বিনোদন প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ থেকে শুরু হয়েছে ‘সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। চারদিনের এ উৎসব চলবে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পর্যন্ত।
এ উৎসবের সমাপনী দিনে দেখানো হবে অঞ্জন আইচ পরিচালিত চলচ্চিত্র ‘আগামীকাল’। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন ও জাকিয়া বারী মম। ইমন আছেন সদ্য পাস করা চিকিৎসক, আর মমকে দেখা যাবে দরিদ্র পরিবারের অনাথ সন্তান হিসেবে।
‘আগামীকাল’ ছবিতে আরো আছেন টুটুল চৌধুরী, সূচনা আজাদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, তারিক স্বপন, সাবেরী আলম, সুজাত শিমুল প্রমুখ।
উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন, এবারের চলচ্চিত্র উৎসবে ১২১টি দেশের ৬০০ চলচ্চিত্র অংশ নিয়েছে। এরমধ্যে ‘আগামীকাল’ হতে যাচ্ছে উৎসবের সমাপনী ছবি।
‘আগামীকাল’ অভিনেতা ও প্রযোজক টুটুল চৌধুরী বলেন, ‘উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে আমাদের ছবিটি দেখানো হচ্ছে, যা আমাদের পুরো টিমের জন্য আনন্দের।’
গত ২৪ ডিসেম্বর সারাদেশের সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আগামীকাল’ ছবিটি। তবে শেষ মুহূর্তে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।
ওই সময় নির্মাতা অঞ্জন আইচ বলেছিলেন, ‘যেহেতু এটি বেশ বড় বাজেটের ছবি। তাই চেয়েছি আরেকটু প্রচার-প্রচারণা করে তারপর মুক্তি দিতে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অনেক ছবির ব্যবসা ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাড়াহুড়া করে ছবি মুক্তি দিলে দর্শক জানতেই পারবেন না। আমরা চাই এই ছবি মুক্তির খবর সবার কানে পৌঁছে যাক।’
জানা গেছে, আগামী মার্চে সিনেমা হলে মুক্তি পেতে পারে ‘আগামীকাল’।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ থেকে শুরু হয়েছে ‘সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। চারদিনের এ উৎসব চলবে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পর্যন্ত।
এ উৎসবের সমাপনী দিনে দেখানো হবে অঞ্জন আইচ পরিচালিত চলচ্চিত্র ‘আগামীকাল’। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন ও জাকিয়া বারী মম। ইমন আছেন সদ্য পাস করা চিকিৎসক, আর মমকে দেখা যাবে দরিদ্র পরিবারের অনাথ সন্তান হিসেবে।
‘আগামীকাল’ ছবিতে আরো আছেন টুটুল চৌধুরী, সূচনা আজাদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, তারিক স্বপন, সাবেরী আলম, সুজাত শিমুল প্রমুখ।
উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন, এবারের চলচ্চিত্র উৎসবে ১২১টি দেশের ৬০০ চলচ্চিত্র অংশ নিয়েছে। এরমধ্যে ‘আগামীকাল’ হতে যাচ্ছে উৎসবের সমাপনী ছবি।
‘আগামীকাল’ অভিনেতা ও প্রযোজক টুটুল চৌধুরী বলেন, ‘উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে আমাদের ছবিটি দেখানো হচ্ছে, যা আমাদের পুরো টিমের জন্য আনন্দের।’
গত ২৪ ডিসেম্বর সারাদেশের সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আগামীকাল’ ছবিটি। তবে শেষ মুহূর্তে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।
ওই সময় নির্মাতা অঞ্জন আইচ বলেছিলেন, ‘যেহেতু এটি বেশ বড় বাজেটের ছবি। তাই চেয়েছি আরেকটু প্রচার-প্রচারণা করে তারপর মুক্তি দিতে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অনেক ছবির ব্যবসা ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাড়াহুড়া করে ছবি মুক্তি দিলে দর্শক জানতেই পারবেন না। আমরা চাই এই ছবি মুক্তির খবর সবার কানে পৌঁছে যাক।’
জানা গেছে, আগামী মার্চে সিনেমা হলে মুক্তি পেতে পারে ‘আগামীকাল’।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৪ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৪ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে