বিনোদন ডেস্ক
পশ্চিমবঙ্গে আজ মুক্তি পেয়েছে সুমন মৈত্র পরিচালিত সিনেমা ‘আবার অরণ্যে দিনরাত্রি’। বন্ধুদের গল্প, বন্ধুত্বের গল্প আর অরণ্যকে ভালোবাসার গল্প বলবে সিনেমাটি। চার নারী চরিত্রকে নিয়ে আবর্তিত হয়েছে এর গল্প। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন—পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায়, যুক্তা রক্ষিত।
তিনজন ট্রাভেল ভ্লগারকে নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। নন্দিনী, এনাক্ষী এবং মিঠি রয়েছে গল্পের কেন্দ্রে। এরা ডুয়ার্সে আসে নিজেদের ট্রাভেল ব্লগ ‘মুসাফিরানা’ তৈরির কাজে। এরপর কী ঘটে, সেটাই দেখার এই ছবিতে।
পরিচালক সুমন মৈত্র আজকের পত্রিকাকে জানিয়েছেন, চার বন্ধুর অরণ্যে বেড়াতে যাওয়ার গল্প নির্মিত হয়েছে সিনেমাটি। সুমনের কথায়, ‘চারজনের বন্ধুত্বের গল্প ওঠে আসবে সিনেমাটিতে। তাঁদের স্বাধীনতার গল্প ও ভালোবাসার গল্পে আমার সিনেমা ‘‘আবার অরণ্যে দিনরাত্রি’’।
পরিচালনার পাশাপাশি ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ সবই সুমন মৈত্রর। রবীন্দ্র সংগীত থাকছে এই ছবিতে। এ ছাড়া এর মৌলিক গান লিখেছেন অর্ণব বসু। সুর দিয়েছেন কৌস্তভ রানা সরকার এবং বাপ্পাদিত্য শুভ্র। ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্ব সামলেছেন বাপ্পাদিত্য শুভ্র।
সিনেমাটিতে গান গেয়েছেন মধুপর্ণা গঙ্গোপাধ্যায়, সোহিনী ভট্টাচার্য, অঙ্গনা চট্টোপাধ্যায়, কৌস্তভ রানা সরকার, বাপ্পাদিত্য শুভ্র ও কিনকিনি ভট্টাচার্য।
পশ্চিমবঙ্গে আজ মুক্তি পেয়েছে সুমন মৈত্র পরিচালিত সিনেমা ‘আবার অরণ্যে দিনরাত্রি’। বন্ধুদের গল্প, বন্ধুত্বের গল্প আর অরণ্যকে ভালোবাসার গল্প বলবে সিনেমাটি। চার নারী চরিত্রকে নিয়ে আবর্তিত হয়েছে এর গল্প। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন—পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায়, যুক্তা রক্ষিত।
তিনজন ট্রাভেল ভ্লগারকে নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। নন্দিনী, এনাক্ষী এবং মিঠি রয়েছে গল্পের কেন্দ্রে। এরা ডুয়ার্সে আসে নিজেদের ট্রাভেল ব্লগ ‘মুসাফিরানা’ তৈরির কাজে। এরপর কী ঘটে, সেটাই দেখার এই ছবিতে।
পরিচালক সুমন মৈত্র আজকের পত্রিকাকে জানিয়েছেন, চার বন্ধুর অরণ্যে বেড়াতে যাওয়ার গল্প নির্মিত হয়েছে সিনেমাটি। সুমনের কথায়, ‘চারজনের বন্ধুত্বের গল্প ওঠে আসবে সিনেমাটিতে। তাঁদের স্বাধীনতার গল্প ও ভালোবাসার গল্পে আমার সিনেমা ‘‘আবার অরণ্যে দিনরাত্রি’’।
পরিচালনার পাশাপাশি ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ সবই সুমন মৈত্রর। রবীন্দ্র সংগীত থাকছে এই ছবিতে। এ ছাড়া এর মৌলিক গান লিখেছেন অর্ণব বসু। সুর দিয়েছেন কৌস্তভ রানা সরকার এবং বাপ্পাদিত্য শুভ্র। ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্ব সামলেছেন বাপ্পাদিত্য শুভ্র।
সিনেমাটিতে গান গেয়েছেন মধুপর্ণা গঙ্গোপাধ্যায়, সোহিনী ভট্টাচার্য, অঙ্গনা চট্টোপাধ্যায়, কৌস্তভ রানা সরকার, বাপ্পাদিত্য শুভ্র ও কিনকিনি ভট্টাচার্য।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
২ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৮ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৯ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৯ ঘণ্টা আগে