বিনোদন ডেস্ক
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি (১২ নভেম্বর) মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’ ক্যাটাগরিতে বাংলাদেশি ছবি হিসেবে অংশ নিয়েছিল ছবিটি। রোববার (২৮ নভেম্বর) সিনেমাটি দেখেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবিটি দেখে ভূয়সী প্রশংসা করেন তিনি।
রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মহাখালীর এসকেএস টাওয়ার স্টার সিনেপ্লেক্সে রেহানা মরিয়ম নূর সিনেমাটি উপভোগ করেন পলক। এ সময় ছবির কেন্দ্রীয় চরিত্র অভিনেত্রী বাঁধন, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবুসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
ছবিটি দেখে নিজের অফিশিয়াল ফেসবুকেও একটি দীর্ঘ স্ট্যাটাস দেন পলক। জানান নিজের ভালো লাগার কথা। তিনি বলেন, ‘এই চলচ্চিত্রের মধ্যে আমাদের পরিবারের ভেতরে নারী পুরুষের মধ্যে যে বৈষম্য, সংসারের মধ্যে যে বৈষম্য তা ফুটে উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের শৈশব থেকে যে শিক্ষক, অভিভাবক প্রতিবেশী তাদের কাছ থেকে যে শিক্ষাটা পাওয়ার কথা সেই নৈতিক শিক্ষাটা না পেয়ে অনৈতিক শিক্ষা পাচ্ছে আমাদের সন্তানেরা সেটা তুলে ধরা হয়েছে।’ তিনি যোগ করেন, ‘এই সিনেমা দেখে অনেকের ফেসবুকে কমেন্ট দেখেছি তারা বলছে “রেহানা” চরিত্রটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক! আমি মনে করি রেহানা আসলে অস্বাভাবিক না! সমাজটা অস্বাভাবিক, রেহানা সেই সমাজের অসংগতির বিরুদ্ধে একটা সাহসী কণ্ঠস্বর।’
তিনি বলেন, ‘অন্যায়ের সাথে আপস করব কেন? এই যে অন্যায়ের বিরুদ্ধে রেহানার যে পদক্ষেপ এটাই স্বাভাবিক। আর সমাজের যে অসংগতি সেটাই অস্বাভাবিক! এই জায়গা থেকে আমাদের সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।’
আলোচিত এই ছবিটি নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি আশা করি বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল সোনার বাংলাদেশ গড়ে তোলা সেই অসম্প্রদায়িক প্রগতিশীল সমাজ বিনির্মাণে আমাদের “রেহানা মরিয়ম নূর”-এর মতো আরো অনেক চলচ্চিত্র আসবে এবং আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারব।’
সবশেষে তিনি সবাইকে সিনেমা হলে গিয়ে রেহানা মরিয়ম নূর দেখারও অনুরোধ জানান।
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি (১২ নভেম্বর) মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’ ক্যাটাগরিতে বাংলাদেশি ছবি হিসেবে অংশ নিয়েছিল ছবিটি। রোববার (২৮ নভেম্বর) সিনেমাটি দেখেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবিটি দেখে ভূয়সী প্রশংসা করেন তিনি।
রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মহাখালীর এসকেএস টাওয়ার স্টার সিনেপ্লেক্সে রেহানা মরিয়ম নূর সিনেমাটি উপভোগ করেন পলক। এ সময় ছবির কেন্দ্রীয় চরিত্র অভিনেত্রী বাঁধন, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবুসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
ছবিটি দেখে নিজের অফিশিয়াল ফেসবুকেও একটি দীর্ঘ স্ট্যাটাস দেন পলক। জানান নিজের ভালো লাগার কথা। তিনি বলেন, ‘এই চলচ্চিত্রের মধ্যে আমাদের পরিবারের ভেতরে নারী পুরুষের মধ্যে যে বৈষম্য, সংসারের মধ্যে যে বৈষম্য তা ফুটে উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের শৈশব থেকে যে শিক্ষক, অভিভাবক প্রতিবেশী তাদের কাছ থেকে যে শিক্ষাটা পাওয়ার কথা সেই নৈতিক শিক্ষাটা না পেয়ে অনৈতিক শিক্ষা পাচ্ছে আমাদের সন্তানেরা সেটা তুলে ধরা হয়েছে।’ তিনি যোগ করেন, ‘এই সিনেমা দেখে অনেকের ফেসবুকে কমেন্ট দেখেছি তারা বলছে “রেহানা” চরিত্রটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক! আমি মনে করি রেহানা আসলে অস্বাভাবিক না! সমাজটা অস্বাভাবিক, রেহানা সেই সমাজের অসংগতির বিরুদ্ধে একটা সাহসী কণ্ঠস্বর।’
তিনি বলেন, ‘অন্যায়ের সাথে আপস করব কেন? এই যে অন্যায়ের বিরুদ্ধে রেহানার যে পদক্ষেপ এটাই স্বাভাবিক। আর সমাজের যে অসংগতি সেটাই অস্বাভাবিক! এই জায়গা থেকে আমাদের সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।’
আলোচিত এই ছবিটি নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি আশা করি বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল সোনার বাংলাদেশ গড়ে তোলা সেই অসম্প্রদায়িক প্রগতিশীল সমাজ বিনির্মাণে আমাদের “রেহানা মরিয়ম নূর”-এর মতো আরো অনেক চলচ্চিত্র আসবে এবং আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারব।’
সবশেষে তিনি সবাইকে সিনেমা হলে গিয়ে রেহানা মরিয়ম নূর দেখারও অনুরোধ জানান।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৫ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৫ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে