বিনোদন প্রতিবেদক, ঢাকা
আগামী ৩০ আগস্ট থেকে বসতে যাচ্ছে ঐতিহ্যবাহী ও বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮০তম আসর। আর এবারের আসরে জুরিপ্রধানের দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক ড্যামিয়েন শ্যাজেল। সম্মানজনক এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘লা লা ল্যান্ড’ খ্যাত এই নির্মাতা।
ভেনিসের প্রস্তাবকে স্বাগত জানিয়ে ড্যামিয়েন শ্যাজেল বলেন, ‘প্রতিবছর ১০ দিনের জন্য শিল্পের এই শহরকে সাজানো হয়। সিনেমার এই শহরে আমি এ বছর জুরির নেতৃত্ব পাওয়ায় অনেক গর্বিত ও আনন্দিত বোধ করছি। ৮০তম ভেনিস চলচ্চিত্র উৎসবে কিছু দুর্দান্ত চলচ্চিত্রের জন্য অপেক্ষা করছি।’
শ্যাজেলের নেতৃত্বে জুরি প্যানেল এবারের সেরা চলচ্চিত্রের জন্য ‘গোল্ডেন লায়ন’, ‘সিলভার লায়ন’, ‘গ্র্যান্ড জুরির পুরস্কার’, সেরা পরিচালকের জন্য ‘সিলভার লায়ন’, সেরা অভিনেত্রী এবং সেরা অভিনেতার জন্য ‘ভলপি কাপ’, বিশেষ জুরি পুরস্কার, সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার এবং সেরা নতুনের জন্য ‘মার্সেলো মাস্ট্রোইয়ান্নি’ পুরস্কার প্রদান করবেন।
এ ছাড়া লুইগি দে লরেন্তিস পুরস্কারের জুরি প্যানেলের প্রধানের দায়িত্ব পালন করবেন ফরাসি পরিচালক অ্যালিস ডিওপ। গত বছর তিনি ‘ভেনিস সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার’ এবং ‘লায়ন অব দ্য ফিউচার’ উভয় পুরস্কার জিতেছেন।
উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক অ্যালিস ডিওপ বলেন, ‘কী এক মহান সম্মান, এ এক মহান আনন্দ, “লুইগি দে লরেন্তিস” পুরস্কারের মতো সম্মানজনক পুরস্কারে জুরিপ্রধানের দায়িত্বে নির্বাচিত হয়েছি।’
এ ছাড়া ইতালির পরিচালক জোনাস কার্পিগানো ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ওরিজোন্টি বিভাগের জুরিপ্রধানের দায়িত্ব পালন করবেন।
এবারের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮০তম আসরটি চলবে আগামী ৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
আগামী ৩০ আগস্ট থেকে বসতে যাচ্ছে ঐতিহ্যবাহী ও বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮০তম আসর। আর এবারের আসরে জুরিপ্রধানের দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক ড্যামিয়েন শ্যাজেল। সম্মানজনক এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘লা লা ল্যান্ড’ খ্যাত এই নির্মাতা।
ভেনিসের প্রস্তাবকে স্বাগত জানিয়ে ড্যামিয়েন শ্যাজেল বলেন, ‘প্রতিবছর ১০ দিনের জন্য শিল্পের এই শহরকে সাজানো হয়। সিনেমার এই শহরে আমি এ বছর জুরির নেতৃত্ব পাওয়ায় অনেক গর্বিত ও আনন্দিত বোধ করছি। ৮০তম ভেনিস চলচ্চিত্র উৎসবে কিছু দুর্দান্ত চলচ্চিত্রের জন্য অপেক্ষা করছি।’
শ্যাজেলের নেতৃত্বে জুরি প্যানেল এবারের সেরা চলচ্চিত্রের জন্য ‘গোল্ডেন লায়ন’, ‘সিলভার লায়ন’, ‘গ্র্যান্ড জুরির পুরস্কার’, সেরা পরিচালকের জন্য ‘সিলভার লায়ন’, সেরা অভিনেত্রী এবং সেরা অভিনেতার জন্য ‘ভলপি কাপ’, বিশেষ জুরি পুরস্কার, সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার এবং সেরা নতুনের জন্য ‘মার্সেলো মাস্ট্রোইয়ান্নি’ পুরস্কার প্রদান করবেন।
এ ছাড়া লুইগি দে লরেন্তিস পুরস্কারের জুরি প্যানেলের প্রধানের দায়িত্ব পালন করবেন ফরাসি পরিচালক অ্যালিস ডিওপ। গত বছর তিনি ‘ভেনিস সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার’ এবং ‘লায়ন অব দ্য ফিউচার’ উভয় পুরস্কার জিতেছেন।
উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক অ্যালিস ডিওপ বলেন, ‘কী এক মহান সম্মান, এ এক মহান আনন্দ, “লুইগি দে লরেন্তিস” পুরস্কারের মতো সম্মানজনক পুরস্কারে জুরিপ্রধানের দায়িত্বে নির্বাচিত হয়েছি।’
এ ছাড়া ইতালির পরিচালক জোনাস কার্পিগানো ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ওরিজোন্টি বিভাগের জুরিপ্রধানের দায়িত্ব পালন করবেন।
এবারের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮০তম আসরটি চলবে আগামী ৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
১ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৮ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৮ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৮ ঘণ্টা আগে