বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকা শহরের এক নিম্ন মধ্যবিত্ত দম্পতি সলিম ও কল্পনা। সলিম পেশায় বাসচালক। আর কল্পনা গৃহবধূ। রাস্তায় সারা দিনের ধকল, যাত্রীদের বাড়তি কথা ইত্যাদিতে বিরক্ত হয়ে সলিম যখন বাসায় ফেরে, সেখানেও শান্তি পায় না সে। স্ত্রীর নানা রকম আবদার, কিস্তিওয়ালার চাপ—সব মিলিয়ে জীবনটা খুব বেশি স্বাচ্ছন্দ্যের নয় সলিমের। স্বল্প আয়ে সংসার চালাতে কষ্টই হয়ে যায় তার।
একদিন বাসের ভেতরে একটা টাকার ব্যাগ পায় সলিম। ইতস্তত করতে করতে ব্যাগটা তুলেও নেয়। তারপর থেকে বদলে যায় সলিমের জীবন। দামি ফ্ল্যাটে থাকা শুরু করে। দামি রেস্তোরাঁয় খায়। দামি গাড়িতে চড়ে। বড়লোকদের দেখাদেখি বিলেতি কুকুরও কেনার শখ জাগে কল্পনার। তবে জীবনের এই পালাবদল সুখের হয় না সলিম ও কল্পনার। শেষ পর্যন্ত তাদেরকে ফিরতেই হয় নিজেদের সত্যিকারের যাপনে। তারা বুঝতে পারে, সাধ্যের ভেতরেই আছে সবটুকু সুখ।
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ফিকশন ‘পালাবদল’। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর, ইমাম হোসেন শামীম ও ফখরুল হাসান। পরিচালনায় ইমাম হোসেন শামীম। এতে সলিম চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আর কল্পনা চরিত্রে আছেন জাকিয়া বারী মম। অভিনয়ে আরও আছেন আমিরুল ইসলাম, তিশা চৌধুরী, ইকতারুল ইসলাম, হাসনাত রিপন, আলমগীর হোসেন, শরীফ মোস্তাফিজুর রহমান, পারভীন পারু, মেহেদী হাসান রাজু, মুসু তারা মুস্কান, সাজিত মোহাম্মদ, আব্দুল্লাহ রাকিব, জন মিল্টন, শিবলী হাওলাদার, আরিফ হোসেন জাবেদ প্রমুখ। সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে পালাবদলের শুটিং শেষ হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন মো. খোকন। শিল্প নির্দেশনায় শিবলী হাওলাদার ও সানি-বাবু। পোশাক পরিকল্পনায় মেহের আশা।
পালাবদল ফিকশনটি নিয়ে ফজলুর রহমান বাবু জানান, সলিম চরিত্রে অভিনয় করে বেশ ভালো লেগেছে তাঁর। সমাজে আমাদের আশপাশে যে সব চরিত্রদের বসবাস, এ ফিকশনে তাদেরকেই তুলে আনা হয়েছে বাস্তবতার মোড়কে। সলিমের মতো সাধারণ মানুষ, যারা একটু স্বাচ্ছন্দ্যের খোঁজে উদয়াস্ত পরিশ্রম করে, সততার সঙ্গে থাকলেই যে তারা পেতে পারে সুখের ঠিকানা; এ বার্তা দর্শক পাবেন পালাবদল ফিকশনে।
জাকিয়া বারী মম জানান, ফজলুর রহমান বাবুর সঙ্গে এ ফিকশনে অভিনয় করে খুশি তিনি। কল্পনা এ শহরের নিম্নমধ্যবিত্ত, খেটে খাওয়া নারীদের প্রতিনিধি। স্বামীর সঙ্গে নানা বিষয় নিয়ে তার খুঁটিনাটি ঝগড়া লেগে থাকলেও স্বামীকে সে খুব ভালোবাসে।
পরিচালক ইমাম হোসেন শামীম জানিয়েছেন, শুটিং শেষে পালাবদল এখন আছে সম্পাদনার টেবিলে। শিগগিরই প্রচারে আসবে ফিকশনটি।
