জ্বর নিয়ে হাসপাতালে পরীমণি, রাজের রক্তাক্ত মাথার ছবি ঘিরে রহস্য

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১৫: ৩০

বেশ কয়েক মাস আলাদা থাকার পর গত বৃহস্পতিবার থেকে আবারও একসঙ্গে থাকার জানান দেন রাজ-পরী। কিন্তু এর এক দিন পর আবারও সেই পুরোনো ঘটনা! খবর ছড়িয়ে পড়ে—ফের পরীর বাসা ছেড়েছেন রাজ। এর সঙ্গে যুক্ত হয় পরীমণির হাসপাতালে ভর্তির সংবাদ আর রাজের রক্তাক্ত মাথার ছবি।

শুক্রবার সন্ধ্যায় জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার খবর মেলে পরীমণির। সংবাদটি ছড়িয়ে পড়ার কিছু সময় পর ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়ায়। তবে কখন, কোথায়, কীভাবে তাঁর মাথা ফেটেছে সেই তথ্য কারও কাছে নেয়। রক্তাক্ত মাথার ছবি ঘিরে তৈরি হয়েছে রহস্য। স্থিরচিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য।

এ বিষয়ে চিত্রনায়ক শরীফুল রাজের ব্যক্তিগত মোবাইল ফোনে কল ও বার্তা পাঠালেও কোনো উত্তর আসেনি। পরীমণিকে কল দিলেও তিনি কল ধরেননি।

জ্বর নিয়ে হাসপাতালে পরীমণি, রাজের রক্তাক্ত মাথার ছবি ঘিরে রহস্যসম্প্রতি জানা গিয়েছিল, সব মান-অভিমান ভুলে প্রায় আবারও পরীর বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ। সেখান থেকে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তাঁরা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব।

তবে পরীমণির হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত হলেও শরীফুল-রাজের বিষয়টি ঘিরে জন্মেছে রহস্য।

উল্লেখ্য, গত ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে কাছের মানুষদের নিয়ে একমাত্র সন্তানের প্রথম জন্মদিন উদ্‌যাপন করেন চিত্রনায়িকা পরীমণি। রাজ্যর প্রথম জন্মদিনের আয়োজনেও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।

ছেলের জন্মদিন উদ্‌যাপনে মান-অভিমান শেষে আবারও একসঙ্গে রাজ-পরীএর সাত দিন পর গত বৃহস্পতিবার সকাল থেকেই ফেসবুকে গানবাংলার স্টুডিওতে সংগীত আয়োজক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে সন্তান রাজ্যসহ পরীমণি ও শরীফুল রাজের একাধিক স্থিরচিত্র ফেসবুকে ছড়ায়। এর মধ্যে একটি স্থিরচিত্রে পরীমণি ও রাজ একে অপরকে জড়িয়ে ধরে ছিলেন।

তখন অনেকেই ভেবেছিলেন মান-অভিমান ভুলে তাঁরা আবার একত্র হয়েছেন। তবে সম্প্রতি এ ঘটনায় তাঁদের সম্পর্ক কোথায় গড়াচ্ছে তা নিয়ে আবারও প্রশ্নের জন্ম দিয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

বিএনপি দখল–চাঁদাবাজিতে, আ.লীগের অনুশোচনা নেই হত্যাকাণ্ডে: টিআইবি

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সচিবালয়ে প্রতিনিধিদল

শিক্ষার্থীদের পাথরে ভেঙেছে ট্রেনের ৩৮টি কাচ, হতে পারে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত