বিনোদন ডেস্ক
ঢাকা: লকডাউনের ফলে ভারতে কাজ হারিয়েছেন বহু মানুষ। কাজ চলে যাওয়ায় নিজের পছন্দের পেশা ছেড়ে কেউ বেছে নিয়েছেন আয়ের বিকল্প উপায়। সংসার চালাতে হবে যে। ঠিক এমনটাই করেছিলেন ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর তৃতীয় স্থান অধিকারী ভিকি দাস। ভিকির বয়স ২৭। পেশায় ডান্সার, কোরিওগ্রাফার। ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এ তৃতীয় হন ভিকি। কলকাতা ও মুম্বাইয়ে বিভিন্ন নাচের ওয়ার্কশপ, শো ইত্যাদি করেই চলছিল সংসার। লকডাইনের ফলে বন্ধ হয়ে গেছে নাচের শো। সংসার চালাতে ডেলিভারি বয়ের কাজ শুরু করেন তিনি। কিন্তু হঠাৎই এক পথ দুর্ঘটনায় এখন অনিশ্চয়তার মুখে দুই পেশাই। চোখের সামনে ভেঙে চুরমার এত বছর ধরে একটু একটু করে গড়ে তোলা স্বপ্নগুলো।
শুক্রবার রাতে ঘটল অঘটনটি। খাবার ডেলিভারি করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অভিযোগ, এক পুলিশ কর্মীর বাইক তাঁকে সজোরে ধাক্কা দেয়। পড়ে গিয়ে শরীরের একাধিক জায়গায় চোট পান ভিকি। তাঁর পাঁজরে গুরুতর চোট ধরা পড়ে। ভিকির অভিযোগ, ঘটনার সময় মদ্যপ অবস্থায় প্রবল গতিতে বাইক চালাচ্ছিলেন অভিযুক্ত পুলিশ কর্মী। ইতিমধ্যে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন ভিকি। তাঁকে কমপক্ষে তিন মাস বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। আর তাতেই ভিকির মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। একদিকে এখন সংসার কীভাবে চলবে সেই চিন্তা, অন্যদিকে পরবর্তী সময়ে আর নাচের জগতে ফিরতে পারবেন কি না, সেটাও ভাবাচ্ছে।
জানা গেছে, ছোট থেকেই বড় ডান্সার হওয়ার স্বপ্ন দেখতেন ভিকি। নিজের স্বপ্ন সত্যি করার পথে একটু একটু করে এগিয়েও যাচ্ছিলেন তিনি। ‘সুপার ডান্সার চ্যাপ্টার ১’, ‘সুপার গুরু’র মতো ডান্স রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেন। টলিউডের দুটো সিনেমাতেও অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন ভিকি।
ঢাকা: লকডাউনের ফলে ভারতে কাজ হারিয়েছেন বহু মানুষ। কাজ চলে যাওয়ায় নিজের পছন্দের পেশা ছেড়ে কেউ বেছে নিয়েছেন আয়ের বিকল্প উপায়। সংসার চালাতে হবে যে। ঠিক এমনটাই করেছিলেন ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর তৃতীয় স্থান অধিকারী ভিকি দাস। ভিকির বয়স ২৭। পেশায় ডান্সার, কোরিওগ্রাফার। ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এ তৃতীয় হন ভিকি। কলকাতা ও মুম্বাইয়ে বিভিন্ন নাচের ওয়ার্কশপ, শো ইত্যাদি করেই চলছিল সংসার। লকডাইনের ফলে বন্ধ হয়ে গেছে নাচের শো। সংসার চালাতে ডেলিভারি বয়ের কাজ শুরু করেন তিনি। কিন্তু হঠাৎই এক পথ দুর্ঘটনায় এখন অনিশ্চয়তার মুখে দুই পেশাই। চোখের সামনে ভেঙে চুরমার এত বছর ধরে একটু একটু করে গড়ে তোলা স্বপ্নগুলো।
শুক্রবার রাতে ঘটল অঘটনটি। খাবার ডেলিভারি করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অভিযোগ, এক পুলিশ কর্মীর বাইক তাঁকে সজোরে ধাক্কা দেয়। পড়ে গিয়ে শরীরের একাধিক জায়গায় চোট পান ভিকি। তাঁর পাঁজরে গুরুতর চোট ধরা পড়ে। ভিকির অভিযোগ, ঘটনার সময় মদ্যপ অবস্থায় প্রবল গতিতে বাইক চালাচ্ছিলেন অভিযুক্ত পুলিশ কর্মী। ইতিমধ্যে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন ভিকি। তাঁকে কমপক্ষে তিন মাস বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। আর তাতেই ভিকির মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। একদিকে এখন সংসার কীভাবে চলবে সেই চিন্তা, অন্যদিকে পরবর্তী সময়ে আর নাচের জগতে ফিরতে পারবেন কি না, সেটাও ভাবাচ্ছে।
জানা গেছে, ছোট থেকেই বড় ডান্সার হওয়ার স্বপ্ন দেখতেন ভিকি। নিজের স্বপ্ন সত্যি করার পথে একটু একটু করে এগিয়েও যাচ্ছিলেন তিনি। ‘সুপার ডান্সার চ্যাপ্টার ১’, ‘সুপার গুরু’র মতো ডান্স রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেন। টলিউডের দুটো সিনেমাতেও অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন ভিকি।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
১২ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
১২ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
১২ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
১৫ ঘণ্টা আগে