বিনোদন ডেস্ক
উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের ৫১ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেক্সিকোতে। আগামী ১৩ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলা চলচ্চিত্র উৎসবের এবারের আসরে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের ৫টি চলচ্চিত্র।
চলচ্চিত্র গুলো হচ্ছে চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১ ’, নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ এবং উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’।
সার্ভান্টিনো উৎসবটি উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। ১৯৭২ সাল থেকে মেক্সিকোর গুয়ানুহওয়াটো শহরে প্রতি বছর সার্ভান্টিনো উৎসবটি অনুষ্ঠিত হয়। বিখ্যাত স্প্যানিশ উপন্যাস ‘ডন কিহোটতে’ এর লেখক মিগেল ডি সার্ভান্টেস সাভেইদ্রুহ-এর প্রতি শ্রদ্ধা জানাতে উৎসবটির আয়োজন করা হয়। শিল্পকলার সকল শাখা এই উৎসবটিতে উদ্যাপিত হয়।
৫১ তম সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের অফিশিয়াল ওয়েব সাইট থেকে জানা যায় নির্মাতা ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটি আগামী ১৫ অক্টোবর, নির্মাতা খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’ প্রদর্শিত হবে আগামী ১৬ অক্টোবর এবং নির্মাতা নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ প্রদর্শিত হবে আগামী ১৭ অক্টোবর দুপুর ১২টায়। আগামী ১৮ অক্টোবর প্রদর্শিত হবে নির্মাতা উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’ এবং ১৯ অক্টোবর নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বিকেল ৫টায়।
উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের ৫১ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেক্সিকোতে। আগামী ১৩ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলা চলচ্চিত্র উৎসবের এবারের আসরে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের ৫টি চলচ্চিত্র।
চলচ্চিত্র গুলো হচ্ছে চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১ ’, নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ এবং উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’।
সার্ভান্টিনো উৎসবটি উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। ১৯৭২ সাল থেকে মেক্সিকোর গুয়ানুহওয়াটো শহরে প্রতি বছর সার্ভান্টিনো উৎসবটি অনুষ্ঠিত হয়। বিখ্যাত স্প্যানিশ উপন্যাস ‘ডন কিহোটতে’ এর লেখক মিগেল ডি সার্ভান্টেস সাভেইদ্রুহ-এর প্রতি শ্রদ্ধা জানাতে উৎসবটির আয়োজন করা হয়। শিল্পকলার সকল শাখা এই উৎসবটিতে উদ্যাপিত হয়।
৫১ তম সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের অফিশিয়াল ওয়েব সাইট থেকে জানা যায় নির্মাতা ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটি আগামী ১৫ অক্টোবর, নির্মাতা খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’ প্রদর্শিত হবে আগামী ১৬ অক্টোবর এবং নির্মাতা নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ প্রদর্শিত হবে আগামী ১৭ অক্টোবর দুপুর ১২টায়। আগামী ১৮ অক্টোবর প্রদর্শিত হবে নির্মাতা উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’ এবং ১৯ অক্টোবর নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বিকেল ৫টায়।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
২ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৯ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৯ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৯ ঘণ্টা আগে