবার পরাণ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন। ক্যারিয়ারের প্রথম সিনেমা কুড়া পক্ষীর শূন্যে উড়া নির্মাণ করে যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন নির্মাতা মুহাম্মদ আবদুল কাইউম, শ্রেষ্ঠ চিত্রনাট্যকারও হচ্ছেন তিনি।
আরও যাঁরা প্রথমবার চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন, তাঁরা হলেন শিমু সিনেমার অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু ও তানসিনা শাওন (পোশাক ও সাজসজ্জা), অপারেশন সুন্দরবন সিনেমার কৌতুক অভিনেতা দিপু ইমাম ও রূপসজ্জাশিল্পী খোকন মোল্লা, রোহিঙ্গা সিনেমার শিল্পনির্দেশক হিমাদ্রি বড়ুয়া এবং দুই শিশুশিল্পী ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূন্যে উড়া) ও বৃষ্টি আক্তার (রোহিঙ্গা)।
উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে কুড়া পক্ষীর শূন্যে উড়া ও পরাণ। শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। আজীবন সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা কামরুল আলম খান খসরু ও চিত্রনায়িকা রোজিনা।
আগামী ১৪ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী শিল্পীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে সাংস্কৃতিক পরিবেশনাও থাকছে।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৬ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৭ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৭ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে