বিনোদন ডেস্ক
গত মাসের শেষে হঠাৎই আসে সৌরভ-দর্শনা বিয়ের খবর। প্রেমের সম্পর্ক থাকলেও এত দিন তা হয়েছে গোপনে। পরমব্রত-পিয়ার বিয়ের রাতেই প্রকাশ পায় টালিউডের এই প্রেম। আগামীকাল শুক্রবার প্রেমকে পূর্ণতা দিতে সাত পাক ঘুরবেন দুজনে। চলছে বিয়ে পূর্ববর্তী অনুষ্ঠান, সঙ্গে বিয়ের দিনের সাজ-পোশাকের আয়োজনের ঝলক ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে বিয়ের আয়োজনের বিস্তারিত। গতকাল বুধবার হয়েছে তাঁদের আশীর্বাদ পর্ব। আশীর্বাদে বেনারসিতে সাজলেন দর্শনা। বিয়ের দিন দর্শনার হাতে থাকবে বিশেষ গাছকৌটো। যেখানে তুলির রঙে ধরা দিয়েছেন সৌরভ ও দর্শনা।
অভিনেত্রীকে আশীর্বাদে দেখা যায় গোলাপি রঙা বেনারসিতে। হালকা ঢেউ খেলানো খোলা চুল, আর হালকা মেকআপের সঙ্গে সোনার গয়না। এদিন সপরিবারে দেখা গেছে বর সৌরভকে। তাঁর বোন অরুণিনা ফেসবুকে পোস্ট করেছেন প্রাক-বিয়ের মিষ্টি কিছু মুহূর্ত।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের গ্র্যান্ড আসর। বিয়ের দিন বেনারসিতে সাজবেন দর্শনা। অভিনেত্রীর বিয়ের বেনারসি হতে চলেছে একদম স্পেশাল। সিঁদুরে লাল রঙের বেনারসিটি স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছেন অভিনেত্রী। শাড়ি বানানো হচ্ছে আসল জরি দিয়ে, ঠিক যেমন পুরোনো দিনে সোনা-রুপার জরি দিয়ে শাড়ি বোনা হতো।
দর্শনা-সৌরভের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে কিছু সমালোচনা। বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলেছেন সৌরভ। অভিনেতা বলেন, ‘দর্শনার আমাকে এখনো ফালতু লাগেনি। তাই আমরা বিয়েটা করছি। পরে যদি লাগে, সেই ব্যক্তিকে মেসেজ করে বলে দেব, ‘‘ভাই ঠিকই বলেছিলে’’।’
উল্লেখ্য, ‘গোলমালে গোল’-এর সেট থেকেই সৌরভ-দর্শনার বন্ধুত্বের শুরু, এরপর প্রেম থেকে বিয়ে। এর আগে অনিন্দিতা বসুর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন সৌরভ। মধুমিতা সরকারের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর।
গত মাসের শেষে হঠাৎই আসে সৌরভ-দর্শনা বিয়ের খবর। প্রেমের সম্পর্ক থাকলেও এত দিন তা হয়েছে গোপনে। পরমব্রত-পিয়ার বিয়ের রাতেই প্রকাশ পায় টালিউডের এই প্রেম। আগামীকাল শুক্রবার প্রেমকে পূর্ণতা দিতে সাত পাক ঘুরবেন দুজনে। চলছে বিয়ে পূর্ববর্তী অনুষ্ঠান, সঙ্গে বিয়ের দিনের সাজ-পোশাকের আয়োজনের ঝলক ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে বিয়ের আয়োজনের বিস্তারিত। গতকাল বুধবার হয়েছে তাঁদের আশীর্বাদ পর্ব। আশীর্বাদে বেনারসিতে সাজলেন দর্শনা। বিয়ের দিন দর্শনার হাতে থাকবে বিশেষ গাছকৌটো। যেখানে তুলির রঙে ধরা দিয়েছেন সৌরভ ও দর্শনা।
অভিনেত্রীকে আশীর্বাদে দেখা যায় গোলাপি রঙা বেনারসিতে। হালকা ঢেউ খেলানো খোলা চুল, আর হালকা মেকআপের সঙ্গে সোনার গয়না। এদিন সপরিবারে দেখা গেছে বর সৌরভকে। তাঁর বোন অরুণিনা ফেসবুকে পোস্ট করেছেন প্রাক-বিয়ের মিষ্টি কিছু মুহূর্ত।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের গ্র্যান্ড আসর। বিয়ের দিন বেনারসিতে সাজবেন দর্শনা। অভিনেত্রীর বিয়ের বেনারসি হতে চলেছে একদম স্পেশাল। সিঁদুরে লাল রঙের বেনারসিটি স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছেন অভিনেত্রী। শাড়ি বানানো হচ্ছে আসল জরি দিয়ে, ঠিক যেমন পুরোনো দিনে সোনা-রুপার জরি দিয়ে শাড়ি বোনা হতো।
দর্শনা-সৌরভের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে কিছু সমালোচনা। বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলেছেন সৌরভ। অভিনেতা বলেন, ‘দর্শনার আমাকে এখনো ফালতু লাগেনি। তাই আমরা বিয়েটা করছি। পরে যদি লাগে, সেই ব্যক্তিকে মেসেজ করে বলে দেব, ‘‘ভাই ঠিকই বলেছিলে’’।’
উল্লেখ্য, ‘গোলমালে গোল’-এর সেট থেকেই সৌরভ-দর্শনার বন্ধুত্বের শুরু, এরপর প্রেম থেকে বিয়ে। এর আগে অনিন্দিতা বসুর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন সৌরভ। মধুমিতা সরকারের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
২১ মিনিট আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৭ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৭ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৭ ঘণ্টা আগে