বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনেত্রী শাবনাজ ও তাহমিনা সুলতানা মৌয়ের মা মারা গেছেন। তাঁদের মা আঞ্জুমান নাহার আজ শুক্রবার বেলা ১টা ৩৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন শাবনাজের স্বামী চিত্রনায়ক নাঈম।
আঞ্জুমান নাহারের জন্ম বরিশালে। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন, ছিলেন বৃক্ষপ্রেমী। ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন।
জামাতা নাঈম বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ আমার শাশুড়ি আম্মা আজ মারা গেছেন। গত ১০ দিনের মতো তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। ঢাকায় শাশুড়ি আম্মার জানাজা শেষে আজই আমরা লাশ নিয়ে বিক্রমপুর যাব। সেখানে মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে আমার শ্বশুরের কবরের পাশে দাফন করা হবে। তাদের জন্য সবার কাছে দোয়া চাই।’
আঞ্জুমান নাহারের স্বামী এস এম হুমায়ূন তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি নাট্যচক্রের আজীবন সদস্য ছিলেন।
তিন বোনের মধ্যে শাবনাজ সবার বড়। তাঁর মেজ বোন সোনিয়া। সবার ছোট তাহমিনা সুলতানা মৌ। শাবনাজ ও মৌ অভিনয়ের সঙ্গে জড়িত। দীর্ঘ সময় ধরে শাবনাজ পর্দা থেকে দূরে থাকলেও মৌ ছোট পর্দার নিয়মিত মুখ। শৈশব থেকেই পরিবারের সাংস্কৃতিক আবহে বেড়ে উঠেছেন।
অভিনেত্রী শাবনাজ ও তাহমিনা সুলতানা মৌয়ের মা মারা গেছেন। তাঁদের মা আঞ্জুমান নাহার আজ শুক্রবার বেলা ১টা ৩৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন শাবনাজের স্বামী চিত্রনায়ক নাঈম।
আঞ্জুমান নাহারের জন্ম বরিশালে। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন, ছিলেন বৃক্ষপ্রেমী। ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন।
জামাতা নাঈম বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ আমার শাশুড়ি আম্মা আজ মারা গেছেন। গত ১০ দিনের মতো তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। ঢাকায় শাশুড়ি আম্মার জানাজা শেষে আজই আমরা লাশ নিয়ে বিক্রমপুর যাব। সেখানে মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে আমার শ্বশুরের কবরের পাশে দাফন করা হবে। তাদের জন্য সবার কাছে দোয়া চাই।’
আঞ্জুমান নাহারের স্বামী এস এম হুমায়ূন তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি নাট্যচক্রের আজীবন সদস্য ছিলেন।
তিন বোনের মধ্যে শাবনাজ সবার বড়। তাঁর মেজ বোন সোনিয়া। সবার ছোট তাহমিনা সুলতানা মৌ। শাবনাজ ও মৌ অভিনয়ের সঙ্গে জড়িত। দীর্ঘ সময় ধরে শাবনাজ পর্দা থেকে দূরে থাকলেও মৌ ছোট পর্দার নিয়মিত মুখ। শৈশব থেকেই পরিবারের সাংস্কৃতিক আবহে বেড়ে উঠেছেন।
চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। গত ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১৭ মিনিট আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
২৩ মিনিট আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৪ ঘণ্টা আগেপ্রায় তিন দশক পর সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
৭ ঘণ্টা আগে