ঢাকা শহরের এক নিম্ন মধ্যবিত্ত দম্পতি সলিম ও কল্পনা। সলিম পেশায় বাসচালক। আর কল্পনা গৃহবধূ। রাস্তায় সারা দিনের ধকল, যাত্রীদের বাড়তি কথা ইত্যাদিতে বিরক্ত হয়ে সলিম যখন বাসায় ফেরে, সেখানেও শান্তি পায় না সে। স্ত্রীর নানা রকম আবদার, কিস্তিওয়ালার চাপ—সব মিলিয়ে জীবনটা খুব বেশি স্বাচ্ছন্দ্যের নয় সলিমের। স্বল্প আয়ে সংসার চালাতে কষ্টই হয়ে যায় তার।
একদিন বাসের ভেতরে একটা টাকার ব্যাগ পায় সলিম। ইতস্তত করতে করতে ব্যাগটা তুলেও নেয়। তারপর থেকে বদলে যায় সলিমের জীবন। দামি ফ্ল্যাটে থাকা শুরু করে। দামি রেস্তোরাঁয় খায়। দামি গাড়িতে চড়ে। বড়লোকদের দেখাদেখি বিলেতি কুকুরও কেনার শখ জাগে কল্পনার। তবে জীবনের এই পালাবদল সুখের হয় না সলিম ও কল্পনার। শেষ পর্যন্ত তাদেরকে ফিরতেই হয় নিজেদের সত্যিকারের যাপনে। তারা বুঝতে পারে, সাধ্যের ভেতরেই আছে সবটুকু সুখ।
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ফিকশন ‘পালাবদল’। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর, ইমাম হোসেন শামীম ও ফখরুল হাসান। পরিচালনায় ইমাম হোসেন শামীম। এতে সলিম চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আর কল্পনা চরিত্রে আছেন জাকিয়া বারী মম। অভিনয়ে আরও আছেন আমিরুল ইসলাম, তিশা চৌধুরী, ইকতারুল ইসলাম, হাসনাত রিপন, আলমগীর হোসেন, শরীফ মোস্তাফিজুর রহমান, পারভীন পারু, মেহেদী হাসান রাজু, মুসু তারা মুস্কান, সাজিত মোহাম্মদ, আব্দুল্লাহ রাকিব, জন মিল্টন, শিবলী হাওলাদার, আরিফ হোসেন জাবেদ প্রমুখ। সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে পালাবদলের শুটিং শেষ হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন মো. খোকন। শিল্প নির্দেশনায় শিবলী হাওলাদার ও সানি-বাবু। পোশাক পরিকল্পনায় মেহের আশা।
পালাবদল ফিকশনটি নিয়ে ফজলুর রহমান বাবু জানান, সলিম চরিত্রে অভিনয় করে বেশ ভালো লেগেছে তাঁর। সমাজে আমাদের আশপাশে যে সব চরিত্রদের বসবাস, এ ফিকশনে তাদেরকেই তুলে আনা হয়েছে বাস্তবতার মোড়কে। সলিমের মতো সাধারণ মানুষ, যারা একটু স্বাচ্ছন্দ্যের খোঁজে উদয়াস্ত পরিশ্রম করে, সততার সঙ্গে থাকলেই যে তারা পেতে পারে সুখের ঠিকানা; এ বার্তা দর্শক পাবেন পালাবদল ফিকশনে।
জাকিয়া বারী মম জানান, ফজলুর রহমান বাবুর সঙ্গে এ ফিকশনে অভিনয় করে খুশি তিনি। কল্পনা এ শহরের নিম্নমধ্যবিত্ত, খেটে খাওয়া নারীদের প্রতিনিধি। স্বামীর সঙ্গে নানা বিষয় নিয়ে তার খুঁটিনাটি ঝগড়া লেগে থাকলেও স্বামীকে সে খুব ভালোবাসে।
পরিচালক ইমাম হোসেন শামীম জানিয়েছেন, শুটিং শেষে পালাবদল এখন আছে সম্পাদনার টেবিলে। শিগগিরই প্রচারে আসবে ফিকশনটি।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৩ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৪ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে